Nojoto: Largest Storytelling Platform
shuvabhattacharj9985
  • 423Stories
  • 12Followers
  • 42Love
    0Views

shuvabhattacharjee1996

story about her

shuvabhattacharjee.com

  • Popular
  • Latest
  • Video
27f0f7761bb8f76d1ce87ade6e7f8306

shuvabhattacharjee1996

সংলাপে মনে পড়েছে , আমার বাক্য - 
" সংলাপ ভুলে গেছি " 
অনেকক্ষণ যাবৎ দর্শক শূন্য আসনের দিকে চেয়ে , 
কণ্ঠ ছেড়ে দাবিহীন শ্রেষ্ঠত্বের অনুশীলনে , 
একটা রাজ্য বানিয়েছি ।।
না , না , হাতি ঘোড়া লোক লস্কর পালঙ্ক দারোয়ান -
এসব যদিও নেই । 
তবে শুয়োপ্রজা দুয়োপ্রজা আছে ।
ওই , ওই যে বাপটাকে দেখছ , হন্যে হয়ে মাটি কাটছে -
ওই যে ছেলেটাকে দেখছ , তার বাপের দিকে অসার হয়ে চেয়ে আছে ।
না , তারা অসুস্থ নয় -
তারা তোমার প্রেক্ষাগৃহের বিপুল জনসমর্থনে 
নিহতহীন আহত -
তারা কর গুনে হিসেব চেয়ে কারাগারে আছে ,অন্তের স্বত্ত্বায় -
অতএব , দুঃখ দেখে লাভ নেই ,
দুঃখ পেয়ে লাভ নেই ।

মিথ্যে , মিথ্যে 
ভং ধরে করা কারসাজি, 
কাহারো এমন প্রতিবেদনে , কাহারো উত্তর - 
অন্ধকারে তলিয়ে আছে অসার বৃদ্ধতা ...
 ওদিকে ,
ঝড় তুলে দেওয়া মধ্যবিত্ত মুখে - 
" এ আর নতুন কি " সমাস ।
রাজা ঘোষণা করেন - 
প্রজা অসুখে তিনিও অসুস্থ বোধ করেন ,
এমন মন্তিরে তিনিও সভা ত্যাগী করেন । 
এমন সময়ে , 
অসুস্থ যুবক যুবতীকে টানতে টানতে রাস্তা ফাঁকা করেন ।

ওদিকে , ঝড় তুলে দেওয়া মধ্যবিত্ত মুখে - " এ আর নতুন কি " সমাস । রাজা ঘোষণা করেন - প্রজা অসুখে তিনিও অসুস্থ বোধ করেন , এমন মন্তিরে তিনিও সভা ত্যাগী করেন । এমন সময়ে , অসুস্থ যুবক যুবতীকে টানতে টানতে রাস্তা ফাঁকা করেন । #Bengali #yqdada #কবিতা #বাংলা #yqbengali #yqbangla

0 Love

27f0f7761bb8f76d1ce87ade6e7f8306

shuvabhattacharjee1996

ভোর চারটে পঞ্চাশ , অভিনন্দন ... একটা নতুন কবিতার জন্ম হয়েছে .. ইতিমধ্যে খবর ছড়িয়েছে , কবিতার প্রথম শব্দের বানান ভুল আর গড়নে যতিচিহ্নের ত্রুটি রয়েছে । সাহিত্যিকদের ভিড় জমেছে প্রচুর .. নতুন কবিতার জন্মে প্রথমে যে উত্তেজনা দেখা গেল , এখন তাই ক্রমে সমালোচনার অলিন্দনে হ্রাসমান । এর মধ্যে কিছু নাবালকের প্রবেশ - জানা গেল , " ও কবিতার ব্যাকরণগত দোষ আছে , শীগ্রই কাটাতে হবে .. নতুবা লেখকের বিপদ আসন্ন " লেখক যখন তার লেখা পড়া সবে শুরু করেছে .. ভিড়ে তখন আস্তে আস্তে শোনা গেল , " ওহে কি ভাষায় কবিতা শোনাও , আমরা এই ভাষা যে বুঝিনে " ক্রমে ক্রমে হিন্দী , তামিল , সংস্কৃত বিদ্বানরা নবজাতক কবিতা বয়কটের ডাক দেয় .. অতএব গত কয়েকরাতের পৃষ্টা নষ্টে যে কয়েক শব্দের কবিতা জন্মাল .. তা কেউ শুনলো না .. এরকমই আরও একটা কবিতা শুধুই অক্ষরসমস্টি হয়ে থাকল .. তার আর কবিতা হওয়া হল না .. ক বি তা ©

