উত্তরপ্রদেশের হাসপাতালে আগুন লেগে মৃত ১০ শিশু, উদ্ধার কমপক্ষে ৩৭, দুর্ঘটনা কি শর্টসার্কিট থেকেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ ঝাঁসি মেডিক্যাল কলেজের এনআইসিইউ (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট)-তে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। হাসপাতালে আগুন লেগে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে। উদ্ধার করা হয়েছে কমপক্ষে ৩৭ শিশুকে। শুক্রবার রাতে ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকেই হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। ©BANGLE TIMES #UP