Nojoto: Largest Storytelling Platform
nojotouser6211476754
  • 70Stories
  • 114Followers
  • 624Love
    223Views

chiran

🙂🙏যাযাবর 🙏🙂 Chiranjit Barman

  • Popular
  • Latest
  • Video
0fedb137e9f0c200dd21d8fe05e88694

chiran

White যা কিছু বিচার্য সবই এসেছে দুবার,
মন পুড়েছে কবে...
এবার চিতায় লাশ এল তবে
তবুও সায়াহ্নে মৃত্যু আসতে চাইছে আর একবার,


কফিন বাহক দুখানি,
আড়মোড়া ভাঙছে দুয়ারে,
শেষ পরিষদের মেলা বসেছে
মৃত্যু গণনা জোরকদম।

রোজ শিয়রে রক্তপাত লুকোই,
বুকের ওপরে হাত রাখি। 
নিজের বলে কারে শুধাই,
কোন গিলোটিন এ যে মাথা রাখি।

এ আর্তনাদ গুমোট কালো,
কষ্টের অকালবোধন বোধহয়।
আত্মার এখন তীব্র দহন,
মৃত্যুপারে যদি্ ঠিক হয়।

©chiran #Sad_shayri
0fedb137e9f0c200dd21d8fe05e88694

chiran

না দোষ খুঁজেছি তোমার আমি, 
না ছিল তোমার ত্র্রুটি,
আসলে ওপর থেকে কেউ লেখেনি
তোমার -আমার জুটি।। 

তাই চেষ্টা গুলো বড্ড খেটেও
তোমার থেকে দূরে, 
তুমি থাকছোনা তাও,
থাকছো আমার মনের শহর জুড়ে।। 

আমার মনের শহর ঘুমিয়ে গেছে 
হাজার লড়াই লড়ে, 
তারা জানে আবার যুদ্ধে গেলে
হারবে আবার নতুন করে।। 

আমি জানি তোমায় ভুলতে হবে
কারণ, তাতেই আমার ভালো
সেটা চাইছি যতোই,ততোই হচ্ছে 
রাএি আমার কালো।।

চেষ্টা আমি অনেক করি 
তবু তোমায় ভুলে যাইনি,
আমি চাঁদের গায়েও দাগ পেয়েছি 
তবে তোমার গাঁয়ে পায়নি।। 
।।আসলে আমার চোঁখে তুমিই সেরা।।

©chiran
  thoughts
0fedb137e9f0c200dd21d8fe05e88694

chiran

Nothing  is heaviest than  untold words.🥀

©chiran
  #thought_of_the_day
0fedb137e9f0c200dd21d8fe05e88694

chiran

এ শহরে রড়াই করে প্রেম হয়।                                             
                   সেখানে আমার প্রেম তো বড়ো অগোছালো।। 
যেখানে অনুভূতিরা প্রশ্নবাণে প্রেম খোঁজে                            
           সেখানে "ভালোবাসি কেন?" - উত্তর ই হারিয়ে গেলো।।

এ শহরে সেলফি আর ফ্ল্যাশ এর ভীড়ে প্রেম মাপা হয়
আর আমার প্রেম তো নোটবুকে বন্দী।। 
এ উদ্দাম প্রেম মিছিলের নৈবিদ্যের ভীড়ে                  
আমি খুঁজেছি তোমার আলতা চোখে ডুবে যাওয়ার ফন্দি।। 

এ শহরে উষ্ণায়ন, 
সম্পর্কগুলো সবার সামনে মেলে ধরা যায়।।
আমার প্রেম নির্ভতে বাঁচে
দেখনা, অগোছালো চুলে তোমার মুখ খানা, গোধূলিতে দেখতে চায়।।

এ শহরে আধুনিকতার ছোঁয়া 
সবাই শাড়ির আঁচল ধরতে চায়।। 
আমি সেইপুরোনো, প্রেমে বৈশ্নব
আমার অযান্ত্রিক মনে তোমার হাতের ছোঁয়া চাই।।

©chiran #walkalone
0fedb137e9f0c200dd21d8fe05e88694

chiran

শেকড়  খুঁড়ুক মাটির হৃদয়,
বিষাদ পুষুক ক্লান্ত চোখ,
আজ গহীন জোড়া একাকিত্ব নিয়ে 
নিজের সাথেই গল্প হোক।

