Nojoto: Largest Storytelling Platform
anantadasgupta7138
  • 384Stories
  • 155Followers
  • 9.9KLove
    10.3KViews

Ananta Dasgupta

Writer of a novel: Strangers- From No one to someone. Co-author for an e-book: Guftagu. Co-author for "Ocean of Words". Draft quotes and poems. Focus on life lessons, pain and God.

  • Popular
  • Latest
  • Video
6215c271f5d9fc1237655c6bf61c8d2e

Ananta Dasgupta

Happy Makar Sankranti

©Ananta Dasgupta #makarsankranti
6215c271f5d9fc1237655c6bf61c8d2e

Ananta Dasgupta

Ek main hu jo fikrmand hu, 
Ek main hu jo sahi nahi hai.
Ek main hu jo ghut raha hai,
Ek main hu jo galat nahi hai.
Ek main hu jo qadardan hu, 
Ek main hu jo do-rahe par hai.
Ek main hu bandha hua kariyon se,
Ek main hu jo azaad hai usulo se.
Ek main hu jo beparwah hu,
Ek main hu jo takleef me hai.
Ek main hu jisme kuch imaan hai,
Ek main hu jo kisi ke liye beimaan hai.

©Ananta Dasgupta #anantadasgupta #self_respect #war
6215c271f5d9fc1237655c6bf61c8d2e

Ananta Dasgupta

জ্বর
(১.)

©Ananta Dasgupta #bengalistory
6215c271f5d9fc1237655c6bf61c8d2e

Ananta Dasgupta

Wo komal hai itna jitna kisi maa ki chuan,
Wo saaf hai itna jaise koi darpan,
Wo shanti hai aisi jaise kisi pyase ko pani,
Wo ehsaas hai aisa jaise koi chiz ruhani,
Usse sundar kuch nahi, usse saccha kuch nahi,
Uske liye mera sab kuch, uske bina kuch nahi.

©Ananta Dasgupta #mahadev #MondayMotivation #anantadasgupta
6215c271f5d9fc1237655c6bf61c8d2e

Ananta Dasgupta

a-person-standing-on-a-beach-at-sunset The breezes soothe

©Ananta Dasgupta #SunSet
6215c271f5d9fc1237655c6bf61c8d2e

Ananta Dasgupta

Good night

©Ananta Dasgupta #SunSet
6215c271f5d9fc1237655c6bf61c8d2e

Ananta Dasgupta

বলবে না কিছু? 
এই যে আর অন্যায় আবদার করি না।
বলবে না কিছু? 
এই যে আর তোমার ওপরে অভিমান করি না।
বলবে না কিছু? 
এই যে কখনো তোমার সময়ের দাবি করি না।
বলবে না কিছু? 
এই যে তোমার সাথে ঝগড়া করি না। 

এই যে তুমি কি সুন্দর চুপচাপ আছো।
এই যে আমি কি সুন্দর নিরব রয়েছি। 
কত কিছুই না জমা হয় রয়েছে যা বলা হয়নি
বলবে না কিছু?

