Nojoto: Largest Storytelling Platform

গল্পটা নীহারের , নীহার আমার দিদি । ছোটবেলা থেকে দি

গল্পটা নীহারের , নীহার আমার দিদি । ছোটবেলা থেকে দিদি ভাইয়ের অভিমান , আদর , সখ্যতার আবশ্যকতায় আমাদের গল্পও অন্যথা ছিল না । দেখতে দেখতে বয়সগুলো কিভাবে হারিয়ে গেল বোঝা গেল না । অঘোষিত সামাজিক নিয়মে দিদির বয়স্কালে , সেও অন্য বাড়ি চলে গেল । আমার দিদি তখন পরের বাড়ির লক্ষ্মী । এইভাবেই আমি আর আমার দিদি আলাদা হলাম । ছোটবেলায় ডিম , মাছের ভাগাভাগি নিয়ে যে ঝগড়া হত , তা এখন অনর্থ । শব্দহীন ঘরের কোণে অপেক্ষা করে থাকতাম ভাই ডাক শোনার জন্য । কোনো খবর নেই , আমিও তাকে ভুলতে বসেছিলাম স্বাভাবিক অভিমানে । একবেলা খবর এল , দিদি আমার নিরুদ্দেশ । আশপাশ থেকে শুনলাম , ওরা আমার দিদিকে খেতে দিত না , মারধর করত । ছোপ ছোপ দাগ গুলোতে আমার দিদিকে চেনা যেত দূর থেকে । আমি মাটিতে বসে খুব মন খারাপি স্বরে বললাম - " তুই কোথায় ? , আমার কথা কি তোর মনে পড়ে না ? , আমার কাছে আসবি না ? " । পরক্ষনেই মন বললো , " তোর দিদি যে স্বাধীন , সে ফিরতে চাই না মানিয়ে নেওয়ার নিয়মে " । আমি তখন আনমনা ভাবে ভাবি - সে ছুটে চলেছে খালি পায়ে , ওই পরাধীন কাঁটাতার পেরিয়ে । এই ভালো , এইভাবেই ভালো । সে মুক্ত হোক তার ভাইয়ের একলা থাকার বিনিময়ে । নীহার ।

Saswati  thanks bonuu poke korar jonyo...sorry onek deri holo re bonu lekha dite...
গল্পটা নীহারের , নীহার আমার দিদি । ছোটবেলা থেকে দিদি ভাইয়ের অভিমান , আদর , সখ্যতার আবশ্যকতায় আমাদের গল্পও অন্যথা ছিল না । দেখতে দেখতে বয়সগুলো কিভাবে হারিয়ে গেল বোঝা গেল না । অঘোষিত সামাজিক নিয়মে দিদির বয়স্কালে , সেও অন্য বাড়ি চলে গেল । আমার দিদি তখন পরের বাড়ির লক্ষ্মী । এইভাবেই আমি আর আমার দিদি আলাদা হলাম । ছোটবেলায় ডিম , মাছের ভাগাভাগি নিয়ে যে ঝগড়া হত , তা এখন অনর্থ । শব্দহীন ঘরের কোণে অপেক্ষা করে থাকতাম ভাই ডাক শোনার জন্য । কোনো খবর নেই , আমিও তাকে ভুলতে বসেছিলাম স্বাভাবিক অভিমানে । একবেলা খবর এল , দিদি আমার নিরুদ্দেশ । আশপাশ থেকে শুনলাম , ওরা আমার দিদিকে খেতে দিত না , মারধর করত । ছোপ ছোপ দাগ গুলোতে আমার দিদিকে চেনা যেত দূর থেকে । আমি মাটিতে বসে খুব মন খারাপি স্বরে বললাম - " তুই কোথায় ? , আমার কথা কি তোর মনে পড়ে না ? , আমার কাছে আসবি না ? " । পরক্ষনেই মন বললো , " তোর দিদি যে স্বাধীন , সে ফিরতে চাই না মানিয়ে নেওয়ার নিয়মে " । আমি তখন আনমনা ভাবে ভাবি - সে ছুটে চলেছে খালি পায়ে , ওই পরাধীন কাঁটাতার পেরিয়ে । এই ভালো , এইভাবেই ভালো । সে মুক্ত হোক তার ভাইয়ের একলা থাকার বিনিময়ে । নীহার ।

Saswati  thanks bonuu poke korar jonyo...sorry onek deri holo re bonu lekha dite...