Nojoto: Largest Storytelling Platform

অন্যের বিচার করার আগে তাকাও নিজের দিকে কারণ অন্য

অন্যের বিচার করার আগে
তাকাও নিজের  দিকে 
কারণ অন্যের কষ্ট জানলে পরে
মুখটা হবে ফিকে

আমরা খালি বিচার করি
বুঝিনা অন্যের কষ্ট
কারণ তারা নিজের দুঃখের কথা
বলেনা করে স্পষ্ট 

এই জগৎ এ বাঁচার জন্য
যুদ্ধ সবাই লড়ে
কেউ বা সেটার বড়াই করে
কেউ বা লড়ে নীরবে 

তাই বলছি বলার সময়
বিচার করো আগে
তাদের কোনো রুড়ো কথা
বলে দিওনা রাগে

তাই তো বলি মানুষের প্রতি
সহানুভূতি রেখো
তাহলেই তুমি লোকের মনে
জায়গা করে নেবে ,দেখো

©Arundhuti Biswas
  #Human