-:নির্মল সঙ্গীত কাব্য-২২৫:- গৌতম পড়ুয়া"নির্মল"। 🙏🙏🙏 ওহে মনোহর, - তব মনের মাধুরী মিশায়ে আমারে মনের মতন করো।। ওহে মনোহর, - মোরে তুলে ধরো, তব দেবালয়ে মোরে দেবতার পায়ে পূজার প্রদীপ করো।। যেতে যেতে যবে আসিবে মরণ তোমার চরণ করিব স্মরণ, মরণের পরে তোমারে লভিব যদি নাথ মনে করো। ওহে মনোহর, - মোরে ক্ষমা করো, ক্ষমা করে মোরে দেহ পদে ঠাঁই মম অন্তর ভরো।। ©Goutam Parua"নির্মল"। #sad_quotes # শুভ চিন্তা