Find the Best রত্না Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutরতà§à¦¨à¦¾à¦•à¦° আসামিস ফিলà§à¦®, রতà§à¦¨à¦¾à¦•à¦° সমারà§à¦¥à¦• শবà§à¦¦, রতà§à¦¨à¦¾ নামের অরà§à¦¥ কি, রতà§à¦¨à¦¾à¦•à¦° গান, রতà§à¦¨à¦¾à¦¬à¦²à§€ নাটক কার লেখা,
Ratna Das
White #আমি ********** লুপ্ত শিশিরে সুপ্ত বাসনা বিনষ্ট ক্ষয়ে গুঁড়ো গুঁড়ো লোধ্ররেণু বাতাসে মেশে কান্না পরিসরে, মনের অগোচরে ভয়ার্ত রাতে যাপিত নিশিথে। কে ছিঁড়েছে কলি! কোন ভীষণতর অলি! টুকরো টুকরো ছড়ানো ছিটানো দেহাবশেষ অবিনশ্বর আত্মায় — পড়ে থাকে পথের ধুলোয় অনেক প্রশ্ন জড়ো... বাঁচবে বলে, বাঁচবে বলে মৃত্যু এলো চোখের জলে ক্রোধ মেখে জাগে ক্ষোভ, প্রবল শোকে উন্মুক্ত শিখা হয়ে জ্বলে একদিন, সবদিন বয়ে যায়... বইতে থাকে... শীত থেকে গ্রীষ্মে, বর্ষা থেকে বসন্তে। নীরবতা! কত কথা! ঘরেদুয়ারে, পথে প্রান্তরে ছড়িয়ে যাচ্ছে আগুন রাগে নাম কী সেই রূপের! আমি... আমি... আমি... ******************************************* #রত্না ©Ratna Das #sad_shayari
Ratna Das
Men walking on dark street #ভোট_দিয়ে_যা ******************* এখন তো আমার হয়ে দান চেলে দ্যায় অন্যলোকে, ভোট দিতে গিয়ে শুনতে যে পাই, অ্যাই বাড়ি যা ভোট তোর হয়ে গেছে! যাঃ বাবাঃ কখন দিলাম, কালি তো পাচ্ছিনা দেখতে ওঃ কালি চাই! তবে কিছু মালকড়ি খসিয়ে দে আমাদের পাতে! বেশি কথা কানে এলে ডান্ডাবাড়ি জুটবে রাতে গণতন্ত্র পান্ডুলিপি, ধূসর ছবির চিত্রহার, গান্ডুরা সব মাইক ফাটিয়ে মুন্ডু **কাটার**কী বাহার! আহা এরই নাম গণতান্ত্রিক সরকার! এইকটা দিন তোমার ঘরে দাঁত কেলিয়ে দুয়ারে সরকার, তারপর কবরে বসে হিসেব কষো শূন্য ছাড়া রইলো কি আর! মিঠে বুলির সাথে দেবে আকাশ থেকে চাঁদ পেড়ে, ভোট মিটলে দেবে তোমায় গলাধাক্কা বেশ জোরে। ভিক্ষে ভাতার চাদর মুড়ে বন্ধকীতে শিরদাঁড়া, কাঁদুনি তবে গাইছো কেন কোরাস গেয়ে জাগাও পাড়া! ******************************* ****** #রত্না ©Ratna Das #Emotional # ভোট_দিয়ে_যা_রত্না
#Emotional # ভোট_দিয়ে_যা_রত্না
read moreRatna Das
#বকরি ********** কি হচ্ছিল এখানে! একটা রাগী গলার চাপা স্বরে চমকে উঠলো জিষ্ণু। আমি তো মুঞ্জাইকে ছড়া শেখাচ্ছিলাম। ছড়া কি জামায় লেখা আছে! তোমার লুককে ঝুঁকিও না, আমার চুক হয়ে যেতে পারে, তখন চোখ কিন্তু খুলে হাতে চলে আসবে। ও আমার ছোটবোন না, আমি ওকে মেয়ে ভাবি। তুমিও তাই ভাববে। ওকে প্রমোশনাল লেডি বানানোর চেষ্টা করাটা না ছাড়লে... শেষ কথাটা অনেকটা গর্জনের মত বেরিয়ে এল কৈনার গলা থেকে। জিষ্ণু ভয়ে ভয়ে একবার চোখে হাত বুলিয়ে নিল। নাহ্ এখনও ঠিক আছে। যাকে নিয়ে এত কথাবার্তা, সেই মুঞ্জাই একটা বার্বি ডল কোলের কাছে চেপে ধরে অবোধ দৃষ্টিতে তাকিয়ে আছে। বোঝেনা, সে বোঝেনা। কচি যে... বলি কা বকরি! *************************************** #রত্না ©Ratna Das #Childhood #জীবনের_গল্প
#Childhood #জীবনের_গল্প
read moreRatna Das
#লিপস্টিক ************* সুলগ্না ড্রেসিংটেবিলের সামনে বসে ঠোঁট ঘষামাজা করছিল। মানে লিপলাইনার, লিপস্টিক এসবের সদ্ব্যবহার হচ্ছিল। শৌভনিক কিছুক্ষণ তাকিয়ে বললো, ও যতই গন্ডা গন্ডা শেড লাগাও না কেন, সব টেস্ট কিন্তু একরকম, আমার পেটেই যায় তো! সুলগ্না কপট রাগ দেখিয়ে বললো, চুপ করো তো। সত্যিই যা কান্ড করো না! কি করবো বলো, তোমার ভিগি হোট যদি হয়, আমার পিয়াসা দিল তো হবেই। যেই শৌভনিক কাছে এগিয়ে এসেছে সুলগ্না উঠে দৌড়ে পালিয়ে বারান্দায়। খুব গরিবঘরের মেয়ে সে, কিন্তু সাজতে খুব ভালোবাসতো। এই বাড়ির বৌ হবে কখনো স্বপ্নেও ভাবেনি। রুপো না থাকলেও রূপের জোর ছিল তাই পাকে চক্রে। তবে শৌভনিক ওর সব শখ খুব যত্ন করে মেটায়। শুধু আদরটা... ভারি দুষ্টু ।ভাবনার শিহরণে সুলগ্নার গাল আপেল হয়ে গেল। ***************************************** #রত্না ©Ratna Das #tootadil #জীবনের_গল্প
#tootadil #জীবনের_গল্প
read moreRatna Das
#আমার_অবন_ঠাকুর ********************* কাটুম কুটুম, বুড়ো আংলা, ক্ষীরের পুতুল, আলসে দুপুর কী রাগিণী বাজালে হৃদয়ে ওগো, ছবির রাজা অবন ঠাকুর তোমার রাজকাহিনী, সুবচনী উড়িয়ে মন দূর আকাশে, গল্পকথা ছবি হয়ে বোজা চোখের পাতায় ভাসে। রবিকা'র পাশে বসেই লিখলে এমন ছেলেভুলানো কাকা, ভাইপোর সেতারের সুর বেজে গেছে একই প্রাণে পাতায় পাতায় চিত্রলিপি,দোলে তোমার আপন হাতের দোলে ডুব দিয়ে বই পড়লে পরেই, মন ভাষাহারা বাসায় খোলে। তোমার নিজ ঢংয়ে নিজ রংয়ে নিপুণ তুলির টানের ছোঁয়ায়, সব লেখা যে মাত্রা পেল সমীরণের পেলব মায়ায় আজও যখন মন উদাসী, জীবন বাজায় বিষের বাঁশি, তোমার লেখায়, তোমার রেখায় হারিয়ে যেতে ভালোবাসি। শুধু শিল্পগুরু নও গো তুমি, লেখাজোখারও মাস্টারমশাই, ভাগ্যি রবিকা জোর করেছিল, নয়তো থেকে যেতে অন্তরালেই। বঞ্চিত হতো রসাস্বাদন, অমন হিরেমাণিক ভরা সম্ভারেরই... *************************************** #রত্না ©Ratna Das #mobileaddict #আমার_অবন_ঠাকুর
#mobileaddict #আমার_অবন_ঠাকুর
read moreRatna Das
#রিয়েলিটি শো **************** আরে কেয়া মালে মলমল পারফরম্যান্স হ্যায়! বলতে বলতে উঠে দাঁড়িয়ে জাজ হীরানন্দিনী তালি বাজাতে লাগলেন। কিংকর্তব্য একটুও বিমূঢ় না হয়ে, স্টেজ থেকে নেমে জাজের কাছে গিয়ে দাঁড়ালো। অন্য জাজরা একটু অবাক হয়ে তাকালো। শুনুন মিস হীরানন্দিনী, আমি প্রথম পাঁচজনের ভেতর এসে গেছি। কিন্তু আমি জানি আমার নাম কিছুতেই প্রথম তিনজনের ভেতরেও আসবেনা, তেমনই সেটআপ আছে। আজ তো সেমিফাইনাল রাউন্ড ছিল, ফাইনালে হয়তো বলবেন ঝোলে ঝোল পারফরম্যান্স! এসব আমার শোনার একটুও ইচ্ছে নেই। আমার যা প্রাপ্য হয়েছে সেটা মিটিয়ে দিন, আমি ফেরার টিকিট কাটি। অনেকদিন ক্লাস কামাই হয়েছে। হীরানন্দিনী এতোটাই ভেবলে গেলেন, ঠিকমত চেয়ারটায় বসতে না পেরে মাটিতে পড়ে গেলেন! এই অপেক্ষায় মনে হয় কিংকর্তব্য ছিল, সঙ্গে সঙ্গে একটা স্ন্যাপশট নিয়ে নিলো। এবার ফেসবুক শো ব্যস কেল্লাফতে। ক্যাপশন দেবে, জাজ পপাত ভূমিতে... আর দেখতে হবেনা, লাইক কমেন্টের ঝড়ে ওর দুক্কুপাখিটা পুরো ডানা মেলে গগনবিহারী। ***************************************** #রত্না (অণুগল্প) ©Ratna Das #Dostiforever #রিয়েলিটিশোঅণুগল্প
#Dostiforever #রিয়েলিটিশোঅণুগল্প
read moreRatna Das
#জান কবুল ************** আ... হাঁ... যবতক হ্যাঁয় জাঁ, জানে জহাঁ ম্যায় নাচুঙ্গী... মুন্নী বেশ কোমর লচকিয়ে নাচটা করছিল। ও দেখছে জোড়া জোড়া চোখের সার্চলাইট ওর বুক থেকে কোমর মাপছে। বেশ গোল হয়ে ঘিরে থাকা ছেলেগুলোর হাতে গ্লাসে ধরা টাকিলা, ছলকে ওঠা নেশায় আরও রঙ জমিয়ে দিচ্ছে মুন্নীর শরীর। মুন্নী বারবার দরজার দিকে তাকাচ্ছে। খবরী দাদাদিদিগুলোর তো এসে পড়বার কথা! ও কতক্ষণ এই হায়নাগুলোর কাছ থেকে নিজেকে বাঁচাতে পারবে! সবকটা যেন ভাগাড়ের শকুন! অনেকদিন থেকে এই দলটার পেছনে পড়ে আছে দাদাদিদিরা। কিন্তু হাতেনাতে ওদের ধরতে পারছেনা। পুলিশ সব জানে, লেকিন বড়লোক বাপের বিগড়া হুয়া জঞ্জাল, তাই মুখে কুলুপ চোখে ঠুলি! মুন্নীর দিকে এদের নজর ছিল। তাই নিউজ চ্যানেলের ছেলেমেয়েরা ঠিক করে মুন্নীকে টোপ হিসেবে ব্যবহার করবে। হ্যাঁ, মুন্নীর লাইফ রিস্ক আছে কিন্তু মুন্নী নিজেই রাজি হয়ে যায় শুধু এই **বজ্জাত**গুলোকে জেলের ভাত খাওয়াবে বলে। ও ভালোই নাচে, তাই ঠিক করে একটা ঘরে এদের জড়ো করে নাচ দ্যাখানোর নাম করে মলেস্টেশনের কেসে ফাঁসাবে, দরকার পড়লে আরও দূর যাবে। তাই মুন্নী হট ড্রেস পরে এসেছে। সিসি ক্যামেরা আগে থেকেই ফিট করা আছে। মগর কতক্ষণ! নাচ প্রায় শেষ হয়ে এসেছে, এবার শুরু হয়ে গেছে হাত, পা ধরে টানাটানির খেলা! এরমধ্যেই একজন মুন্নীর চোলির ডোরিটা টান মেরে ছিঁড়ে দিয়েছে। ও অনেকটাই প্রায় অনাবৃত, ভেতরে ভেতরে কেঁপে যাচ্ছে। জনাদশেক যদি ওর ওপর সওয়ার হয় তবে! এবার ঘাঘরাটায় হাত পড়তেই মুন্নী কায়দা করে নিজেকে সরিয়ে নেয়। ঠিক তখনই চ্যানেলের লোকজন পুলিশ শুদ্ধ ঢুকে পড়ে। সবার কাছে ব্রাউন সুগারের প্যাকেট ছিল প্লাস চরস, গাঁজা পুরো পর্দা ফাঁস! বেশ বড়সড় এ্যান্টিসোশ্যাল ৱ্যাকেট একটা। অনেকদিনের পাপের পরিসমাপ্তি। মুন্নীকে জড়িয়ে ধরে সুলগ্না বলে, হ্যাঁ রে তুই ঠিক আছিস! হ্যাঁ গো দিদি, ওরা আমায় কিচ্ছু করতে পারেনি। মুন্নীর মুখটা বিজয়ীর হাসিতে জ্বলজ্বল করে ওঠে। *************************************** #রত্না ©Ratna Das #lalishq #জানকবুল(অণুগল্প)
#lalishq #জানকবুল(অণুগল্প)
read moreRatna Das
