Nojoto: Largest Storytelling Platform

কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই সাবধানে যাবে, পৌঁছে জ

কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
সাবধানে যাবে, পৌঁছে জানাবে বলার জন্য। 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
দাড়িয়ে পিছনে অপেক্ষা করার জন্য। 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
সারাদিনের সব উলটো পালটা গল্প শোনার জন্য। 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
তোমার ক্লান্তি ভাগ করে নেওয়ার জন্য। 
যখন ঘরের তালা টা খুলে ভেতরে যাও, 
অসার ভর্তি রুমে কাঁধ থেকে ব্যাগ আলাদা কর, 
আলো জালাও, আর বসে সিগারেটে আগুন ধরাও। 
কিন্তু না ব্যাগ রাখার পরে বোঝা হালকা হয়, 
না রুমের আলো মনের ভিতরের অন্ধকার মেটাতে পারে, 
আর না নিকোটিনের নেশা মাথার ভার কমায়। 
খালি মন, খালি চোখে খালি রুমে চোখ ফেরাতে, কেমন লাগে বন্ধু? 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
তুমি অভুক্ত শুয়ে পড়ছো না, এটা দেখার জন্য। 
দেওয়ালে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আছো, 
কিন্তু কেন জেগে আছো, জানো না। 
কেন অশান্ত হয়ে আছো, জানো না। 
মনের লড়াইয়ে জিতছো না হারছো, জানো না। 
এই দ্বন্দ্বের মাঝ দিয়ে বেড়োতে, কেমন লাগে বন্ধু? 
কিছু পোস্ট, কিছু ভিডিও, কিছু মুভি দেখে, 
কিছু জমে থাকা মেসেজ রিপ্লাই দিয়ে, 
কোনো পুরোনো এলবামের মত, 
পুরোনো লেখা কথা গুলো বার বার পড়ে, 
চোখে অপেক্ষা আর ঠোঁটে হাঁসি সাজিয়ে, 
কেমন লাগে বন্ধু? 
দিনের দায়িত্ব পুর্ন করে, সব কাজের পড়ে, 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
তোমার দীর্ঘ নিশ্বাসের মধ্যে ফোঁপানির অবরোধ বোঝার জন্য।

©Ananta Dasgupta #GateLight #anantadasgupta #Bengali_poem #bengalipoetry
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
সাবধানে যাবে, পৌঁছে জানাবে বলার জন্য। 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
দাড়িয়ে পিছনে অপেক্ষা করার জন্য। 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
সারাদিনের সব উলটো পালটা গল্প শোনার জন্য। 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
তোমার ক্লান্তি ভাগ করে নেওয়ার জন্য। 
যখন ঘরের তালা টা খুলে ভেতরে যাও, 
অসার ভর্তি রুমে কাঁধ থেকে ব্যাগ আলাদা কর, 
আলো জালাও, আর বসে সিগারেটে আগুন ধরাও। 
কিন্তু না ব্যাগ রাখার পরে বোঝা হালকা হয়, 
না রুমের আলো মনের ভিতরের অন্ধকার মেটাতে পারে, 
আর না নিকোটিনের নেশা মাথার ভার কমায়। 
খালি মন, খালি চোখে খালি রুমে চোখ ফেরাতে, কেমন লাগে বন্ধু? 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
তুমি অভুক্ত শুয়ে পড়ছো না, এটা দেখার জন্য। 
দেওয়ালে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আছো, 
কিন্তু কেন জেগে আছো, জানো না। 
কেন অশান্ত হয়ে আছো, জানো না। 
মনের লড়াইয়ে জিতছো না হারছো, জানো না। 
এই দ্বন্দ্বের মাঝ দিয়ে বেড়োতে, কেমন লাগে বন্ধু? 
কিছু পোস্ট, কিছু ভিডিও, কিছু মুভি দেখে, 
কিছু জমে থাকা মেসেজ রিপ্লাই দিয়ে, 
কোনো পুরোনো এলবামের মত, 
পুরোনো লেখা কথা গুলো বার বার পড়ে, 
চোখে অপেক্ষা আর ঠোঁটে হাঁসি সাজিয়ে, 
কেমন লাগে বন্ধু? 
দিনের দায়িত্ব পুর্ন করে, সব কাজের পড়ে, 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
তোমার দীর্ঘ নিশ্বাসের মধ্যে ফোঁপানির অবরোধ বোঝার জন্য।

©Ananta Dasgupta #GateLight #anantadasgupta #Bengali_poem #bengalipoetry
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon39