Nojoto: Largest Storytelling Platform

পথগুলোয় ধূলো জমে ঘাস জমে প্রতিদিন । ডাইরিটাও মু

পথগুলোয় ধূলো জমে 
ঘাস জমে প্রতিদিন । 
ডাইরিটাও মুখ বাকায় 
গোলাপেও ছোপ পড়ে । 

পরে থাকে না 
নাতিশীতোষ্ণ প্রেমটা , 
ওরা বাঁচতে গিয়ে
তলিয়ে যায় 
দূর্বা ঘাসের ঘনত্বে ।

ছিটকিনিতেও ,
মরচে ধরে যায়  কয়েক ঝাঁক ।
অপেক্ষারাও সময় মোছে 
ধূসর বলতে শুধু ইত্তেফাক ।

©অতিরিক্ত ভদ্র ছেলে
  #Bengali_poem #Bengali 
#Love #SAD #Broken #yqdada