©chiran #snowfall
0fedb137e9f0c200dd21d8fe05e88694

chiran

আসলে কি জানো সবই কল্পনায় ভাসে....
মহানগরী উত্তাল হয়ে প্রেক্ষাপটে।
জ্যোঁতিষ্ক এর আবরনে দিবানিশি প্রেম ভেঙ্গে যায়,
আর দেখ কেউ জমা জলে আবেগ পুড়িয়ে যায়।

জানিনা তোর - আমার মধ্যে অমিল কতটা
জানিনা কতটা তোর বুকের আকাশে আমি ছড়িয়ে আছি
আজও যখন বৃষ্টির ঝাপটা গুলো এলোপাতাড়ি
এখনো আমি উৎসাহ ভরে তোর মুখের দিকে তাকিয়ে থাকি।

আমি জানি একদিন তুমি আসবে
অনির্বাণ বিস্তৃতির এই অমোঘ পান করবে,
বৃষ্টির কাছে মাটির গন্ধ বিক্রি হবে
আমি জানি তুমি আসবে।

আমার সভ্যতার শেষে তুমি থাকবে 
আমি জানি তুমি আসবে😊।

©chiran #alone
0fedb137e9f0c200dd21d8fe05e88694

chiran

আপোষহীন হৃদয়ে যা কিছু আছে
তা তোমার জন্য আলতো পাগলামি। 
আমি তো তোমাতে উজাড় হতে চাই?
যেন ঘাসের ওপর শিশিরের হাতছানি। 

তুমি হলুদ শাড়ি আর খোলা চুলেই না হয় এসো
যেন ব্যস্ত সন্ধার এক পসলা বৃষ্টি। 
ভ্রুকুটি দিক না প্রজাপতি তোমার ঠোঁটের কোনায়! 
আর আমাতে সৃষ্টি হোনা মন-মেজাজের খুনসুটি। 

থাকুক না চোখ তোমাতে আঁটকে 
পার হোক না একরাশি রাত
ভীড় মজু না রাজপথে 
থাকুক না আমার হাতে, তোমার হাত।

জোনাকিরা জ্বলে উঠলে
না হয়  ডাক পাঠিও...... 
মেঘ পিওনের পোস্টবাক্সে
না হয় শেষ রাতে দুটো চিঠি রেখে যেও🙂

©chiran #SELF_THOUGHT 

#holdmyhand
0fedb137e9f0c200dd21d8fe05e88694

chiran

মৃত্যু সজ্জায় আবেগ মরে
ঘুন ধরেছে প্রেমের জানালায়। 
এ শ্রাবণে তুমি শৈব সেজেছ, 
কিন্তুু এক পার্বতীতে বিলীন হওনি এই লহমায়।

দূরের পাহাড় তুমি নিলামে বিকিয়েছ, 
দাঁগ কেঁটেছো আসমানী চাঁদে।
তুমি কি দ্রোণাচার্যের মতো হতবাক হবে,
যদি সে তোমার জন্য একলব্য সাঁজে।

বন্ধু,  একটি নদীর মোহনা হও
মিশে যাও এক জনাতে।
ভালোবাসা মর্মে থাকবে
মহাদেব পাবে তোমাতে।

©chiran #self_talk
0fedb137e9f0c200dd21d8fe05e88694

chiran

ছিপের কাঁটায় জীবন সম্মানের নামে্
এ সমাজ খুন করেছে সাবধানতার নামে,
ভেঙ্গেছে সম্পর্ক সফলতার নামে,
উপহাস করেছে শিক্ষার নামে,
কেড়েছে বন্ধুত্ব সমাজ গড়ার নামে,
বিষিয়েছে মন আধুনিকতার নামে।

হ্যাঁ,  খুন হয়েছি  আমরা আজ
খুন হয়েছে স্বাভাবিকতা, খুন হয়েছে শখের কাজ।
খুন হয়েছে নীরবতা, খুন হয়েছে খামখেয়ালি
খুন হয়েছি আমরা, খুন হয়েছো তুমি

তবুও আহতরা জবাব চায়?
যদিও সেই আদ্যিকালের স্বীকারোক্তিই হবে জানি!

©chiran #Searching
0fedb137e9f0c200dd21d8fe05e88694

chiran

jase DAWA, Maut k phle kaam krta hai 
 uske baad nhi
dosti mohhabaat k phle hoti hai, 
mohhabaat ki baad nhi
ha Maut tak krnge integar tumhra
lekin yrr uske baad nhi
ha rok na ha to rok leena 
kuch likhna ha to likh leena
nisan to milega nhi
challo choro apni jindigi ko jeet leena

©chiran #darkness
loader
Home
Explore
Events
Notification
Profile