ভালোবাসার ধ্বংসাবশেষেও জেগে থাকে প্রেম। ঝোড়ো হাওয়া দিলে সেথা হতে উড়ে উড়ে আসে স্মৃতি, কতো লেখালেখি, কতোশত আবেগের ছড়াছড়ি.. চাইলেও জোর করে টানা যায় না যে ইতি।। © ©"বিলম্বিত-লয়" #Ruins