একটা বৃষ্টি খুব দরকার, কিছু ভুলে যাওয়ার জন্য। একটা বৃষ্টি খুব দরকার, কিছু পাওয়ার জন্য। শান্তি হারিয়ে গেছে যেন কোথাও, একটা বৃষ্টি খুব দরকার, সেই মুহুর্তে থাকার জন্য। প্রশ্নের রোদে তো অনেক পুড়লাম, অপেক্ষার ঝলসানো হাওয়ার ধাক্কা খেলাম। একটা বৃষ্টি খুব দরকার, নিজেকে থামানোর জন্য। অসামান্য কিছুই না, যদি পাওয়ার ইচ্ছা থাকে, তাও, স্থিরতা আছে যেটা আবেগ কে আটকে রাখে। এর পরেও যদি তোমাকে না দেখলাম তো কি দেখলাম, চোখের আয়নায় দেখার পর, যদি তোমাকে হারানোর ভয় না পেলাম তো কি পেলাম। ঠীক এমন কিছু সময় বানানোর জন্য, কিছু চোখের জল বৃষ্টির জল দিয়ে মিলিয়ে ফেলতে, একটা বৃষ্টি খুব দরকার। ©Ananta Dasgupta #raindrops #anantadasgupta #bengaliquote #bengalipoem #nojotobengali