©Ananta Dasgupta #Bengali_poem #bengaliwriting
6215c271f5d9fc1237655c6bf61c8d2e

Ananta Dasgupta

কিছুটা এগিয়ে যাওয়ার পরে জ্যোতি রাস্তা তে আর দেখা গেল না। অভ্র ভালো করে দেখল আর তার পর আবার দোকানে এলো। 
--"দাদা, আরেকটা দাও।" 
--"এতো কেন স্যার?" দোকানদার জিজ্ঞাসা করল। 
--"তুমি নিজের দোকানের কথা ভাব দাদা, আমার শরীরের কথা না।" অভ্র হাঁসতে হাঁসতে বলল আর সিগারেট নিয়ে এগিয়ে গেল। 
মোবাইল থেকে আবার গল্পটা পড়া শুরু করল। গল্পটা হাতে লেখা আর সেটা গল্প বললেও চলবে না। একটি চিঠি। অভ্র আবার পড়া শুরু করল-
"আমি সেরকম পরিস্থিতি তে নেই যেখানে তোমার কথা শুনতে পাব। আমার কিছু দায়িত্ব আছে যেটা আমাকে তোমার কাছে যেতে আটকে দিচ্ছে। তুমি আমাকে স্বার্থপর ভাবতেই পারো কিন্তু আমার সাথে কি ঘটছে, একমাত্র আমি জানি। আমি কোন পরিস্থিতি দিয়ে চলে চলেছি সেটা আমি তোমাকে কখনই বলে বোঝাতে পারব না। আমি জানি আমি অনেক ভুল ডিসিশন নিয়েছি এর আগে, হয়তো এই কাজটা আমার নিজের ব্যক্তিগত জীবনে একটা সীমারেখা টেনে দেবে কিন্তু সবার ভালোর জন্য আমাকে এইটা করতে হবে।

তোমার জন্য আমার খারাপ লাগে কেননা আজকের সময় দাড়িয়ে আপাতত তুমিই একমাত্র বন্ধু যে আমাকে কোনদিন জজ করেনি, কোন প্রশ্ন তোলেনি। আমি জানি এই লেখাটা পড়ার সময় তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন, অনেক রাগ, হয়তো ঘৃণা ও আসতে পারে কিন্তু যদি তুমি বুঝতে পার তাহলে একটা অনুরোধ করছি- নিজের জীবনে এগো কেননা য়ু ডিসর্ভ বেটার, এরকম জেদি আর ছন্নছাড়া লাইফস্টাইল ধরে থেক না। আর হ্যাঁ, আমাকে কথা দিয়েছিলে, স্মোকিং না করার, সেটা যেন না হয়। ভালো থেকো--- অন্বেষা।"
সিগারেটের শেষ ছাই ফেলে আগুন নিভিয়ে অভ্র বসে উঠল আর এসে উঠল নিজের একান্ত জায়গায়। রাস্তা পার করে একটা ছোট্ট চায়ের দোকান। 
--"আবার আজ দেরি?"
--"হ্যাঁ, ওই আর কি। দাও আমার জিনিস পত্র দাও।" অভ্র এইটা বলতে লোকটা একটা ছোট ভাঁড়ে চা আর ওর স্পেশাল সিগারেট ধরিয়ে দেয়। 
--"একটা কথা বলার ছিল দাদা।"
--"হ্যাঁ বল না।" চায় চুমুক দিতে দিতে অভ্র জিজ্ঞাসা করল। 
--"ওই ম্যাডাম মাঝে মাঝে আসতেন এখানে আর তার পর চলে যেতেন চা খেয়ে...."
--"ভালো কথা তো। আপনার এক নতুন ক্রেতা জুড়ল।" অভ্র মাঝখানে বলে ঘুরে চা খাওয়া শুরু করল। 
--"একা একা খাচ্ছেন মিস্টার রয়।" হঠাৎ একটা চেনা পরিচিত আওয়াজ শুনে অভ্র চমকে উঠল। আওয়াজ শুনে পিছনে ঘুরল আর চোখ পড়ল সেই মানুষের ওপর যে অভ্রের জীবনের অঙ্গীকার। অভ্র চায়ের ভাঁড় ফেলে তার দিকে এগিয়ে গেল। 
--"কেমন আছো?" অন্বেষা সামনে এসে জিজ্ঞাসা করল।

©Ananta Dasgupta #bengalistory #anantadasgupta #part2
6215c271f5d9fc1237655c6bf61c8d2e

