Nojoto: Largest Storytelling Platform

#আজ_অনেকদিন_পর #শ্রাবন্তী_সামন্ত *****************

#আজ_অনেকদিন_পর
#শ্রাবন্তী_সামন্ত
*****************
আজ অনেকদিন পর তোমায় দেখলাম! 
ভাবতে পারিনি এই ভাবে তোমায় দেখব !
অনেকদিন আগেই চার বছর পূর্ণ করেছে আমাদের ভালোবাসার নামহীন সম্পর্ক!
অথচ আমরা একে অপরের থেকে কতটা দূরে! 
 জানতাম, আমাদের সম্পর্কটা স্বাভাবিক ছিলনা! 
তুমি একজন বেকার যুবক ছিলে আর আমি এক সন্তানের মা,বিবাহিতা! 
তবু কেমন এক অদৃশ্য ভালোবাসার বন্ধনে একে অপরে আস্ষ্টেপিষ্টে জড়িয়ে পড়েছিলাম! 
সারাদিন হাসি,গল্প ,মজায় কেটে যেত সময় গুলো!
হ্যাঁ, আমাদের সম্পর্কটার কোনো নাম হয়তো ছিলনা, তবে একবুক ভালোবাসা, বিশ্বাস ছিল একে অপরের প্রতি ।
তারপর মাঝের দিনগুলো কেমন এলোমেলো হয়েগেল ! 
তুমি চাকরি নিয়ে মুম্বাই আর আমি শিলিগুড়ি থেকে কলকাতা- 
পাঁচ বছরের ছোট সান কে সঙ্গে করে সদ্য বিধবা হয়ে! 
তোমার সঙ্গে আর যোগাযোগ করতে পারলাম না, তোমার নম্বরে বহুবার ফোন করেছি,বার বার বন্ধ বলেছে! 
তুমিও একটি বারের জন্যও আর চেনা নম্বরে ফোন করে জানতে চাওনি কেমন আছি আমি তোমায় ছাড়া!
কেন হৃদয় কেন ? !
তবু মন এক পরম বিশ্বাস বুকে তোমার প্রতীক্ষায় দিন গুনছিল , এখন তো আর আমাদের মাঝে কোন বাধা হয়ে কেউ দাঁড়াতে পারবে না! 
তবে কেন ওভাবে আমায় ফিরে আসার আশ্বাস দিয়ে চলে গেলে নিরুদ্দেশে! 
সানের গানের ম্যামের বিয়েতে মন টানছিল না একে বারের জন্যেও!
তবু সানের খুশির জন্য আসতে হলো, 
আর এসেই দেখলাম বর বেশে শ্রীমান হৃদয় মুখার্জি! 
কার্ডে নামটা দেখলেও ভাবতে পারিনি তুমি ! 
বাহ খুব খুব ভালো ! 
ভীষণ ভালো মানিয়েছে তোমাদের ! 
আমার মতো বিধবা কি আর তোমার জীবন সঙ্গী হতে পারে বলো? 
ভালো করেছ মুম্বাই গিয়ে নিজের ভুলটা শুধরে নিয়েছ !
নতুন জীবনের শুভেচ্ছা নিও 💐💐
আসি ... আজ অনেকদিন পর
#আজ_অনেকদিন_পর
#শ্রাবন্তী_সামন্ত
*****************
আজ অনেকদিন পর তোমায় দেখলাম! 
ভাবতে পারিনি এই ভাবে তোমায় দেখব !
অনেকদিন আগেই চার বছর পূর্ণ করেছে আমাদের ভালোবাসার নামহীন সম্পর্ক!
অথচ আমরা একে অপরের থেকে কতটা দূরে! 
 জানতাম, আমাদের সম্পর্কটা স্বাভাবিক ছিলনা! 
তুমি একজন বেকার যুবক ছিলে আর আমি এক সন্তানের মা,বিবাহিতা! 
তবু কেমন এক অদৃশ্য ভালোবাসার বন্ধনে একে অপরে আস্ষ্টেপিষ্টে জড়িয়ে পড়েছিলাম! 
সারাদিন হাসি,গল্প ,মজায় কেটে যেত সময় গুলো!
হ্যাঁ, আমাদের সম্পর্কটার কোনো নাম হয়তো ছিলনা, তবে একবুক ভালোবাসা, বিশ্বাস ছিল একে অপরের প্রতি ।
তারপর মাঝের দিনগুলো কেমন এলোমেলো হয়েগেল ! 
তুমি চাকরি নিয়ে মুম্বাই আর আমি শিলিগুড়ি থেকে কলকাতা- 
পাঁচ বছরের ছোট সান কে সঙ্গে করে সদ্য বিধবা হয়ে! 
তোমার সঙ্গে আর যোগাযোগ করতে পারলাম না, তোমার নম্বরে বহুবার ফোন করেছি,বার বার বন্ধ বলেছে! 
তুমিও একটি বারের জন্যও আর চেনা নম্বরে ফোন করে জানতে চাওনি কেমন আছি আমি তোমায় ছাড়া!
কেন হৃদয় কেন ? !
তবু মন এক পরম বিশ্বাস বুকে তোমার প্রতীক্ষায় দিন গুনছিল , এখন তো আর আমাদের মাঝে কোন বাধা হয়ে কেউ দাঁড়াতে পারবে না! 
তবে কেন ওভাবে আমায় ফিরে আসার আশ্বাস দিয়ে চলে গেলে নিরুদ্দেশে! 
সানের গানের ম্যামের বিয়েতে মন টানছিল না একে বারের জন্যেও!
তবু সানের খুশির জন্য আসতে হলো, 
আর এসেই দেখলাম বর বেশে শ্রীমান হৃদয় মুখার্জি! 
কার্ডে নামটা দেখলেও ভাবতে পারিনি তুমি ! 
বাহ খুব খুব ভালো ! 
ভীষণ ভালো মানিয়েছে তোমাদের ! 
আমার মতো বিধবা কি আর তোমার জীবন সঙ্গী হতে পারে বলো? 
ভালো করেছ মুম্বাই গিয়ে নিজের ভুলটা শুধরে নিয়েছ !
নতুন জীবনের শুভেচ্ছা নিও 💐💐
আসি ... আজ অনেকদিন পর