Nojoto: Largest Storytelling Platform
waseemalhabib9305
  • 45Stories
  • 4Followers
  • 332Love
    0Views

আমি খুব সাধারণ, অসাধারণ কিছু নেই আমার মধ্যে।

  • Popular
  • Latest
  • Video
6c48999fd9fcc1577af241fd9e95bb6a

কবিতা :: সে ছবি হৃদয়ে আঁকা
      🖊️মহঃ হাবিবুল্লাহ (হাবিব)
            ২৯ /০৯ /২০২৩

জীবনের পাতা উল্টাতে গিয়ে হঠাৎ
মন গ্যালারিতে ভেসে ওঠে এক ছবি,
ছবি পেতে চায় আজ কলমের ভাষা
ভাষা খুঁজি আমি ভাষাহীন এক কবি।

ভীষণ  মায়াবী  মুখ খানি ছিল  তার
ঠোঁট জুড়ে ছিল ঢেউ তোলা তার হাসি,
তার চোখে চেয়ে দুনিয়া খুঁজেছি আমার
তার চোখে আমি দেখিনিকো বানভাসি।

তার চোখে দেখি স্বপ্নেরা জাল বোনে
উলটানো ভুরু যেনো একফালি চাঁদ,
হাজার  কষ্টেও হাসিখুশি থাকে সে
যেনো পেয়ে গেছে চির মুক্তির স্বাদ।

আমি ভুলিনিকো  মায়াভরা  সেই রুপ
সেই রুপে যেন জ্যোৎস্নারা খেলা করে,
কপালের  টিপ কিংবা  ঝুমকো কানের
গলার   হারেও   মুক্তোরা ঝরে পড়ে।

যতো সুন্দর রূপ খানি ছিল তার
তার চেয়ে আরো সুন্দর ছিল নাম,
হয়নিকো সে আমার জীবনে রাধা
আমিও পারিনি হতে তার ঘনশ্যাম।

জীবনে যে তুমি আসবেনা আর জানি
স্বপ্নেতে প্রিয় দিও তুমি মোরে দেখা,
গ্যালারির ছবি যতো মুছে দাও তুমি
মুছবেনা সে হৃদয়ে'তে আছে আঁকা।
__________________________
ছবি : সংগৃহীত।

©   
  #Sheher
6c48999fd9fcc1577af241fd9e95bb6a

কবিতা :: বিষের একুশ 
কলমে :: মহঃ হাবিববুল্লাহ হাবিব।
রচনাকাল ::০৭/০৭/২০২১

বিশ-একুশের নাগরদোলায়,কিযে বিষ আসলো নেমে,
ঘটলো কত অকাল প্রয়াণ,জনজীবন রইলো থেমে।
পেট কাঁদছে ক্ষুধার জ্বালায়,পেটের খিদের নেইকো ছুটি,
বুভুক্ষ পেট খুঁজে বেড়ায়,এক মুঠো ভাত,শুকনো রুটি।
মানুষ ক'দিন থাকতে পারে,পেটে খিদের গামছা বেঁধে,
ঘরের ছোট বাচ্চা যখন, খাওয়ার জন্য ডুকরে কাঁদে।
কর্ম বিহীন বন্দি মানুষ,  দেশটা এখন সত্যিই কানা,
যতই মরো পেটের জ্বালায়,দেশের সে সব দেখতে মানা।
কেউ জানিনা বাঁচব ক'দিন,জানিনা ঝড় থামবে কবে?
মানুষ যতই না খেতে পাক,পাঁচশো কোটির মূর্তি হবে। 

বিকল দেশের অর্থনীতি,একুশ-বিষের হ্যাঁচকা টানে,
পরিযায়ী পায়না গাড়ি,  মন্ত্রী ওড়েন চ্যাটার্ড প্লেনে।
শ্রমিক হাঁটে হাজার মাইল,খোকার বাবা ফিরবে ঘরে,
কত বাবার হয়নি ফেরা,  পথেই গেছে জীবন ঝরে।
মনুষ্যত্ব বিকিয়ে গেছে,চোখ মেলে আজ দেখছি তাই, 
সমাধি  নেই  মৃত  লাশের, গঙ্গা  বক্ষে  হচ্ছে  ঠাঁই। 
অদূরে ভাসা লাশের জন্যে,শেয়াল কুকুর অপেক্ষারত,
ঢেউয়ের দোলায় আসবে ধারে,পেট ভরাবে মনের মত।
মাস্ক পরে দেশ মুখ ঢেকেছে,আমরা এখন মুখোশ-ধারী।
দেশটা এখন পাপে ভরা,পাপের বোঝা ভীষন ভারী।
                               ::::::::::::