#bestyqbengaliquotes #yqdada #yqbaba #bengali #bangla
27f0f7761bb8f76d1ce87ade6e7f8306

shuvabhattacharjee1996

যুদ্ধ - বিরতি । যুদ্ধ - চুক্তি । এইসব কথার মাঝেও কেউ খোঁজ করে বিনোদনের রসদকে আবার কেউ মাঝে মাঝে " যুদ্ধ নয় শান্তি চাই " এর প্রতিবাদ মিছিলে হাঁটে । সৈনিকের ছেড়ে যাওয়া ঘর , বান্ধবী , ছেলে মেয়ের মধ্যেও কিছু একা থাকা সমাজশ্রেণী প্রেম খোঁজে । আচ্ছা , যুদ্ধ কি শুধুই সামরিক ? রোজ যুদ্ধই তো হচ্ছে । মানুষের সাথে মানুষের মনের , তাদের স্মৃতিচারণায় , কেউ বা ক্ষিধের অসুখে কেউ বা মনের সুখে .. মৃত্যু এখানেও আছে কেউ স্বেচ্ছামৃত্যু করে আবার কেউ জীবনযুদ্ধে অনতি নেয় অকাল সময়ে । তবে এই মৃত্যুর জন্য কেন জীবনকে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয় না ? কেন যুদ্ধে শরীরগুলোই প্রতিরোধী আর জীবন উদ্দ্যত সেনানী হয় ? কেন এই যুদ্ধ থামানোর জন্য কেউ মধ্যস্থতা করে না ? কেন সই হয় না শান্তি চুক্তির .. ওদিকে যুদ্ধে শিশুরা কান্না করছে , এই যেন অসম প্রতিযোগিতা চলছে প্রতিনিয়ত নিক্ষেপ হওয়া আঘাতের শব্দের সাথে তাদের চিৎকারের । বার্ধক্যভাতা পাওয়া বৃদ্ধ অস্ত্র তুলে নিয়েছে অস্তিত্ত্বের লড়াইয়ে ... কিন্তু যে চিৎকার রোজ রাতে শারীরিক নির্যাতনের হয় , যে বৃদ্ধ বিচারের আশায় ঘুরে ঘুরে চিতার দিকে এগিয়ে যায় .. তার খবর কে রাখে ?  ..  অস্তিত্ব , যুদ্ধ , জীবন জানিনা এরা সমোচ্চারিত কিনা .. জানিনা এই যুদ্ধের যতিচিহ্নে বিরাম আছে কিনা .. যুদ্ধ - প্রকারভেদ ।

