মৃত্যু সজ্জায় আবেগ মরে ঘুন ধরেছে প্রেমের জানালায়। এ শ্রাবণে তুমি শৈব সেজেছ, কিন্তুু এক পার্বতীতে বিলীন হওনি এই লহমায়। দূরের পাহাড় তুমি নিলামে বিকিয়েছ, দাঁগ কেঁটেছো আসমানী চাঁদে। তুমি কি দ্রোণাচার্যের মতো হতবাক হবে, যদি সে তোমার জন্য একলব্য সাঁজে। বন্ধু, একটি নদীর মোহনা হও মিশে যাও এক জনাতে। ভালোবাসা মর্মে থাকবে মহাদেব পাবে তোমাতে। ©chiran #self_talk