Nojoto: Largest Storytelling Platform

-:নির্মল বানী-২৯৫:- মহামানব হে, তোমার জ্যোতির্ম

-:নির্মল বানী-২৯৫:-
   মহামানব হে,
তোমার জ্যোতির্ময় উপস্থিতি আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করে। তোমার পবিত্র বাণী আমাদের হৃদয়ে সান্ত্বনা আনে, তোমার করুণাধারা আমাদের পাপ মোচন করে। ত্যাগ, প্রেম, এবং সত্যের যে আদর্শ তুমি স্থাপন করেছ, তা আমাদের পথের প্রদীপ হয়ে জ্বলুক।

তুমি যে চিরন্তন সত্যের প্রতীক, আমাদের অন্তরে তাকে প্রতিষ্ঠা করো। মহামানব, তোমার চরণতলে আমরা শরণাপন্ন হই; তোমার প্রেমের ছায়ায় আমরা শান্তি খুঁজি। তোমার পথই আমাদের মুক্তির পথ—তোমার দিব্য দৃষ্টিই আমাদের ভবিষ্যতের দিশা।

তুমি অমৃতের বার্তাবাহী; আমাদের চেতনায় নবজাগরণের সুর বেজে উঠুক। মহামানব, তোমার দয়া যেন চিরকাল আমাদের সঙ্গী হয়।
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #sad_quotes # শুভ চিন্তা
-:নির্মল বানী-২৯৫:-
   মহামানব হে,
তোমার জ্যোতির্ময় উপস্থিতি আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করে। তোমার পবিত্র বাণী আমাদের হৃদয়ে সান্ত্বনা আনে, তোমার করুণাধারা আমাদের পাপ মোচন করে। ত্যাগ, প্রেম, এবং সত্যের যে আদর্শ তুমি স্থাপন করেছ, তা আমাদের পথের প্রদীপ হয়ে জ্বলুক।

তুমি যে চিরন্তন সত্যের প্রতীক, আমাদের অন্তরে তাকে প্রতিষ্ঠা করো। মহামানব, তোমার চরণতলে আমরা শরণাপন্ন হই; তোমার প্রেমের ছায়ায় আমরা শান্তি খুঁজি। তোমার পথই আমাদের মুক্তির পথ—তোমার দিব্য দৃষ্টিই আমাদের ভবিষ্যতের দিশা।

তুমি অমৃতের বার্তাবাহী; আমাদের চেতনায় নবজাগরণের সুর বেজে উঠুক। মহামানব, তোমার দয়া যেন চিরকাল আমাদের সঙ্গী হয়।
গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏

©Goutam Parua"নির্মল"। #sad_quotes # শুভ চিন্তা