আরজি কর দুর্নীতি মামলা: সন্দীপ-সহ পাঁচ জনের নামে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় প্রথম গ্রেফতার হয়েছিলেন সন্দীপ ঘোষ। পরে এই মামলার সূত্র ধরে বিপ্লব সিংহ, আফসার আলি, সুমন হাজরা এবং আশিস পাণ্ডেকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। আরজি কর মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতি মামলায় এ বার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, শুক্রবার আলিপুর আদালতে ১০০ পাতার বেশি চার্জশিট জমা দিলেন তদন্তকারীরা। সঙ্গে ১০০০ পাতার নথিও জমা করেছেন তাঁরা। সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। এ ছাড়াও এই মামলায় গ্রেফতার হওয়া আরও চার জনের নামও চার্জশিটে রয়েছে। অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১ ধারায় মামলা রুজু হয়েছে। এ ছাড়াও দুর্নীতি দমন আইনের বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে পাঁচ জনের বিরুদ্ধে। ©BANGLE TIMES #R_G_Kar_Protest