Nojoto: Largest Storytelling Platform

প্রিয়, যখন আমি কোত্থাও থাকবো না আমার জন্য করুণ সুর

প্রিয়, যখন আমি কোত্থাও থাকবো না
আমার জন্য করুণ সুর তুলো না তুমি
মাথার কাছে গোলাপ চারা রেখো না,
না কোনো বটবৃক্ষের ছায়া, কবর চুমী।
হতে দাও কচিঘাসের বুনন, মণিহারে
ঝরবে শিশির বিন্দু, বৃষ্টিধারা অস্ফুটে
আর যদি চাও, মনে রেখো অভিসারে
চাইলে ভুলতেও পারো এক মৃত্যুতে...

আমি হয়তো ছায়ায় মায়ায় রইবো না
কোনো বর্ষণ আমায় নাড়াতে পারবে না
শুনতে পাবো না নিশি কুহকিনীর ডাক
সে গাইবে বোধহয় যন্ত্রনায় বা নির্বাক।
স্বপ্নে হাত রাখা হবে না সেই জ্যোৎস্নায়
যার জন্ম নেই, মৃত্যু নেই; পরিক্রমায়...
তখন হয়তো বা তোমায় মনে রাখবো!
হতে পারে আমি বিস্মৃতিতে; হারাবো... পরলোকের কথা না ভেবে ইহলোকে থাক আমাদের ভালোবাসবাসি❤️
...........
Christina Rossetti এর "Song" কবিতাটি অনুবাদের চেষ্টা মাত্র
#piu_sangita 
#অনুবাদকবিতা
#yqdada
#a_rough_translation
#একটা_বাজে_লেখা
প্রিয়, যখন আমি কোত্থাও থাকবো না
আমার জন্য করুণ সুর তুলো না তুমি
মাথার কাছে গোলাপ চারা রেখো না,
না কোনো বটবৃক্ষের ছায়া, কবর চুমী।
হতে দাও কচিঘাসের বুনন, মণিহারে
ঝরবে শিশির বিন্দু, বৃষ্টিধারা অস্ফুটে
আর যদি চাও, মনে রেখো অভিসারে
চাইলে ভুলতেও পারো এক মৃত্যুতে...

আমি হয়তো ছায়ায় মায়ায় রইবো না
কোনো বর্ষণ আমায় নাড়াতে পারবে না
শুনতে পাবো না নিশি কুহকিনীর ডাক
সে গাইবে বোধহয় যন্ত্রনায় বা নির্বাক।
স্বপ্নে হাত রাখা হবে না সেই জ্যোৎস্নায়
যার জন্ম নেই, মৃত্যু নেই; পরিক্রমায়...
তখন হয়তো বা তোমায় মনে রাখবো!
হতে পারে আমি বিস্মৃতিতে; হারাবো... পরলোকের কথা না ভেবে ইহলোকে থাক আমাদের ভালোবাসবাসি❤️
...........
Christina Rossetti এর "Song" কবিতাটি অনুবাদের চেষ্টা মাত্র
#piu_sangita 
#অনুবাদকবিতা
#yqdada
#a_rough_translation
#একটা_বাজে_লেখা
anonentity3110

A Non Entity

New Creator

পরলোকের কথা না ভেবে ইহলোকে থাক আমাদের ভালোবাসবাসি❤️ ........... Christina Rossetti এর "Song" কবিতাটি অনুবাদের চেষ্টা মাত্র #piu_sangita #অনুবাদকবিতা #yqdada #a_rough_translation #একটা_বাজে_লেখা