#একদিন সুদিন যদি ********************** মূঢ় ম্লান মূক মুখে কী জাগছে ভাষা বোবা চোখে কোথাও কী কোনো ভরসা! বিচার নীরব নিভৃত ছেড়ে সরব সশব্দ তবু দ্বিধা, সব শব্দ কী হয়ে যাবে জব্দ! দিন বিবদমান, সন্ধিক্ষণ হাতড়ে বেড়ায় সময় সময় হেসে বলে যায়, সে আসলে কারোর নয়... সুতোয় নাচে পুতুল অদৃশ্য চালিকাশক্তিতে মেনে নেওয়া, মানিয়ে নেওয়া কিছুটা ভয় কিছুটা ভক্তিতে জেদ মুখ্যভূমিকা নিলে বদলে যায় চালচিত্র বুঝে ধরতে হবে হাত, চিনে নিয়ে সঠিক মিত্র দেশ, রাষ্ট্র ব্যালান্সের মানদন্ড প্রায়ই খুইয়ে বসে এটা জানানো চাই, মানুষ নয় ভুক্তাবশেষ, আপন দোষে। আগুন জ্বলে উঠতেই পারে, একদিন দারুণ রোষে... ************************************** #রত্না ©Ratna Das #Affection #একদিনসুদিনযদি
#Affection #একদিনসুদিনযদি
read moreRatna Das
#প্রেমে বা অপ্রেমে (অণুগল্প) **************************** "मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा हैं वो सावन के कुछ भीगे दिन राख्खे हैं और मेरे एक खत मे लीपटी रात पड़ी हैं वो रात बुझा दो मेरा वो सामान लौटा दो"... (आशा भोंसले) থ্যাঙ্ক ইউ নি। আজ সকালটা যে কী ভালো হয়ে গেল তোর সুইট ভয়েসে আমার প্রিয় গানে। সু তুই বুঝতে পারলি কেন এই গানটা গাইলাম! না তো, কেন! এবার নিনির গলা একটু গম্ভীর। আমি ঐদিন হোটেল রুমের ভিডিওটার কথা বলছি। কেন নি, তুই কি ভাবছিস আমি ঐ ভিডিওটার ক্লিপ বানিয়ে চিপ করে বাজারে ছড়াবো! এই চিনেছিস আমাকে এতদিনে! সৌরীশ আহত গলায় বলে! নারে সু, এত ক্লোজ ইনটিমেট সিন, যদি কারো চোখে পড়ে, তবে দুজনেই মুখ দেখাতে পারবোনা। তুই মিথ্যেই ভয় পাচ্ছিস নি। যখন মৌমা আমাকে ডিভোর্স করে চলে গেল, তোর ফ্রেন্ডশিপ আমাকে অক্সিজেন যুগিয়েছে। আজ দশবছরের বন্ধুত্ব আমাদের, কোনোদিন কোনো বেচাল দেখেছিস! সেদিন সারাদিন স্টিং অপারেশনের পর দুজনেই ভীষণ টায়ার্ড ছিলাম। কাছাকাছি থাকতে থাকতে রুমে এসে কখন যে দুজনে দুজনের ভেতর ডুবে গেছি বুঝতেই পারিনি। 'वो शाम कुछ अजीब थी' রে নি। মনে হয় দুজনে দুজনকে আবিষ্কার করেছি। কিন্তু যা হয়েছে সবটাই স্বেচ্ছায়, কেউ তো কাউকে জোর করিনি। তোর কি আমার আদরটা ভালো লাগেনি! ফোনের ওপারে নিনির মুখটা লজ্জায় লাল হয়ে উঠলো। সত্যি সৌরীশ ওর ঠোঁট, গলা, বুক ছুঁয়ে কখন আরও আরও গহনে ভাবতে ভাবতে আবার শিহরিত হলো নিনি। কিন্তু ওরা তো বন্ধু, কেউ তো কারো প্রেমিক প্রেমিকা নয় তবে! এই প্রশ্নটা নিনি করলো সৌরীশকে। নি শোন, বন্ধুত্বেও হয়তো কোনো দাবি থাকে এটা নিয়ে বেশি মাথা ঘামাস না। বারবার এমন হয়না। আর ভিডিওটা ডিলিট করতে বলিস না। ওটা আমার একলা আকাশের আধখানা চাঁদ, আমাকে বাঁচিয়ে রাখবে। নিনি গুনগুন করে উঠলো ' অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে' সেকি রে, আমার তো মনে হলো 'প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর' ঠিক বলছি তো! সৌরীশ বলে ওঠে। এবার দুজনেই হেসে ফেললো। নিনির মনটা অনেক হাল্কা হয়ে গেল। এরপর ফোনটা ছেড়ে দিয়ে নিনি ভাবতে থাকলো অপ্রেমে কি প্রেম এসেছিল, না সবটাই শরীরী খেলা! তবে এতো ভালো লেগেছিল কেন! এখনও শরীর মনের কোষ জুড়ে' একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি'... ***************************************** #রত্না ©Ratna Das #Aansu #প্রেমে অপ্রেমে
