White হয়ে কিছু মানুষ এমন যারা মনের কথা বলতে পারে না। হয়ে কিছু মানুষ এমন যারা মিথ্যে আড়াল নিতে পারে না। চোখ তাদের মাটি তে কম, আকাশে বেশি থাকে। হয়ে কিছু মানুষ এমন যারা প্রকাশ করতে পারে না। রাতে জানালার পাশে বসে এক নজরে চাঁদ দেখে। মাথায় অগুনতি চিন্তা আর হাতে একটা ছবি রাখে। মনের ভিতর এত ফাঁকা কি কিছু অনুভব করে না। হয়ে কিছু মানুষ এমন যারা আবেগ দেখাতে পারে না। সারাদিনের ব্যস্ততার মধ্যেও যেন কিছু একটা বাকি থাকে। সম্ভব হয়না ব্যস্ততার জন্য, মন থেকে ডাকা হয়ে যারে। বিশ্বাস করে মাথা পেতে নেয়, কোনো বিদ্রোহ করে না। হয়ে কিছু মানুষ এমন যারা কখনো বোঝাতে পারে না। হয়ে কিছু মানুষ এমন.....!! ©Ananta Dasgupta #good_night #BengaliPoem #benagalistory