‘শুধু দ্রুত বিচার নয়, চাইছি ন্যায়বিচারও’! আরজি কর মামলায় ‘পুরো চার্জশিটের’ অপেক্ষায় জুনিয়র ডাক্তাররা আরজি কর-কাণ্ডের ৫৮ দিনের মাথায় শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটের ভিত্তিতে চার্জ গঠন হয়। তার এক সপ্তাহ পর ‘ইন ক্যামেরা’ বিচার শুরু হল শিয়ালদহ আদালতে। আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার শুরু হল সোমবার থেকে। গত ৯ অগস্টের ওই ঘটনার পর থেকেই ‘দ্রুত বিচার’-এর দাবিতে আন্দোলন শুরু করেছিলেন জুনিয়র ডাক্তারেরা। তবে সোমবার সেই বিচার শুরু হওয়া নিয়ে ‘খুশি’ নন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, ‘‘শুধু দ্রুত বিচার নয়, ন্যায়বিচার চেয়েছি আমরা।’’ ©BANGLE TIMES #R_G_Kar_Protest