© #Rose
6c48999fd9fcc1577af241fd9e95bb6a

কবিতা :: হৃদয় হীনা
কলমে ::মহঃ হাবিববুল্লাহ হাবিব।
রচনাকাল ::১৪/০১/২০২১
🌺 🍀 🌺 🍀 🌺 🍀 🌺 🍀 🌺 🍀 🌺 🍀 🌺🍀🌺🍀
জীবনে আজ আসলো মরু-ঝড়,জীবনটা আজ ধুধু বালুচর,
তুমি এখন সত্যি হৃদয় হীনা,তুমি এখন বড়ই স্বার্থপর।
ইচ্ছে করেই চাওনি আমার হতে,সব মুখেতে খুঁজি তোমার ছায়া,
খোঁজ নিলে কেমন আছি এখন,আমার প্রতি নেইকো তোমার মায়া।
এখন তুমি বড়ো ঘরের বউ,কুঁড়ে ঘরের চাওনা খবর নিতে,
ধনী গরীব ওজন মাপতে গিয়ে,বেশ ফারাকে তুমি গেলে জিতে।
মুখে কেবল ছিল মিথ্যে বুলি,ভালোবাসার হয়না কোনো জাতি,
বুঝিনি সেটা ফ্যাশন ছিল তোমার,নতুন পেয়ে মারলে আমায় লাথি।
তুমি আমার ছিলে সুখের অতীত,তুমি ছিলে কত দিনের চেনা,
আজ হৃদয়ে নেই কো দয়া-মায়া,বন্ধ এখন সকল লেনা দেনা।
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀
ফেঁসেছি আমি তোমার মিষ্টি কথায়,ওটাই তোমার শ্রেষ্ঠ অভিনয়,
মোর জীবনের ডায়েরি খুলে দেখি,ওটাই আমার বড়ো পরাজয়।
বলব না আর,"তুমি ফিরে এসো", বলব না আর এসোনা ঘর বাঁধি,
বলব না আর,"সামনে এসে দাঁড়াও,"জড়িয়ে ধরে সুখের কান্না কাঁদি।
পিছন থেকে ডাকব না আর তোমায়,হঠাৎ যদি দেখি তোমায় চেয়ে,
চলে যাওয়া দেখব দু'চোখ মেলে,যতই আসুক পানি দু'চোখ বেয়ে।
বলব আর একটু দাঁড়াও প্রিয়,ডাকব না আর আমার প্রিয় নামে,
আমি তোমার বাতিল হওয়া খাতা,বেচে দিলে তাই অল্প দামে।
আমি কি তোমার প্রিয় কেহ ছিলাম?নাকি ছিলাম শুধুই প্রয়োজনে?
চাইব না আর জানতে সেসব কিছু,যতই আসুক পানি চোখের কোণে।
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀
এখন তুমি বড্ড হৃদয় হীনা,ভাবো কি আর একলা কোনো ছাদে,
আমার দু'চোখ নিষ্ঠুর খুব জানো,আমার হয়েও তোমার জন্যে কাঁদে।
মনটাও আজ বদলায় নি জানো,আমার হয়েও তোমার কথা ভাবে,
চোখের দৃষ্টি ঘোরে চতুর্দিকে,ভাবে কোথাও তোমায় দেখতে পাবে।
এইযে এখন হাত-পা গেছে কেটে,কাজ ছেড়ে তাই আছি ঘরে শুয়ে,
তার টানেতে শরীর পুড়ছে জ্বরে,দেখবি কি আর আমার কপাল ছুঁয়ে? 
এখন কি আর কাঁদিস আমার তরে,হৃদয় কি আর ছোটে আমার টানে?
নাকি নতুন খুব বেঁধেছে তোকে,আমায় নিয়ে বিষ ঢেলেছে কানে?
আমার দেহ আছে কেবল বেঁচে,মন বেঁচে নেই সত্যি তুমি বিনা,
এখন আমি জীবন্ত এক লাশ,সেসব কি আর বুঝবে হৃদয় হীনা।
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀
কামাক্ষ্যাপুর,গোসাবা,দক্ষিণ চব্বিশ পরগনা 
পশ্চিমবঙ্গ, ভারত ৭৪৩৬১১

