নগ্ন চিত্র মানেই তা অশ্লীল নয়! সুজ়া এবং আকবরের বাজেয়াপ্ত ৭টি চিত্র ফেরাতে নির্দেশ বম্বে হাই কোর্টের এফএন সুজ়া এবং আকবর পদমসির সাতটি চিত্র বাজেয়াপ্ত করেছিল মুম্বইয়ের শুল্ক দফতর। শুধুমাত্র চিত্রে ‘নগ্নতা’ এবং ‘সঙ্গম’ থাকার জন্য সেগুলি বাজেয়াপ্ত হয়েছিল। দু’সপ্তাহের মধ্যে সেগুলি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাই কোর্ট। নগ্নচিত্র মানেই তা অশ্লীল নয়। সম্প্রতি এক মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে বম্বে হাই কোর্ট। ভারতীয় চিত্রশিল্পী এফএন সুজ়া এবং আকবর পদমসি অঙ্কিত সাতটি চিত্র (পেন্টিং) গত বছর বাজেয়াপ্ত করেছিল মুম্বইয়ের শুল্ক দফতর। শুল্ক দফতরের বক্তব্য ছিল, চিত্রগুলি ‘অশ্লীল’। এই বিষয়ে দফতরের সহকারি কমিশনার একটি নির্দেশও জারি করেছিলেন। বম্বে হাই কোর্টের বিচারপতি এমএস সোনক এবং বিচারপতি জিতেন্দ্র জৈনের ডিভিশন বেঞ্চ গত সপ্তাহে শুল্ক দফতরের সহকারি কমিশনারের নির্দেশ খারিজ করে দিয়েছে। ©BANGLE TIMES #Art_Work