Ananta Dasgupta

--"এ ভাই, হয়েছে তোর কাজ আজকের? ঘড়ি তে দেখেছিস কটা বাজে?" অভ্রের হেডসেটে একটা তীব্র কন্ঠে আওয়াজ আসল।
--"হ্যাঁ রে, আর কিছুক্ষণ। আমি আসছি।" অভ্র উত্তর দিল।
"তোর এই কিছুক্ষণ শেষ হতে হতে অফিস ফাঁকা হয়ে গেছে, রাস্তা খালি হতে চলেছে আর দোকান গুলো এবার বন্ধ হচ্ছে। একটু বলবি বাবা, তোর এই "কিছুক্ষণের" মেয়াদ কত?" 
--"কিছুক্ষণ"। 
১ ঘন্টা ধরে অপেক্ষা করতে করতে জ্যোতির ধৈর্য দেয়ালে ঠেকা খেয়েছে। 
--"তোকে আমি অফিসে ঢুকে কেলিয়ে আসব বলে দিচ্ছি ছাগল কোথা কার।" অভ্রের উত্তর শুনে জ্যোতি চটে গেছে। ওইদিকে অভ্র নিজের কাজ গুটিয়ে অফিস থেকে বেড়াল আর মোবাইলে একটা গল্প পড়া শুরু করল। মোবাইল দেখতে দেখতে অভ্র লক্ষ্য করেনি কি ও রাস্তার মাঝামাঝি এসে দাড়িয়ে পড়েছে। একটা বাইক সামনে এসে ব্রেক না কসলে অভ্র বাজে ভাবে ধাক্কা খেত। 
--"ও দাদা! ব্রেক চাপলেন কেন? ঠুকে দিতে হত।" জ্যোতি চেঁচিয়ে বলল কিন্তু লোকটা ততক্ষণে বেড়িয়ে গেছে। কাচুমাচু মুখ করে অভ্র সামনে দাড়াল। 
--"তুই কোন দিন এই মোবাইল দেখার চক্করে নরক দেখে ফেলবি, আমি বলে দিলাম। কি দেখিস মোবাইলে এত, হ্যাঁ? দেখা তো দেখি।" অভ্র চট করে মোবাইল পকেটে রেখে দিল। জ্যোতি কটমট করে ওর দিকে তাকাল। 
--"আচ্ছা এই নে।" অভ্র মোবাইল বের করে ওকে দিল। 
--"গুড বয়।" জ্যোতি মোবাইল নিল। অভ্রের মোবাইলে কোন লক প্যাটর্ন নেই। অনেকে বলে যার মোবাইলে লক নেই সে আজকের সময় সবচেয়ে পরিষ্কার লোক। 
--"এটা তুই কত হাজার বার পড়ে নিয়েছিস বল তো?" জ্যোতি মোবাইল ফেরত দিয়ে জিজ্ঞাসা করল। 
--"গুনে গুনে কেউ আবার পড়ে নাকি!" নিজের চা আর সিগারেট নিয়ে বসল অভ্র। জ্যোতি আর কোনো কথা বাড়াল না। সিগারেটের ধোঁয়া হাওয়ায় উড়িয়ে দিয়ে অভ্র ঠান্ডা হাওয়া টা অনুভব করছে। 
--"দ্যা ফেমস অভ্র বয়। সবার ঝামেলা সর্ট আউট করে নিজের জিনিস গুলো ধোঁয়ায় উড়িয়ে দিচ্ছে।"
অভ্র কথাটা শুনে হেঁসে উঠল। 
--"৭ মাস তো হয় গেল ভাই। এখনও তুই সেখানেই আছিস?" জ্যোতির কোনো কথার উত্তর দিল না অভ্র। একটা শেষ করে আরেকটা ধরাল। ঘড়ি তে সময় দেখে জ্যোতি বলল ওকে বেড়াতে হবে। 
--"শোন, টাকা দিতে হবে না। আমি দিয়ে দিয়েছি। আর একটু তাতারি বাড়ি যা।" অভ্র মাথা নেড়ে নিজের বন্ধু কে বিদায় দিল।

©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory #Part1
6215c271f5d9fc1237655c6bf61c8d2e

Ananta Dasgupta

কেমন আছো?
(2.)

©Ananta Dasgupta #bengalistory #bengaliwriting
loader
Home
Explore
Events
Notification
Profile