#Aansu #প্রেমে অপ্রেমে
read moreRatna Das
#প্রেমে বা অপ্রেমে (অণুগল্প) **************************** "मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा हैं वो सावन के कुछ भीगे दिन राख्खे हैं और मेरे एक खत मे लीपटी रात पड़ी हैं वो रात बुझा दो मेरा वो सामान लौटा दो"... (आशा भोंसले) থ্যাঙ্ক ইউ নি। আজ সকালটা যে কী ভালো হয়ে গেল তোর সুইট ভয়েসে আমার প্রিয় গানে। সু তুই বুঝতে পারলি কেন এই গানটা গাইলাম! না তো, কেন! এবার নিনির গলা একটু গম্ভীর। আমি ঐদিন হোটেল রুমের ভিডিওটার কথা বলছি। কেন নি, তুই কি ভাবছিস আমি ঐ ভিডিওটার ক্লিপ বানিয়ে চিপ করে বাজারে ছড়াবো! এই চিনেছিস আমাকে এতদিনে! সৌরীশ আহত গলায় বলে! নারে সু, এত ক্লোজ ইনটিমেট সিন, যদি কারো চোখে পড়ে, তবে দুজনেই মুখ দেখাতে পারবোনা। তুই মিথ্যেই ভয় পাচ্ছিস নি। যখন মৌমা আমাকে ডিভোর্স করে চলে গেল, তোর ফ্রেন্ডশিপ আমাকে অক্সিজেন যুগিয়েছে। আজ দশবছরের বন্ধুত্ব আমাদের, কোনোদিন কোনো বেচাল দেখেছিস! সেদিন সারাদিন স্টিং অপারেশনের পর দুজনেই ভীষণ টায়ার্ড ছিলাম। কাছাকাছি থাকতে থাকতে রুমে এসে কখন যে দুজনে দুজনের ভেতর ডুবে গেছি বুঝতেই পারিনি। 'वो शाम कुछ अजीब थी' রে নি। মনে হয় দুজনে দুজনকে আবিষ্কার করেছি। কিন্তু যা হয়েছে সবটাই স্বেচ্ছায়, কেউ তো কাউকে জোর করিনি। তোর কি আমার আদরটা ভালো লাগেনি! ফোনের ওপারে নিনির মুখটা লজ্জায় লাল হয়ে উঠলো। সত্যি সৌরীশ ওর ঠোঁট, গলা, বুক ছুঁয়ে কখন আরও আরও গহনে ভাবতে ভাবতে আবার শিহরিত হলো নিনি। কিন্তু ওরা তো বন্ধু, কেউ তো কারো প্রেমিক প্রেমিকা নয় তবে! এই প্রশ্নটা নিনি করলো সৌরীশকে। নি শোন, বন্ধুত্বেও হয়তো কোনো দাবি থাকে এটা নিয়ে বেশি মাথা ঘামাস না। বারবার এমন হয়না। আর ভিডিওটা ডিলিট করতে বলিস না। ওটা আমার একলা আকাশের আধখানা চাঁদ, আমাকে বাঁচিয়ে রাখবে। নিনি গুনগুন করে উঠলো ' অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে' সেকি রে, আমার তো মনে হলো 'প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর' ঠিক বলছি তো! সৌরীশ বলে ওঠে। এবার দুজনেই হেসে ফেললো। নিনির মনটা অনেক হাল্কা হয়ে গেল। এরপর ফোনটা ছেড়ে দিয়ে নিনি ভাবতে থাকলো অপ্রেমে কি প্রেম এসেছিল, না সবটাই শরীরী খেলা! তবে এতো ভালো লেগেছিল কেন! এখনও শরীর মনের কোষ জুড়ে' একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি'... ***************************************** #রত্না ©Ratna Das #Aansu #প্রেমে অপ্রেমে
#Aansu #প্রেমে অপ্রেমে
read more