Nojoto: Largest Storytelling Platform
nojotouser8660230464
  • 249Stories
  • 215Followers
  • 2.0KLove
    13.6KViews

srabanti samanta

খুব সাধারণ , সামান্যতেই খুশি আমার you tube চ্যানেল এর নাম- srabanti samanta

http://www.youtube.com/channel/UCYku8XQxjt57ufOJyehb5VQ

  • Popular
  • Latest
  • Repost
  • Video
cfee6c2d0c7f467aa83a552b620d4005

srabanti samanta

#HeartfeltMessage
cfee6c2d0c7f467aa83a552b620d4005

srabanti samanta

পুরানো ডায়েরির পাতা জুড়ে ভেসে আসে প্রিয় চেনা গন্ধ ,
কবিতা, গল্প, গানে তোমায় ছুঁয়ে দেওয়া মুহূর্তরা আজো অমলিন!
ভালোবাসার পরশ মাখা শব্দেরা খিলখিলিয়ে ওঠে তোমার নামে,
নেই, নেই, তবু তুমি আছো, ভীষণ রকম আছো।
এই থেকে যাওয়ার থেকে সত্য আর কিছু নেই!
এমনি করেই প্রেম পূজা পাক হৃদয় মন্দিরে।

©srabanti samanta
  #কবিতা
#শ্রাবন্তী_সামন্ত

#কবিতা #শ্রাবন্তী_সামন্ত

cfee6c2d0c7f467aa83a552b620d4005

srabanti samanta

পুরানো ডায়েরির পাতা জুড়ে ভেসে আসে প্রিয় চেনা গন্ধ ,
কবিতা, গল্প, গানে তোমায় ছুঁয়ে দেওয়া মুহূর্তরা আজো অমলিন!
ভালোবাসার পরশ মাখা শব্দেরা খিলখিলিয়ে ওঠে তোমার নামে,
নেই, নেই, তবু তুমি আছো, ভীষণ রকম আছো।
এই থেকে যাওয়ায় থেকে সত্য আর কিছু নেই!
এমনি করেই প্রেম পূজা পাক হৃদয় মন্দিরে।

©srabanti samanta
  #কবিতা

#কবিতা

cfee6c2d0c7f467aa83a552b620d4005

srabanti samanta

দূরত্বটা এমনি থাকুক, 
চাইনা তোমায় ছুঁতে,
যাক বয়ে যাক, আরো বেলা---
অভিমানী লু তে!

©srabanti samanta #selflove
cfee6c2d0c7f467aa83a552b620d4005

srabanti samanta

তোমায় ভেবে ভেবে হয়তো এভাবেই কেটে যাবে আরেকটি বসন্ত,
 আরেকটি ফাগুন মাস!

যে ফাগুনে আগুন জ্বালিয়ে তুমি ফিরে গিয়েছিলে---
ফেলে রেখে গিয়েছিলে শেষ চৈত্রের দ্বারে----
 আজো সেই আগুনে  পুরছি রোজ!

এ কেমন ভালোবাসা বলো?
কেন ছুঁতে চেয়ে বারংবার ফিরে ফিরে আসতে হয় তোমার দুয়ার হতে?!

কেন আজীবন ভালোবাসা পথের ধূলায় বিলায় অবহেলায়, বলতে পারো?
বলতে পারো কবি?-----

লেখো না আর তুমি প্রেমের কবিতা, 
লেখো না আর ভালোবাসার কথা,

তুমি লেখো শ্রাবণের গল্প, অঝোর বৃষ্টির কথা।
তুমি লেখো সৃষ্টির কথা, মিলনের কথা।

✍️ #শ্রাবন্তী

©srabanti samanta #roseday
cfee6c2d0c7f467aa83a552b620d4005

srabanti samanta

তোমায় ভেবে ভেবে হয়তো এভাবেই কেটে যাবে আরেকটি বসন্ত,
 আরেকটি ফাগুন মাস!

যে আগুন জ্বালিয়ে তুমি ফিরে গিয়েছিলে---
 রেখে গিয়েছিলে শেষ চৈত্রের দ্বারে----
 আজো সেই আগুনে  পুরছি রোজ!

এ কেমন ভালোবাসা বলো?
কেন ছুঁতে চেয়ে বারংবার ফিরে ফিরে আসতে হয় তোমার দুয়ার হতে?!

কেন আজীবন ভালোবাসা পথের ধূলায় বিলায় অবহেলায়, বলতে পারো?
বলতে পারো কবি?-----

লেখো না আর তুমি প্রেমের কবিতা, 
লেখোনা আর ভালোবাসার কথা,

তুমি লেখো শ্রাবণের গল্প, অঝোর বৃষ্টির কথা।
সৃষ্টির কথা, মিলনের কথা।

©srabanti samanta #flowers
cfee6c2d0c7f467aa83a552b620d4005

srabanti samanta

প্রকৃত ভালোবাসা নিবিড় প্রশান্তি দেয় বুকে,
ধৈয্যশীল করে তোলে অবুঝ মন,---
বিশ্বাসে বিশ্বাসে আরো পোক্ত হয় তার বিনিসুতার বাঁধন!
অভিমানের সুগান্ধিতে দিনরাত্রি ম ম করে তার পবিত্রতা---
বাঁধভাঙা অশ্রুনদী যখন সিক্ত করে দুটি মন---
 তখন ধুয়ে মুছে সাফ করে দেয় সব মান অভিমানের ধূলো!

ভালোবাসা এমনি এক পাগলা বাতাস, যখন যেখান দিয়ে বয়ে যায়, সবকিছু লন্ড ভন্ড করে চলে যায়!
ভাগ্যবান খুব কম মানুষই হয়, যারা প্রকৃত মানুষটিকে খুঁজে পায়!
লতার মতো দুটিতে জড়িয়ে থাকে অভিন্ন আত্মায় আজীবন।
 ভালোবাসা ভিন্ন প্রাণহীন গোটা মনুষ্যজীবন।

©srabanti samanta #together
cfee6c2d0c7f467aa83a552b620d4005

srabanti samanta

প্রকৃত ভালোবাসা নিবিড় প্রশান্তি দেয় বুকে,
ধৈয্যশীল করে তোলে অবুঝ মন,---
বিশ্বাসে বিশ্বাসে আরো পোক্ত হয় তার বিনিসুতার বাঁধন!
অভিমানের সুগান্ধিতে দিনরাত্রি ম ম করে তার পবিত্রতা---
বাঁধভাঙা অশ্রুনদী সিক্ত করে দুটি মন---
 ধুয়ে মুছে সাফ করে দেয় সব মান অভিমানের ধূলো!

©srabanti samanta #together
cfee6c2d0c7f467aa83a552b620d4005

srabanti samanta

একলা আকাশ একটা পাখি,
আনমনা আজ সঙ্গোপনে---
অস্তাচলে সূর্য্যিমামা,
অভিমানেই দুইজনে!
আসবে ফিরে নতুন দিনে
নীলাকাশের ডাক শুনে,
তাই তো আজ চুপকথারা 
ভালোবাসার প্রহর গুনে!

©srabanti samanta #Birds
cfee6c2d0c7f467aa83a552b620d4005

srabanti samanta

কিছু ভালোবাসা
*****************

কিছু ভালোবাসা শিশিরের মতো প্রভাতেই ম্লান হয়,
কিছু ভালোবাসা প্রখর তাপেও উজ্জ্বল দীপ্তিময়।
কিছু ভালোবাসা ভাষা পায় নিঃশব্দ নীরবতায়...
কিছু ভালোবাসা গুমড়ে কাঁদে একাকী শয্যায়!
কিছু ভালোবাসা ভালোবেসে নিজেকে করে বিলীন,
কিছু ভালোবাসা পেতে পেতে শুধুই বাড়ায় ঋণ!

©srabanti samanta #promiseday
loader
Home
Explore
Events
Notification
Profile