#শিরোনাম-#রাঙিয়ে_দাও অন্তর রাঙিয়ে দিতে পারো যদি প্রিয় তবেই আপন বলে পরিচয় দিও বাইরে রঙের ছটা নকল ফুলের মতো প্রাণহীন শরীরে অলংকার অর্থহীন কত ভালোবাসার জীবন ফুলের ন্যায় ফোটে আবার অকালে ঝরে যায় যদি ঝড়ে ওঠে ফুল ফুটে তার পিয়জনের চরণ পেতে চায় কেউ পারে যেতে কেউ পড়ে থেকে যায় ওগো প্রিয় বিরহ জ্বালায় জ্বলছে ভূবন সুন্দর ভূবনের সবাই চায় প্রিয়জনের মিলন প্রিয়জন প্রেমের সে তোমায় সৃষ্টি করেছে প্রিয়জন ভালোবাসার সে মধুর আস্বাদনে ভরেছে ভালোবাসার তৃষ্ণায় পিপাসু জগৎ আত্মা সচ্চিদানন্দ স্বরূপ ভাগবত প্রিয়জনের খোঁজে এদিক ওদিক কতই সন্ধানে খুঁজে দেখো প্রিয় হৃদয় গোপনে এসো প্রিয় রাঙিয়ে দাও হৃদয় রাজ্য মোর জাগিয়ে দাও নতুন দিগন্তে রঙের বসন্ত ভোর ©Mampu Koley #Happy_holi