#yqdada #yqbaba #yqdidi #bengali #bangla

যুদ্ধ - প্রকারভেদ । #yqdada #yqbaba #yqdidi #Bengali #Bangla

0 Love

27f0f7761bb8f76d1ce87ade6e7f8306

shuvabhattacharjee1996

দেওঘরের ওই সোঁদা মাটির পাড়ায় -
কোনো এক একচালা ঘরে আজ অনেক সুখ । ঘরের গায়ে গায়ে বেলুন দিয়ে সাজানো , পাড়ার কচিকাঁচাদের ভিড় , সবার মুখে মুখে একটাই কথা বাঙ্কু কোথায় ? আসলে আজ বাঙ্কুর জন্মদিন । কেক , উপহারের আর লোকের ভিড়ে ঘরের দেওয়াল তখন এদের অভ্যর্থনায় ব্যাস্ত । ঐ কোনায় একটা বুড়িকে দেখা যায় এক পা তুলে আর এক পা নামিয়ে এই সব কিছু দেখছে । তার মনে কি চলছে তা বোধহয় তিনিই জানতেন । এমতাবস্থায় লক্ষ্য করলাম ঘরে আগত অতিথিদের সবার সাথে কি যেন কথা বলছেন .. আমিও গেলাম .. বুড়ি চিনতে পারল , আমার মাথায় হাত বুলিয়ে তার পাশে বসালো । বলতে শুরু করল - " তোর দাদু যেদিন মারা গেছিল বলেছিল কেক খাবে , আমি কি আর জানতাম রে আমাকে ছেড়ে চলে যাবে । কিন্তু চলে গেল । বলেছিল আমায় না কাঁদতে । আমি কাঁদিনি । আমি চলে গেলে তোরা কি কাঁদবি ? " উত্তরে কি বলব বা বলা উচিত বুঝিনি । এমন সময় আশপাশের পাড়া পড়শীর কাকু কাকিমা আসতে শুরু করল । তাদের দেখেই বুড়ি বলতে শুরু করল - " আয় তোদের ভালো করে দেখি , আর কি দেখতে পারবো তোদের , ইত্যাদি ইত্যাদি । পাড়া পড়শীর অনেকে বলল প্রলাপ বকছেন কেউ বলছে মাথার সমস্যা দেখা দিয়েছে । সময় হল কেকও কাটা হল । সবাই যখন কেক পায়েস খেতে ব্যাস্ত তখনই বৌমা বলল - " মা তোমায় দুধ রুটি খেতে দি " , বুড়ি উত্তর দিল - 



 " না রে মা আজ আর খাবো না , তোরা কাঁদিস না । আমার মাথায় চুমু দিয়ে বুড়ি চলে গেল । পরের সকালে খবর এল , বুড়ি নেই । হয়ত মৃত্যুকে অনেক আগেই উপলব্ধি করেছিল .. হয়ত মৃত্যুর সাথে অনেক আগেই ঠিক হয়েছিল .. যাবার কাল , যাবার বেলা । কথা রাখা হয়নি কারোর । সেদিন সবাই খুব কেঁদেছিল .....

- ভারসাম্য 
শুভ ভট্টাচার্য্য ©

#yqbaba #yqdada #yqdidi #yqbengali #শব্দেরমেলায় #bengali

" না রে মা আজ আর খাবো না , তোরা কাঁদিস না । আমার মাথায় চুমু দিয়ে বুড়ি চলে গেল । পরের সকালে খবর এল , বুড়ি নেই । হয়ত মৃত্যুকে অনেক আগেই উপলব্ধি করেছিল .. হয়ত মৃত্যুর সাথে অনেক আগেই ঠিক হয়েছিল .. যাবার কাল , যাবার বেলা । কথা রাখা হয়নি কারোর । সেদিন সবাই খুব কেঁদেছিল ..... - ভারসাম্য শুভ ভট্টাচার্য্য © #yqbaba #yqdada #yqdidi #yqbengali #শব্দেরমেলায় #Bengali