© #LostTracks
6c48999fd9fcc1577af241fd9e95bb6a

কাব্য :: অতীত খুঁজি বর্তমানে,
কলমে :মহঃ হাবিববুল্লাহ হাবিব।
রচনাকাল ::১২/০১/২০২১
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺
জীবন নদী স্রোতের মত,এগিয়ে চলে সমুখ পানে,
আমিও চলি স্রোতের তালে,মন পড়ে সেই পিছুটানে।
খুঁজে বেড়াই মনের চোখে,ক্লাস ঘরের মিলন মেলা,
শেষ বয়সে এসে আজও,হারিয়ে খুঁজি ছেলেবেলা।
একটা সময় বেড়েছিল,তোকেই নিয়ে বাঁচার আশা,
হারিয়ে আজও খুঁজে বেড়াই,সর্বনাশা ভালোবাসা। 
স্বপ্ন ছিল থাকবি আমার,বর্তমান আর ভবিষ্যতে,
অধরা সব স্বপ্ন নিয়ে,বেঁচেই আছি কোনোমতে। 
আমার নয়,তবুও আছিস,আমার বুকের মধ্যিখানে,
আসবি না আর সব জেনেও,অতীতখুঁজি বর্তমানে।
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺
এখন আমি অন্যজনের,তুইও এখন পরের ঘরে,
পূর্ণ এখন সংসার মোর,শূন্যতা এই হৃদয় জুড়ে।
বয়সটা আর নেইকো থেমে,সেও প্রায় চৌত্রিশে ছুঁই,
তোর অতীতটা অন্য কেহ,আমার সারা অতীত যে তুই।
আমার অতীত হারিয়ে গেছে,জাতিভেদ এর মরুঝড়ে,
আমার অতীত বাসা বাঁধে,নীল বেদনার বালুচরে।
আমার চোখে শ্রাবণ ধারা,অতীত খুঁজি চলার পথে,
বর্তমানেও নিস্ না খবর,তুই মেতেছিস ভবিষ্যতে।
তুই যে আমার মায়ার জিনিস,ভালোবাসি মায়ার টানে,
হারিয়ে যাওয়া অতীত যে তুই,তোকেই খুঁজি বর্তমানে।
🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺🍀🌺

©
6c48999fd9fcc1577af241fd9e95bb6a

কবিতা ::আমার জীবন বর্ষাকাল
কলমে :মহঃ হাবিববুল্লাহ হাবিব।
রচনাকাল :০৭/০১/২০২১
🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖
সকাল আসে,দুপুর আসে,আসে না তোর ফোন,
তোর জীবনে এখন আমার,নেই কো প্রয়োজন।
ফেলে আসা স্মৃতিগুলো,এখন বড্ড কাঁদায়,
প্রয়োজনের প্রিয়জন,তাই বাতিলের খাতায়।
মানুষ নাকি বহু রুপি,কখন কাঁদায়,হাসায়,
তুইও তো তেমন মানুষ,তোর দ্বারা সব মানায়।
তোর মনটা পর্যটকের,ঘোরে দিঘা নৈনিতাল,
মোর চোখেতে শ্রাবণ ধারা,পৌষটা তাই বর্ষাকাল।
🌺💖🍀🌺💖🍀🌺💖🍀🌺💖🍀🌺💖🍀
চোখের আলোয় পাইনা দেখা,খুঁজি তোরে মনের চোখে,
তোর মনের ঘরে প্রিয়া,বসত্ করে অন্য লোকে।
তুই না হয় বন্দি ঘরে,মন বাধা কি শিকল দিয়ে,
আমার নও সব জেনেও,স্বপ্ন বুনি তোমায় নিয়ে।
তোর বিরহে মনটা আমার,মেঘলা হয়ে বৃষ্টি ঝরে,
পাহাড় সমান কষ্ট দেখেও,দিব্যি আছিস অন্য ঘরে।
বুঝিনি তোর ছলচাতুরি,বুঝিনি তোর বেইমানি চাল,
শ্রাবণ ধারায় দু'চোখ ভাসে,পৌষটা তাই বর্ষাকাল।
💖🍀🌺💖🍀🌺💖🍀🌺💖🍀🌺💖🍀🌺
প্রেম অনলে পুড়ছি যখন,তোর পালেতে দখিন হাওয়া,
তোকে ভালোবাসার মানে,প্রতিটা দিন মৃত্যু চাওয়া,
নতুন ঘরে,হাজার সুখে,কাটুক তোর হাজারটা সাল,
আমি না হয় কেঁদে বেড়াই,আমার জীবন বর্ষাকাল।
🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖

©
6c48999fd9fcc1577af241fd9e95bb6a

কবিতা ::আমার জীবন বর্ষাকাল
কলমে :মহঃ হাবিববুল্লাহ হাবিব।
রচনাকাল :০৭/০১/২০২১
🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖
সকাল আসে,দুপুর আসে,আসে না তোর ফোন,
তোর জীবনে এখন আমার,নেই কো প্রয়োজন।
ফেলে আসা স্মৃতিগুলো,এখন বড্ড কাঁদায়,
প্রয়োজনের প্রিয়জন,তাই বাতিলের খাতায়।
মানুষ নাকি বহু রুপি,কখন কাঁদায়,হাসায়,
তুইও তো তেমন মানুষ,তোর দ্বারা সব মানায়।
তোর মনটা পর্যটকের,ঘোরে দিঘা নৈনিতাল,
মোর চোখেতে শ্রাবণ ধারা,পৌষটা তাই বর্ষাকাল।
🌺💖🍀🌺💖🍀🌺💖🍀🌺💖🍀🌺💖🍀
চোখের আলোয় পাইনা দেখা,খুঁজি তোরে মনের চোখে,
তোর মনের ঘরে প্রিয়া,বসত্ করে অন্য লোকে।
তুই না হয় বন্দি ঘরে,মন বাধা কি শিকল দিয়ে,
আমার নও সব জেনেও,স্বপ্ন বুনি তোমায় নিয়ে।
তোর বিরহে মনটা আমার,মেঘলা হয়ে বৃষ্টি ঝরে,
পাহাড় সমান কষ্ট দেখেও,দিব্যি আছিস অন্য ঘরে।
বুঝিনি তোর ছলচাতুরি,বুঝিনি তোর বেইমানি চাল,
শ্রাবণ ধারায় দু'চোখ ভাসে,পৌষটা তাই বর্ষাকাল।
💖🍀🌺💖🍀🌺💖🍀🌺💖🍀🌺💖🍀🌺
প্রেম অনলে পুড়ছি যখন,তোর পালেতে দখিন হাওয়া,
তোকে ভালোবাসার মানে,প্রতিটা দিন মৃত্যু চাওয়া,
নতুন ঘরে,হাজার সুখে,কাটুক তোর হাজারটা সাল,
আমি না হয় কেঁদে বেড়াই,আমার জীবন বর্ষাকাল।
🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖

