আরজি কর প্রসঙ্গ উঠল, তবে নির্যাতিতার পরিবার ও শাহের সাক্ষাৎ হল না, দূরত্ব রক্ষা কি হিসেব কষেই শনিবার রাতে এসে রবিবার বিকেলে কলকাতা ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সময়ের মধ্যে তাঁর সঙ্গে নির্যাতিতার পরিবারের সাক্ষাৎ হতে পারে বলে জল্পনা ছিল। কিন্তু তা হল না। জল্পনাই সার, সাক্ষাৎ হল না। আরজি করে নির্যাতিতার মা-বাবা অমিত শাহকে চিঠি দিয়েছিলেন দেখা করতে চেয়ে। শাহের কলকাতা সফরে সেই সাক্ষাৎ হবে বলে কোনও কোনও মহল থেকে বলাও হচ্ছিল। কিন্তু তা হল না। ©BANGLE TIMES #Amit_Shah