0 Love

27f0f7761bb8f76d1ce87ade6e7f8306

shuvabhattacharjee1996

উষ্ণতার অনুভূতি , সত্যি আছে কি ?
হিমসরের নিয়মে জলবায়ু যদি মানুষ হয় ,
তবে তার আবহাওয়া কিসের অপেক্ষায় জীবন তৃষ্ণা খোঁজে ?
কখনো সমস্ত চতুর্ভুজে যদি একটা চির আঁকা যেত ,
গভীরতার নামে তলদেশ হাতড়াতে হাতড়াতে -
তাকে পড়বার প্রয়োজন হয়ত হত না ।
তুমি , হ্যাঁ হ্যাঁ তুমি ... কাকে অলঙ্কার বল ?
এ হেন উদাহরণে কেহ বা রূপের বর্ণন করে ,
কেহ বা পাতায় ব্লেড চালায় , শিল্পসত্ত্বার প্ল্যাকার্ড হাতে ।
উষ্ণতার নিয়ম আছে কি ?
কখনো বা পারদ সাঁতরে ছোঁয়া যায় ,
কখনো বা মেঝেতে পরে থেকে থেকে শরীরে মিলিয়ে যায় ।
হিসেব করেছি -
যদি যৌবনের লালসাকে উষ্ণতার পারদ বলে সমর্থন জানানো হয় ,
তবে , কয়লাখনিতে অথবা 
শ্রেনীস্বার্থ সুরক্ষার নামে দিনের পর দিন -
লোহা গলিয়ে মানুষ বাঁধবার যে শেকল তৈরী হয় ,
তা কি তুমি অস্বীকার কর - 
উষ্ণতার হিমাঙ্ক বলে ...
তা কি তুমি অস্বীকার কর - 
উষ্ণতার আবেগের নামে ..... উষ্ণতা ©

#yqbaba #yqdada #bengali #bangla #yqdidi #nostalgia #শব্দেরমেলায়

উষ্ণতা © #yqbaba #yqdada #Bengali #Bangla #yqdidi #Nostalgia #শব্দেরমেলায়

0 Love

27f0f7761bb8f76d1ce87ade6e7f8306

shuvabhattacharjee1996

এরপর ... এরপর কতগুলো লেখা শৈলনগরের শীততাপ নিয়ন্ত্রনে হারিয়ে ফেলতে হয় । কিছু লেখা সবাই বোঝে না , সবার প্রকাশের মত আলাদা আলাদা হয় । অতএব যেমনটা যেমনটা যার শুনতে ভালো লাগে আমরা সবসময় তেমনটা লিখতে পারি না । মস্তিষ্ক আর মন বড়ো বিচিত্র যেমন , কেহ নায়ক নায়িকার মিলনে সমালোচনায় উল্লাসে বলে - বিচ্ছেদেই প্রাপ্তি , হোক তাতে বিরহ , আমাদের কান্নার প্রলাপ পছন্দ । তেমনটাই সংলাপে " ঘৃনা , কুৎসিত , জঘন্য " ইত্যাদি ইত্যাদি শব্দের সমাহার যেন চিত্রের ও চিত্রকারের কদর বাড়িয়ে চলেছে বহুদিন , বহু প্রাচীন ধরে । সুখ কি ? এর উত্তরে ওরা বলে , সুখ ক্ষণস্থায়ী , অতএব সারমর্ম হিসেবে যদি যন্ত্রণা মেনে নেওয়া যায় তবে তাহা উপাদেয় এবং আকস্মিক ঘটনাবলীর অন্তঃসত্ত্বা জারজ । এরপর তারা স্ববাচ্য উপপাদ্য প্রমাণের প্রচেষ্টায় চিৎকার করে । এই বিশ্লেষণে তারা অতীতের সমস্ত অনাচার শ্লেষকে বর্তমান সহগের সাথে সমান করে দাবি করে -  পৃথিবীময় সমস্ত লিপ্সা শূন্যস্থান পূরনের চেষ্টা । ফলাফল অনভিপ্রেত , অনির্বাণ । শহরে শহরে দেখি ' একা , একা ' শব্দটি পরে , পাশে পরে আছে শূন্যস্থান .. শূন্যস্থান ।

#yqbaba #yqdada #yqdidi #bengali #bangla #kobita #শব্দেরমেলায়

শূন্যস্থান । #yqbaba #yqdada #yqdidi #Bengali #Bangla #Kobita #শব্দেরমেলায়

0 Love

27f0f7761bb8f76d1ce87ade6e7f8306

shuvabhattacharjee1996

কিছু কথা থাকতে পারে , এইটা মানসিক ব্যারাম বলা চলে অথবা প্রমত্ততা উন্মাশিকতা । অনেক কায়িক শ্রমের পর বাড়ি ফিরছি .. দেখলাম আকাশ নামের ছেলেটি বৃষ্টি নামের মেয়েটির জন্য সন্ধ্যার সাথে বাকযুদ্ধে জড়িয়েছে । বাড়ি ফিরে ঘুমের প্রয়োজন , তাদের অবেলার আমন্ত্রণ রক্ষা করতে না পেরে বাড়ি ফিরলাম । বিছানায় শরীর রাখতেই মনে হল , চোখ খুলে রাখাতেই ক্লান্তি মিটছে । অতএব শূন্য বৃত্তে নিজে প্রলাপ বকাটা সর্বোত্তম । 