© Kobitar Diary

Kobitar Diary

6c48999fd9fcc1577af241fd9e95bb6a

কবিতা :বিচিত্র_মানুষ,
কলমে :মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
রচনাকাল :27-07-2020
পোস্ট :২৭/১২/২০২০ 
জীবনের পথে,চলতে দেখেছি,মানুষের কত রুপ,
কত কিছু হয়,দেখি নিরুপায়,বিবেক সেখানে চুপ।
দরকার যেথা,প্রতিবাদ করা,কথা বলি সেথা মেপে,
হয়তবা মোটে কথাও বলি না,সমাজের কোনো চাপে।
যেখানে উচিত কম কথা বলা,সেখানেতে বলি বেশি,
যেখানে পড়েছে কান্নার রোল,করি সেথা হাসাহাসি।
কখনো লোকের বিপদ দেখিলে,মনে মনে পাই মজা,
সোজাটাকে মোরা,শুধু বাঁকা করি,বাঁকাটা রে করি সোজা।
অসৎ পথের ধনী লোকেরাই ,সম্মান পায় বেশি,
সৎ আর নিরীহ গরিবের বেলা,করি যত গড়িমসি।
সব চাওয়া যদি,মিটে যায় কারো,তবু মেটেনা তো আশা,
মোদের পৃথিবী এমনি নানান,বিচিত্র মানুষে ঠাসা।
🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖
দুধ আর মদ,কার গুণ বেশি,সবে ভালো করে জানি,
দুধ খেয়ে কেউ শরীর বাঁচায়,মদ খেয়ে ঘোঁচায় গ্লানি।
দুধওয়ালা তার দামী দুধ নিয়ে,অন্যের দুয়ারে বেচে,
মদওয়ালা দেখো নিজ ঘরে থাকে,মোরা ছুটি তার কাছে।
 দুধ ওয়ালা যদি দুধে জল দেয়,তার তরে দাও গালি,
মদের গ্লাসে নিজে জল দাও,তারপরে করো খালি।
কত শত জায়গা ফাঁকা পড়ে দেখো,আমাদের ধরা ধামে,
অথচ আমরা মারামারি করি,বাবরি অথবা রামে।
বেদ,বাইবেল,কোরান,পুরাণ,এক দোকানেতে ঘাঁটি,
এক লাইব্রেরী,এক আলমারি,রাখা আছে পরিপাটি।
সব গ্রন্থ যেথা পাশাপাশি রয়,সেথা ভেদাভেদ নাই,
অথচ মানুষ ভেদাভেদ করে,গ্রন্থ জ্বালিয়ে যাই।
🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖
জন্ম দিবসে মোমবাতি নেভে,মৃত্যু দিবসেতে জ্বলে,
উঁচু আর নিচু,ছোট বড় আছে,সমাজের সব দলে। 
নরের তুলনা বাঘ,সিংহ হলে,খুশিতে চলে সে আগে,
অথচ তাহাকে জন্তু বলিলে,উঠিবে ভীষন রেগে।
ভোরবেলা ওঠা,খুব দরকারী,অথচ উঠি না ভোরে,
রাত জাগা ক্ষতি,তবু জেগে থাকি,ঘুম কে নষ্ট করে।
বিয়েতে  যাত্রীরা আগে আগে চলে,বর চলে পিছে পিছে,
মানুষ মরিলে লাশ আগে যায়,নিয়মেতে নাকি আছে।
দেওয়ালের গায়ে যে ছবি রাখি,শুধু করি তার নাম,
ছবিটা ধরে রাখল যে লোহা,দিইনা তো তার দাম।
বিচিত্র মানুষ মোরা সমাজের,যাঁতাকলে আজ পিষে,
বুলবুলি যদি ধান খেয়ে নেয়,খাজনা টা দেবো কিসে।
🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖🌺🍀💖
Kamakshyapur, Gosaba, South 24 Parganas, West Bengal,743611
🌺💖🍀🌺💖🍀🌺💖🍀🌺💖🍀🌺💖🍀

© #coldnights
6c48999fd9fcc1577af241fd9e95bb6a

কবিতা :: নাক-কানের কাব্য কথা,
✒️কলমে :: মহঃ হাবিববুল্লাহ হাবিব।
রচনাকাল ১৬/১২/২০২০
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
সৃষ্টি কুলের সকল জাতি,গন্ধটা নেয় নাকের দ্বারা,
মাতাল করা প্রেমের গন্ধে,প্রেমিক জগত পাগলপারা।
রোগী দেখে নাকটা চাপি,রুমাল কিংবা কাপড় দিয়ে,
দেশটা এখন নাক কাটা তাই,ঘোরে মুখে মাস্ক লাগিয়ে।
দেশটা এখন অসৎ লোকের,নাকে ঘুষের গন্ধ শোঁকে,
পরের কথায় নাক গলালে,নাক-লম্বা বলবে লোকে।
আজ পৃথিবী শান্ত যখন,নাকের ডাকে ঘুম ভেঙ্গে যায়,
নারীর নাক লম্বা-ছোটোয়,বিয়ে দেওয়া ভীষণ দায়।
নাক উঁচিয়ে ভাষণ দিয়ে,মানুষ বাড়ায় হিংসা-দ্বেষ, 
নাক সামলাও মানুষ তুমি,দম ফুরালে সবই শেষ।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
 সৃষ্টি কুলের সকল জাতি,শব্দ শোনে কানের দ্বারা,
কানের দ্বারা আওয়াজ শুনে,উত্তেজনায় দেয় যে সাড়া। 
মানুষ বড় আজব প্রাণী,যেসব শোনে নিজের কানে,
সুযোগ বুঝে পয়সা পেলেই,বাজনা বাজায় অন্য গানে।
একটা কান কাটা যার,লজ্জা সে পায় লোকসমাজে,
কিন্তু যার দু'কান কাটা,নিশ্চিন্তে যায় হাটের মাঝে।
বিচারেতে সাক্ষী দিতে,কালা লোকের ফায়দা তুলে,
আদৌ হয়নি যেসব কথা,চোখ বুঁজিয়ে মিথ্যে বলে।
খাবারে কেহ বিষ মাখালে,সময় থাকলে সারানো যায়,
রোগ সারানো নয়কো সোজা,কানে যদি বিষ ঢেলে দেয়।
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
কামাক্ষ্যাপুর,গোসাবা,দক্ষিণ চব্বিশ পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারত। ৭৪৩৬১১
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

