Nojoto: Largest Storytelling Platform

আমি নবীন ভারত বর্ষ আমি নির্ভীক আমি দুর্ধর্ষ আমি শত

আমি নবীন ভারত বর্ষ
আমি নির্ভীক আমি দুর্ধর্ষ
আমি শত্রুর চোখে মৃত্য দেখেও
করিনা ভয় ,
আমি চন্দ্র থেকে মঙ্গল আজ
করেছি জয় ।
আমি বিজ্ঞানে দেখায় নতুন দিশা
সাহিত্যে নতুন রূপ
আজ আমার চর্চায় মুখরিত যেনো
এই বিস্বভূপ ।
আমার মেয়েরা ছুঁয়েছে আকাশ
পার হয়েছে মহা সমুদ্র
আমরাই হব মহাকাশ একদিন
ধরা হবে অতি ক্ষুদ্র ।
বিশ্ব দরবারে আবার হবে
মোদের জয় গান ,
ফিরিয়ে আনবো আবার
হারানো সম্মান ।
আমি নবীন ভারত বর্ষ
আমি নির্ভীক , দুর্ধর্ষ ।

©The Aghori #IndiaLoveNojoto