বলে চললাম , কেমন অনুভূত হয় যখন তার আশেপাশে তুমি বলে চলেছ , ভালোবাসি ভালোবাসি . অথচ সে শুনতে পারছে না , বুঝতে পারছে না অথবা নিরুত্তর । সেদিন নিজে নিজে এই অসাড় অস্থিগুলো কলহ করছে । শান্ত করতে গেলে যথাযথ কারনের অভাবে বহিষ্কৃত হলাম । এইভাবেই কিছুক্ষণ । উঠলাম , বারান্দায় গিয়ে যে আকাশকে দেখলাম একে আমি চিনি না । এ আকাশ সন্ধ্যার রূপসজ্জায় , কুৎসিত । খানিকক্ষণ তাকিয়ে থাকার পর দেখলাম , টগর গুলো ঝড়ে ঝড়ে পড়ছে । নিজে নিজে আঁকতে শুরু করলাম একটা সমতল , একটা বক্রতল । যে প্রতিচ্ছবি আমার মাথায় আছে , তাতে খোঁপা বাঁধা চুল নেই । অতএব সমীকরণ বদলালাম , কিন্তু লাভ নেই । উত্তর শূন্য এসেছে , উত্তরমালায় নেই । কতদিন তল্লাশি মহামায়ার খোঁজে । এইভাবে অঘুমে অঘুমে অনিদ্রা উপাধি দেওয়া সন্ন্যাসীনি বোঝেনি ... আমার কল্পকথা । কল্পকথা 

অভিষিক্তা🍁  ধন্যবাদ বনু নতুন লেখায় উৎসাহিত করার জন্য

#yqbaba #yqdada #nostalgia #bangla #kobita #bengali #yqdidi

কল্পকথা অভিষিক্তা🍁 ধন্যবাদ বনু নতুন লেখায় উৎসাহিত করার জন্য #yqbaba #yqdada #Nostalgia #Bangla #Kobita #Bengali #yqdidi

0 Love

27f0f7761bb8f76d1ce87ade6e7f8306

shuvabhattacharjee1996

সময় প্রায় শেষতম । অতএব রাত্তিরে অসাড়তা অনাড়ম্বর অপলক জনজীবনে অস্পষ্টতা ক্রমশ স্পষ্ট । অন্তত এমত অবস্থায় অনেক অবহেলা প্রশ্রয় পেলেও সমস্তকে হেলায় সমাপ্ত করা যায় কি ? , এ রাত্তিরকে কেউ জনশূন্যতা নাম দেয় কেউ নিস্তব্ধ সমাসে অলঙ্কৃত করে । পথচারী পথহীনা , বৃক্ষ , ভিভৃক্ষ নিয়মে নিয়মে অন্ধকারে উৎসব করে । মানুষ আবার বিষাদের প্রলাপে উপহাস করে । কেহ নিজের কেহ ওপরের কেহ পূর্বসূরির কেহবা উত্তরসূরির । অনেকটা ক্ষীণ শব্দে যখন কারও সারা শহরে উত্তালতার আওয়াজ স্পষ্ট তখন কেহ অবচেতন , অসাড় আবার কারো অভিনয় । দেহ ভিন্ন ভিন্ন নাম পায় , কাজ পায় , তৃপ্ততা পায় .. শুধু এই রাত্তিরে শান্তি পায় না । কলমে কলমে অনেকটা শব্দ যখন বিস্তর মনে হয় , তার চেয়েও বেশি দ্রুত বাগ্মিতার চিৎকার , কলহ । রাত্তিরের নাম অভিসারিনী হলে ,অভিসার আমায় ক্ষমা করবে না । তবে না ঘুমিয়ে এ জীবন নিস্পলক কাটানো যায় কি .... ? অভিসারের অভিসারিনী ..