© #Grassland
6c48999fd9fcc1577af241fd9e95bb6a

কবিতা ::মানুষ তুমি ভাবুক হও,
কলমে ::মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
রচনাকাল :15/12/2020
🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 🌸 
প্রভুর অপার করুণায় গড়া,মানুষের অবয়ব,
মানুষের মত দেখিতে যে মোরা,মানুষের মত সব।
জনমের পরে অপরের দেখে,নিজেরে মানুষ ভাবি,
আমরা দেখিতে মানুষ বলিয়া,করি মানুষের দাবী।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
কিছু দিতে গিয়ে মাথা নিচু করি,ভিখারীর আসা মাত্র,
অচল পয়সা ঐ মসজিদে দিই,ভরি মন্দিরে পাত্র।
একশত টাকা সেইখানে দিতে,কত বেশি মনে হয়,
অথচ একশ,শপিং মলেতে,দায় মেটাবার নয়।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
প্রার্থনার ঘরে বেশি দেরী হলে,কিছুতে টেকেনা মন,
পূজারী কিংবা ইমামের তরে,গালি দিই সারাক্ষণ ।
অথচ আমরা সিনেমার হলে,বসে থাকি ঠিক মত,
দু'ঘন্টা পরেও আফসোস করি,যদি কিছুক্ষন হত।
ত্রিশ মিনিটে তারাবীহ্ নামাজ,তবু মোরা দিই বাদ,
নব্বই মিনিট ফুটবল দেখে,তবু মেটে না তো সাধ।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
আলোচনা গৃহে বলিতে বলিলে,চুপচাপ থাকি বসি,
অথচ খুৎবা,পূজারীর মন্ত্রে,কথা বলি আরো বেশি।
নায়ক-নায়িকা,নেতা বা গায়িকা,দেখিতে সামনে ছুটি,
প্রার্থনার ঘরে,সামনের ভয়ে,হেঁটে চলি গুটি গুটি।
চামড়া-ঢাকা মানুষ তুমি,সত্যিকারের মানুষ নও,
মরে গেলে সব কিছু শেষ,তাই একটু ভাবুক হও।

🌸(প্রতি ছত্রে কুড়িটি বর্ণ বিশিষ্ট কুড়িটি ছত্র)🌸
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌸কামাক্ষ্যাপুর,গোসাবা,দক্ষিণ চব্বিশ পরগনা,🌸 পশ্চিমবঙ্গ, ভারত, 74361
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

© #Morningvibes
6c48999fd9fcc1577af241fd9e95bb6a

#জীবনের_হিসাব,
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।

কবির কলমে জীবন রচিত,কল্পিত নানা রুপে,
সরল জটিলে হিসাব মেলেনি,বসে ভাবি নিশ্চুপে।
জীবনকে আমি কতোটা দিয়েছি,কিকি সেই অবদান,
পুরো জীবনটা, আজ অঙ্ক ভেবে,খুঁজি তার সমাধান।

