Nojoto: Largest Storytelling Platform

উপম, ২৩, সুপুরুষ, সিকিমে সৌন্দর্যপিপা

             উপম, ২৩, সুপুরুষ, সিকিমে সৌন্দর্যপিপাসু বহু মানুষকে তৃপ্তির চূড়ায় পৌঁছে দেয়। হ্যাঁ ও সিকিমের ট্রাভেল এজেন্ট কাম এক চৌখস গাড়িচালক। 

তবে ওর সফরটা ঠিক সোজা ছিলনা। বাল্যকাল থেকেই ও প্রচন্ড দূর্বল ও ঠান্ডা প্রকৃতির, হ্যাঁ, অন্য ছেলেদের থেকে অনেকটাই আলাদা। যে সবসময় কারো না কারো নির্ভরশীল ছিল, সে আজ এক গাড়িচালক, গল্পটা সেখানেই, আর গল্পটা আছে তার জীবনের এক মোড় ঘুরিয়ে দেওয়া চ্যাপ্টারে। 

উপমের জীবন কাটে, সিকিমের পাদামছেন নামের ছোট্ট  একটা গ্রামে। তবে তার জন্ম থেকেই সে জন্ডিসের কারণে রুগ্ন ছিল। গ্রামের আর পাঁচটা ছেলে যখন মাঠে ফুটবল খেলতে যেতো, বা পাহাড়ের গায়ে লুকোচুরি খেলতে যেতো, ও তখন বাগান করতো বা জ্বরে ভুগতো। ও খাদকে ভয় করতো, ও মৃত্যুকে ভয় করতো। 

উপমের স্বপ্ন ছিল ও ইঞ্জিনীরিং পড়ে সমতলে এক চাকরি নিয়ে সেটেল করবে, যেখানে পাহাড়ের চড়াই, উতরাইতে মৃত্যুর হিসেব নয়, বরং গ্রাফের চড়াই, উতরাইতে জীবনের হিসেব চলে।
             উপম, ২৩, সুপুরুষ, সিকিমে সৌন্দর্যপিপাসু বহু মানুষকে তৃপ্তির চূড়ায় পৌঁছে দেয়। হ্যাঁ ও সিকিমের ট্রাভেল এজেন্ট কাম এক চৌখস গাড়িচালক। 

তবে ওর সফরটা ঠিক সোজা ছিলনা। বাল্যকাল থেকেই ও প্রচন্ড দূর্বল ও ঠান্ডা প্রকৃতির, হ্যাঁ, অন্য ছেলেদের থেকে অনেকটাই আলাদা। যে সবসময় কারো না কারো নির্ভরশীল ছিল, সে আজ এক গাড়িচালক, গল্পটা সেখানেই, আর গল্পটা আছে তার জীবনের এক মোড় ঘুরিয়ে দেওয়া চ্যাপ্টারে। 

উপমের জীবন কাটে, সিকিমের পাদামছেন নামের ছোট্ট  একটা গ্রামে। তবে তার জন্ম থেকেই সে জন্ডিসের কারণে রুগ্ন ছিল। গ্রামের আর পাঁচটা ছেলে যখন মাঠে ফুটবল খেলতে যেতো, বা পাহাড়ের গায়ে লুকোচুরি খেলতে যেতো, ও তখন বাগান করতো বা জ্বরে ভুগতো। ও খাদকে ভয় করতো, ও মৃত্যুকে ভয় করতো। 

উপমের স্বপ্ন ছিল ও ইঞ্জিনীরিং পড়ে সমতলে এক চাকরি নিয়ে সেটেল করবে, যেখানে পাহাড়ের চড়াই, উতরাইতে মৃত্যুর হিসেব নয়, বরং গ্রাফের চড়াই, উতরাইতে জীবনের হিসেব চলে।

উপম, ২৩, সুপুরুষ, সিকিমে সৌন্দর্যপিপাসু বহু মানুষকে তৃপ্তির চূড়ায় পৌঁছে দেয়। হ্যাঁ ও সিকিমের ট্রাভেল এজেন্ট কাম এক চৌখস গাড়িচালক। তবে ওর সফরটা ঠিক সোজা ছিলনা। বাল্যকাল থেকেই ও প্রচন্ড দূর্বল ও ঠান্ডা প্রকৃতির, হ্যাঁ, অন্য ছেলেদের থেকে অনেকটাই আলাদা। যে সবসময় কারো না কারো নির্ভরশীল ছিল, সে আজ এক গাড়িচালক, গল্পটা সেখানেই, আর গল্পটা আছে তার জীবনের এক মোড় ঘুরিয়ে দেওয়া চ্যাপ্টারে। উপমের জীবন কাটে, সিকিমের পাদামছেন নামের ছোট্ট একটা গ্রামে। তবে তার জন্ম থেকেই সে জন্ডিসের কারণে রুগ্ন ছিল। গ্রামের আর পাঁচটা ছেলে যখন মাঠে ফুটবল খেলতে যেতো, বা পাহাড়ের গায়ে লুকোচুরি খেলতে যেতো, ও তখন বাগান করতো বা জ্বরে ভুগতো। ও খাদকে ভয় করতো, ও মৃত্যুকে ভয় করতো। উপমের স্বপ্ন ছিল ও ইঞ্জিনীরিং পড়ে সমতলে এক চাকরি নিয়ে সেটেল করবে, যেখানে পাহাড়ের চড়াই, উতরাইতে মৃত্যুর হিসেব নয়, বরং গ্রাফের চড়াই, উতরাইতে জীবনের হিসেব চলে। #Inspiration #yqdada #ছোটগল্প #tdd_longbutshortstories #tdd_bengali #কথায়কথায়৪