#yqbqba #yqdada #yqdidi #nostalgia #zindegiofficial #bengali

অভিসারের অভিসারিনী .. #yqbqba #yqdada #yqdidi #Nostalgia #zindegiofficial #Bengali

0 Love

27f0f7761bb8f76d1ce87ade6e7f8306

shuvabhattacharjee1996

সময়টা অন্যরকম , বছর কয়েক আগে .. দিকে দিকে ছাত্র রাজনীতি , মিটিং মিছিল , অবস্থান , বড়বাবু পুলিশ ভ্যান । তবে আমি আর সে বহুদূরে । জানি না ছাত্রকালে , ছাত্র সমস্যা কি বুঝতাম না .. নাকি বোঝবার চেষ্টা করতাম না ? । যাই হোক , সেদিনের কলেজ স্কোয়ার ছিল অন্যরকম , অশান্ত । একদল ছাত্র ছাত্রী DYFI SFI পতাকা হাতে ছাত্র রাজনীতি করছে আর একদল পুলিশ স্বভাবতই তাদের ক্ষোভকে বিক্ষোভে পরিণত হতে বাধা দিচ্ছে । এমত অবস্থায় আমার মন সেদিকে নেই । সে আর আমি সেখানে বসবার সিমেন্টের কাঠামোর ওপর বসে । সেদিনে তার মন ভালো ছিল না , গতকাল রাতে " রিত্ত " র সাথে তার একপ্রস্থ শব্দের কাটাকুটি হয়েছে । এ ঘটনা বিশেষ আলাদা কিছু নয় , তবে বিশেষ ছিল সেদিন অন্য কিছু .....
ক্রিয়াতে সে যখন তার মাথা আমার ঘাড়ে রেখে অসুস্থ মনকে সুস্থ করতে ব্যাস্ত তখন প্রতিক্রিয়ায় আমি নিস্পলক অন্য দিকে তাকিয়ে । ওদিকে দফায় দফায় ছাত্ররা চেঁচিয়ে উঠছে , মনে হল তাকে নিয়ে এইখানে থাকা নিরাপদ নয় । বাইরে বেরোতে চাইলে একজন কনস্টেবল বলল - " অন্দর বেঠো , বাহার মাত নিকলো " , নিরুপায় আমরা ভেতরে এসে বসলাম । তার ফোনটা বেজে উঠল , ওপাশ থেকে " রিত্ত " র বাকি কথাগুলো অস্পষ্ট হলেও তার উপসংহার বোধ করি সামান্য এরকম - " তুই কোথায় ? , তোর সাথে কে আছে ? , ওহ্  মৃন্ময় , আচ্ছা  - তুই ঐখান থেকে বেড়িয়ে আয় , আমি আসছি , দেখা করবো " ... এমনটা শোনবার পর আমি না শোনার ভানেই তাকে জিজ্ঞেস করলাম - কি বলল ? , সে বলল - দেখা করবে বলছে , কিন্তু ... আমার যে ইচ্ছে হচ্ছে না , যাবো ? ।। আমার হ্যাঁ বলাটা আবশ্যিক না বলার অধিকার নেই । অতএব যাবার কালে আমার হাতটা ধরে সে বলল - " যেতে মন চাইছে না , তুইও চল না রে " । প্রত্যুত্তরে ...." না , তুই যা , আমি আছি এইখানে , যাওয়ার টাকা আছে , না দেব ? " সে কিছুক্ষন তাকিয়ে ছিল আমার হাতটা ধরে , বোধহয় কিছু বলবে ... তবে সে কিছু বলল না , অনস্বর ...
          আস্তে আস্তে আমার চোখ ছাত্রদের দিকে , আমার দিকে কেউ ত