প্রথম যেদিন জন্মের পরে,এই পৃথিবীতে আসি,
পরিবারে আমি যোগ হয়ে গেছি,সংখ্যাটা এক বেশি।
মায়ের স্নেহে,বাবার আদরে,উঠেছি আমি যে বেড়ে,
বাবা মা'র সেই কষ্টেরই দাম,দেখিনি হিসেব করে।
আজকে আমি অনেক বড়ো,প্রতিষ্ঠিত কেহ তাই,
বাবা মা'র সেই দেনা পাওনাটা,শোধ করে দিতে চাই।
অর্থের গরমে,বিবেক চরমে,ভাবিনি তো কোনোদিন,
বাবা মা'র স্নেহ মমতার দাম,সবচেয়ে বড় ঋণ।
সময়ের সাথে বেড়ে যে উঠেছি,জাগেনি বিবেক-বোধ,
স্নেহ মমতার দাম হয়না তো,হয়না তো পরিশোধ।

পৃথিবীর জনসংখ্যা যখন,গাণিতিক হারে বাড়ে,
হিসেব করে আদম সুমারি,যোগ বিয়োগের ঘরে।
পৃথিবীটা আজ গ্রাস করেছে,মহামারী কোনো রোগ,
রোজ রোজ কতো মানুষ দিতেছে,মৃত্যু মিছিলে যোগ।
এই বিয়োগের হিসাব মেলায়,দেশের প্রতিটি পাতা,
আজ পৃথিবীটা পরিনত এক,যোগ বিয়োগের খাতা।

বিয়োগের বেলা উপরেতে ছোটো,পাশ থেকে করি ধার,
জীবনের হিসাবে কমজোরি হলে,ধার দেয় নাতো আর। 
বিয়োগেতে বাজে,বিরহের বাঁশি,বিয়োগেতে কাঁদে মন,
পাষাণ হৃদয় কাঁদে বিয়োগেতে,কাঁদেও আপনজন।
পরিবারে যখন স্রষ্টার দানে,পৃথিবীতে কেহ আসে,
যোগের খুশিতে সারা পরিবার,খুশির জোয়ারে ভাসে।
সহজ পথে গুণ করি মোরা,বার বার যোগে রাগ,
বাবা মা' মরার আগে পরে করি,সব সম্পত্তির ভাগ।
ছেলেরাই পাই কিছু বেশি বেশি,কম মেয়েদের বেলা,
ভাগের হিসাবে মেয়েদের বেলা,হয় বেশি অবহেলা।
সরল অঙ্ক,মুখে বলাটা সহজ,কষাটা সহজ নয়,
সরল ভেবে যত সহজেতে করি,তত জটিলের ভয়।

তেল আর জল,মেশে নি কখনো,দেখিনি তো কভু আগে,
অঙ্কের হিসাবে মিল হতে গেলে,সম-অনুপাত লাগে।
জটিল অঙ্কের হিসাব মেলাতে,ভেবে চলি দিনে রাতে,
জীবনের অনেক হিসাব মেলেনা,চলে ব্যাস্তানুপাতে।
কর্মের চেয়ে ফল বেশি পেলে,হই সকলেতে খুশি,
শতকরা হারে,আজ প্রতিদিন জীবনের সুদ কষি। 
অঙ্কের হিসাবে গতিবেগ মাপি,ঘন্টা দূরত্বের হারে,
জীবনের গতি জানি থেমে যাবে,শেষ বয়সের ভারে।
সহজে যখন ভাগটা মেলেনা,সবগুলো ধরি গড়ে,
কমেরাই সেথা হয় লাভবান,বেশিরাই ধরা পড়ে।

এই জীবনের হিসেব মেলেনি,যোগ বিয়োগের ঘরে,
গুণ ভাগ করে তবুও দেখেছি,শূন্যতা আসে ফিরে।
চেষ্টার পরে,যদি যাই হেরে,ফিরে আসি দশমিকে,
আমিতো একটা নিছক সংখ্যা,দশমিক বাম দিকে।
দৈর্ঘ্য,প্রস্থ, উচ্চতা নেই,  তবু গণিতে বিন্দু লাগে,
কিন্তু মানুষ মরিলে চন্দ্রবিন্দু,যুক্ত নামেরই আগে। 
"" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "" "

© #Morningvibes
loader
Home
Explore
Events
Notification
Profile