Nojoto: Largest Storytelling Platform

ছোট্ট মেয়ে পুতুল মায়ের কাছে বায়না ধরেছে ----মা আমা

ছোট্ট মেয়ে পুতুল মায়ের কাছে বায়না ধরেছে ----মা আমাকে
পূজোয় একটা নতুন জামা কিনে দাওনা। তুমি যে বলেছিলে
পুজোয় দেবে।  কমলার মেয়ে পুতুল। বছর সাত। কমলার স্বামী
ওকে ছেড়ে অন্য জায়গায় ঘর বেঁধেছে।কমলা চার বাড়ী কাজ করে কোনমতে সংসার চালায়। মেয়ের কথায় চোখে জল আসে
তার। দুপুরে কাজ থেকে বাড়ী আসতে পাশের ঘরের ময়না 
খবর দিল---বাজারের পাশের মাঠে একটা বড় কাপড় জামা
বাজার বসেছে,নিখরচায় জামা কাপড় দিচ্ছে। নাম দিয়েছে পছন্দমত।রাত নটা পর্যন্ত খোলা। কমলা সন্ধ্যে বেলায় পুতুলকে
নিয়ে সেখানে  গিয়ে দেখল কি সুন্দর জামা কাপড় সাজানো
রয়েছে। সে পুতুলের জন্য একটা নীল রঙের সিল্কের জামা নিল।
বেরিয়ে এসে দেখল একজন ভদ্রলোক গেটের কাছে চেয়ারে
বসে আছেন। ওকে দেখে বললেন কি মা,পছন্দ হয়েছে? পুতুল
একমুখ হেসে বলল--খুব সুন্দর। উনি হেসে কমলাকে বললেন
মা,এগুলো দু একবার পরে বড়লোকেরা দিয়ে গেছে। আমি কাচিয়ে,ইস্ত্রী করে সাজিয়ে রেখেছি। সবাইকে নতুন বস্ত্র দেবার সাধ্য তো আমার নেই। এগুলো একবার দুবার পরেই ওরা বাতিল করে। তা দিয়ে যদি অন্যদের মুখে হাসি ফোটে,তাই আমার এই প্রচেষ্টা। কমলা ওনাকে প্রণাম করে বাইরে এসে ভাবল---এমনও হয়!---সত্য ঘটনা অবলম্বনে। বস্ত্র।
ছোট্ট মেয়ে পুতুল মায়ের কাছে বায়না ধরেছে ----মা আমাকে
পূজোয় একটা নতুন জামা কিনে দাওনা। তুমি যে বলেছিলে
পুজোয় দেবে।  কমলার মেয়ে পুতুল। বছর সাত। কমলার স্বামী
ওকে ছেড়ে অন্য জায়গায় ঘর বেঁধেছে।কমলা চার বাড়ী কাজ করে কোনমতে সংসার চালায়। মেয়ের কথায় চোখে জল আসে
তার। দুপুরে কাজ থেকে বাড়ী আসতে পাশের ঘরের ময়না 
খবর দিল---বাজারের পাশের মাঠে একটা বড় কাপড় জামা
বাজার বসেছে,নিখরচায় জামা কাপড় দিচ্ছে। নাম দিয়েছে পছন্দমত।রাত নটা পর্যন্ত খোলা। কমলা সন্ধ্যে বেলায় পুতুলকে
নিয়ে সেখানে  গিয়ে দেখল কি সুন্দর জামা কাপড় সাজানো
রয়েছে। সে পুতুলের জন্য একটা নীল রঙের সিল্কের জামা নিল।
বেরিয়ে এসে দেখল একজন ভদ্রলোক গেটের কাছে চেয়ারে
বসে আছেন। ওকে দেখে বললেন কি মা,পছন্দ হয়েছে? পুতুল
একমুখ হেসে বলল--খুব সুন্দর। উনি হেসে কমলাকে বললেন
মা,এগুলো দু একবার পরে বড়লোকেরা দিয়ে গেছে। আমি কাচিয়ে,ইস্ত্রী করে সাজিয়ে রেখেছি। সবাইকে নতুন বস্ত্র দেবার সাধ্য তো আমার নেই। এগুলো একবার দুবার পরেই ওরা বাতিল করে। তা দিয়ে যদি অন্যদের মুখে হাসি ফোটে,তাই আমার এই প্রচেষ্টা। কমলা ওনাকে প্রণাম করে বাইরে এসে ভাবল---এমনও হয়!---সত্য ঘটনা অবলম্বনে। বস্ত্র।

বস্ত্র।