Nojoto: Largest Storytelling Platform

#আমার_অবন_ঠাকুর ********************* কাটুম কুটুম,

#আমার_অবন_ঠাকুর
*********************
কাটুম কুটুম, বুড়ো আংলা, ক্ষীরের পুতুল, আলসে দুপুর
কী রাগিণী বাজালে হৃদয়ে ওগো,
ছবির রাজা অবন ঠাকুর
তোমার রাজকাহিনী, সুবচনী
উড়িয়ে মন দূর আকাশে, 
গল্পকথা ছবি হয়ে বোজা চোখের
পাতায় ভাসে।

রবিকা'র পাশে বসেই লিখলে এমন ছেলেভুলানো
কাকা, ভাইপোর সেতারের সুর বেজে গেছে একই প্রাণে
পাতায় পাতায় চিত্রলিপি,দোলে তোমার আপন হাতের দোলে
ডুব দিয়ে বই পড়লে পরেই, মন ভাষাহারা বাসায় খোলে।

তোমার নিজ ঢংয়ে নিজ রংয়ে নিপুণ তুলির টানের ছোঁয়ায়, 
সব লেখা যে মাত্রা পেল সমীরণের পেলব মায়ায়
আজও যখন মন উদাসী, জীবন বাজায় বিষের বাঁশি, 
তোমার লেখায়, তোমার রেখায় হারিয়ে যেতে ভালোবাসি।

শুধু শিল্পগুরু নও গো তুমি, লেখাজোখারও মাস্টারমশাই, 
ভাগ্যি রবিকা জোর করেছিল, নয়তো থেকে যেতে অন্তরালেই।

বঞ্চিত হতো রসাস্বাদন, অমন হিরেমাণিক ভরা সম্ভারেরই...
***************************************
     #রত্না

©Ratna Das
  #mobileaddict
#আমার_অবন_ঠাকুর
ratnadas4988

Ratna Das

Bronze Star
New Creator
streak icon28

#mobileaddict #আমার_অবন_ঠাকুর #কবিতা #রত্না

72 Views