এমনটা শোনবার পর আমি না শোনার ভানেই তাকে জিজ্ঞেস করলাম - কি বলল ? , সে বলল - দেখা করবে বলছে , কিন্তু ... আমার যে ইচ্ছে হচ্ছে না , যাবো ? ।। আমার হ্যাঁ বলাটা আবশ্যিক না বলার অধিকার নেই । অতএব যাবার কালে আমার হাতটা ধরে সে বলল - " যেতে মন চাইছে না , তুইও চল না রে " । প্রত্যুত্তরে ...." না , তুই যা , আমি আছি এইখানে , যাওয়ার টাকা আছে , না দেব ? " সে কিছুক্ষন তাকিয়ে ছিল আমার হাতটা ধরে , বোধহয় কিছু বলবে ... তবে সে কিছু বলল না , অনস্বর ... আস্তে আস্তে আমার চোখ ছাত্রদের দিকে , আমার দিকে কেউ ত

0 Love

27f0f7761bb8f76d1ce87ade6e7f8306

shuvabhattacharjee1996

জীবেদের সংখ্যাগরিষ্ঠতায় , মানুষ সংখ্যালঘু । তেমনই ভালোদের চামড়ায় কালো , আর খারাপদের নাসিকারন্ধ্রে ভালো । এমনই বিবর্তনে কেহ শাসক কেহবা শাসনাধীন , কেহ প্রচারক আবার কেউ অনুগত । সব আকাশ নীল নয় , সব ঘাস সবুজ নয় । এমনতর সমতলে কোনো একদিন , বছর পঁচিশের কি ছাব্বিশের যুবকটি অনাহারে আছে । বাড়িতে মা আছে , বোন আছে.. শুধু শিক্ষা নেই । না লিখতে .. না শুনতে শুনতে নিজের নাম প্রায় স্নায়ু সামান্য । অতএব সামান্য রোজগারের আশায় কেহ সংগ্রাম করে নিমিত্তে সুখ খোঁজে কেহবা অসুখে পড়ে , অসভ্য হয়ে .. এমনই সংখ্যালঘু অর্থনীতিতে সেদিন যুবকটি অসুখে পড়ে কাহারো সাইকেল চুরি করে , কাহারো পকেট মারে । ইহা পর " নাগরিক রক্ষার সদস্য সদস্যা " ছুটে আসে .. প্রহার , গালিগালাজ , রাস্তার পাশে দর্শকের উচ্ছাস " আরো মারো "কেউ কেউ বক্তব্যের সমাসে - " মা বাবা চোর , ছোটলোক " ইত্যাদি প্রভৃতি । সংখ্যাগরিষ্ঠরা তখন তাদের আদালতে একতরফা বিচারে ব্যাস্ত । আর ওদিকে , দিনের পর দিন সাদা গাড়ি চড়ে , কেহবা সাদা বস্ত্র পড়ে মেহনতি মানুষদের চিবিয়ে খায় । নাগরিক অর্থ চুরি করে । নীরব জনতা তখন সান্ত্বনা দেয় -
" ওদের ক্ষমতায় এইটায় নিয়ম , যা খুশি তাই করতে পারে " । বিচারে তাদের গণপ্রহার হয় না । ইহাই ব্যতিরেক , তবে .... চোর কে ? .... চোর ©

Keya Das বনু অনেকটা স্নেহ রে , নতুন লেখায় উৎসাহিত করার জন্য ।

জায়গার অভাবে গদ্যাকারে লেখাটি লিখলাম । সকলকে ধন্যবাদ ।

#yqbaba #yqdada #yqdidi #zindegiofficial #bengali #nostalgia #bangla

চোর © Keya Das বনু অনেকটা স্নেহ রে , নতুন লেখায় উৎসাহিত করার জন্য । জায়গার অভাবে গদ্যাকারে লেখাটি লিখলাম । সকলকে ধন্যবাদ । #yqbaba #yqdada #yqdidi #zindegiofficial #Bengali #Nostalgia #Bangla

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile