শক্তি ছাড়া শিব অসম্পূর্ণ, শিব ছাড়া শক্তির শক্তি জীর্ণ। পুরুষ প্রকৃতি যে কখনো আলাদা নয়, দুজনের দুজনকেই দরকার হয়। অন্নপূর্ণা হয় সে ক্ষুদা তৃপ্ত করে, হাতের স্পর্শে বিষের বেগ আটকে দেয়। নিজের শরীর নীচে ফেলে শক্তিকে আটকায়, সমাধির মধ্যে থেকেও কালান্তর অপেক্ষা করে যায়। ©Ananta Dasgupta #devi #durga #Ardhanareeshwara #anantadasgupta #day2 #Bengali #BengaliPoem #bengaliquote