Nojoto: Largest Storytelling Platform

নূতনত্বের প্রতি ************************ হে

নূতনত্বের প্রতি
      ************************
হে নূতন বর্ষ,, 

যখন , দুর্ভেদ্য জটীল কুয়াশা
ঢেকে ফেলেছিল আশার আলো ;
জীবনের রসদভরা নৌকো 
তিলতিল করে এগচ্ছিলো ক্রমে , 
               ভরাডুবির পথে .........
       
       ঠিক তখনই হ্যাঁ তখনই ,,

দিক্ভ্রস্ট নাবিকের কাছে
                  কূলের কিনারা হয়ে ,
জীবন- মৃত্যুর মাঝামাঝি পর্যায়ের
একঘেয়েমিতে ক্লান্ত নৌযাত্রীদের 
      অশ্রুমাখা আনন্দ হয়ে ,,
         তোমার প্রকটতা ----
 মানবাত্মার পর্ণমোচী অরণ্যে
     নতুন পাতার জন্ম দেয় । 

রাজকীয়তার তূর্য নিনাদে,
নূতন আঙীকে গড়ে ওঠে-- 
         তোমার মসনদ্  
               আমদের হৃদয় মাঝে  ।

যে মসনদ্ পুরানো জরাজীর্ণতার 
         লেশমাত্র রাখে না । 
যেখানে ,
    সমস্ত  বস্তাপচা মৃত্যুর আখ্যান 
                   ছিড়ে ফেলে,     রচিত হয় সজীবত্বের ইতিহাস  । 


                                                           সমস্ত টুকরো টুকরো                                                                    
             ভালো অনুভূতিগুলো ,,
তোমায় ঘিরে প্রবাহিত হয়  
  রক্তবহের মধ্যে নতুন আবেগে!!
              
নগর-নগরী , গ্রাম- গঞ্জ         ছাপিয়ে ওঠে ----
তোমার জয় জয় রব ; 
বরণ হয় সাদরে এক নতুন যুগের
               নতুন বর্ষ রূপে  । 
    

জানি, 
 হয়ত কালের করালগ্রাস একদিন 
তোমাকেও ইতিহাস করে দেবে ! 
তবে আজকের নতুন শুরুর 
                 অঙীকার গুলো---
  থেকে যাবে আগামীতেও,,
ডায়েরীর পাতা হয়ে  ।।

         ¤¤¤¤ ❤️❤️¤¤¤¤
                 
                   ## নীলাঞ্জন গাঙ্গুলী

©Nilanjan Ganguli # New year poetry
নূতনত্বের প্রতি
      ************************
হে নূতন বর্ষ,, 

যখন , দুর্ভেদ্য জটীল কুয়াশা
ঢেকে ফেলেছিল আশার আলো ;
জীবনের রসদভরা নৌকো 
তিলতিল করে এগচ্ছিলো ক্রমে , 
               ভরাডুবির পথে .........
       
       ঠিক তখনই হ্যাঁ তখনই ,,

দিক্ভ্রস্ট নাবিকের কাছে
                  কূলের কিনারা হয়ে ,
জীবন- মৃত্যুর মাঝামাঝি পর্যায়ের
একঘেয়েমিতে ক্লান্ত নৌযাত্রীদের 
      অশ্রুমাখা আনন্দ হয়ে ,,
         তোমার প্রকটতা ----
 মানবাত্মার পর্ণমোচী অরণ্যে
     নতুন পাতার জন্ম দেয় । 

রাজকীয়তার তূর্য নিনাদে,
নূতন আঙীকে গড়ে ওঠে-- 
         তোমার মসনদ্  
               আমদের হৃদয় মাঝে  ।

যে মসনদ্ পুরানো জরাজীর্ণতার 
         লেশমাত্র রাখে না । 
যেখানে ,
    সমস্ত  বস্তাপচা মৃত্যুর আখ্যান 
                   ছিড়ে ফেলে,     রচিত হয় সজীবত্বের ইতিহাস  । 


                                                           সমস্ত টুকরো টুকরো                                                                    
             ভালো অনুভূতিগুলো ,,
তোমায় ঘিরে প্রবাহিত হয়  
  রক্তবহের মধ্যে নতুন আবেগে!!
              
নগর-নগরী , গ্রাম- গঞ্জ         ছাপিয়ে ওঠে ----
তোমার জয় জয় রব ; 
বরণ হয় সাদরে এক নতুন যুগের
               নতুন বর্ষ রূপে  । 
    

জানি, 
 হয়ত কালের করালগ্রাস একদিন 
তোমাকেও ইতিহাস করে দেবে ! 
তবে আজকের নতুন শুরুর 
                 অঙীকার গুলো---
  থেকে যাবে আগামীতেও,,
ডায়েরীর পাতা হয়ে  ।।

         ¤¤¤¤ ❤️❤️¤¤¤¤
                 
                   ## নীলাঞ্জন গাঙ্গুলী

©Nilanjan Ganguli # New year poetry