Find the Best Bengali_poem Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove shayari in bengali for girlfriend with the word nilanjana, love shayari in bengali for girlfriend, love quotes for him in bengali, bengali sad love quotes that make you cry, bengali sad poem of love,
Ananta Dasgupta
বলবে না কিছু? এই যে আর অন্যায় আবদার করি না। বলবে না কিছু? এই যে আর তোমার ওপরে অভিমান করি না। বলবে না কিছু? এই যে কখনো তোমার সময়ের দাবি করি না। বলবে না কিছু? এই যে তোমার সাথে ঝগড়া করি না। এই যে তুমি কি সুন্দর চুপচাপ আছো। এই যে আমি কি সুন্দর নিরব রয়েছি। কত কিছুই না জমা হয় রয়েছে যা বলা হয়নি বলবে না কিছু? ©Ananta Dasgupta #Bengali_poem #bengaliwriting
Ananta Dasgupta
White তুমি রাতের জ্যোৎস্না, আলোর মত আছ আমার অন্ধকারে রয়েছ কিন্তু একটা সময় ওবধি। তুমি কখনো গল্প, কখনো কবিতা, কখনো আবার লেখায় আছ আমার ইচ্ছায় রয়েছ কিন্তু একটা সময় ওবধি। শ্রেষ্ঠ কল্পনায় আছ, ভেজা চোখের স্বপ্নে আছ আমার সত্য জীবনে রয়েছ কিন্তু একটা সময় ওবধি। জানি! তোমার অনেক সীমানা আছে, মেনে নিলাম। জানি! অনেক কারণে ঘিরে ধরা তোমার ব্যস্ত জীবন, মেনে নিলাম। জানি! দেখা না পাওয়ার কারণ তোমার চারপাশের দেয়াল, মেনে নিলাম। সেই দেয়ালের বাইরে আমি ঘুরপাক খাওয়া এক পাগল। বেয়াদবি এতটা কি একবারে টেনে নিয়ে চলে যেতে পারে। ধৈর্য এতটা কি নিঃশব্দে শুধু অপেক্ষা করতে পারে। ©Ananta Dasgupta #love_shayari #Bengali_poem #bengaliwriting #bengaliquote
Ananta Dasgupta
হে গঙ্গা! বয়ে চলেছ তুমি শহরের পাস থেকে, শুধু বয়ে যাচ্ছ। কেন? কেউ রক্তে লাল হচ্ছে আর হাঁসছে পাশবিকতা, তুমি বয়ে যাচ্ছ। কেন? তোমার সামনে আগুনে দাহ করা হল, ভাসিয়ে দেয়া হল তোমার কোলে। তুমি নিরবে ধারণ করে নিলে সেই অস্থি আর বয়ে চলেছ। কেন? তুমি দেহ শুদ্ধ করলে কিন্তু সেই দেহ কারণ হল অপবিত্রতার। ওই অপবিত্রতার তুমি দেখলে নিরবে, তুমি বয়ে যাচ্ছ। কেন? আজ তোমার কিনারা ধরে পথে নেমেছে অনেক রাগ, অনেক প্রশ্ন। তুমি সবকিছু জেনে আসলে না, তুমি বয়ে যাচ্ছ। কেন? হুঙ্কার দাও নিজের স্রোতের, ভেঙে দাও সমস্ত ব্যবধান। এই অন্যায়ের জন্য তুমি শুরু কর যুদ্ধের অভিযান। ডুবিয়ে দম বন্ধ কর তাদের যারা অন্যায়ের সাথে দাঁড়িয়ে। অ্যাসিডে বদলাও নিজেকে, দাও হাড় অবধি জ্বালিয়ে। যদি বইতে তাহলে প্রলয়ের মত করে এবার বয়ে যাও। রুদ্র রুপ ধর নিজের, ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাও। আশা হারিয়ে যাচ্ছে দেবী, বিচার এবার শাস্তি দাও। নিজের হাতে বিচার নিয়ে তুমি তিলোত্তমা কে শান্তি দাও। ©Ananta Dasgupta #nojotopic #kolkatacase #JusticeAndRevenge #RGkar #revolution #anantadasgupta #Bengali_poem #bengaliquote
Satanik Sil
১ আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা । সরল মানুষ হাটে মাথায় বোঝা । রোজ রোজ কত শত , প্রেম ব্যাথা আর ক্ষত । লাল নীল জল গিলে , সব কথা ভুলে যায় । আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা । সরল মানুষ হাটে মাথায় বোঝা । ২ আমি পুলিশ হলে তোমার মাথায় বাড়ি । ল্যাম্পপোস্ট হলে তুমি রাতের শাড়ি । আমি সেফটি হলে তুমি ছুঁচালো পিন । তোমার আমার স্বপ্ন লেখে গ্রীন স্ক্রিন । ও...... ও...... ও...... তুমি ব্যস্ত ঘরে রাতে করছো মিটিং , টেবিলে খুলে এনগেজমেন্ট রিং । আমি টেডি বিয়ার কিনে বাড়ি ফিরি । এক ঘেয়েমি লাগে এই মার্বেল সিঁড়ি । রোজ রোজ কত শত প্রেম ব্যাথা আর ক্ষত এক ছোঁয়া বিছানায় সব কথা ভুলিয়ে দেয় । ৩ আমার পকেট মোটা, তুমি গিরগিটি । তোমার চোখের তলায় ব্ল্যাক কফি । ধুলোর শরীর চায় এক মুঠো ভাত । চার পায়ে খিদে মেটাও করে আঘাত । ও...... ও...... ও...... আমি বেকার ছেলেটার এক কাপ চা । গোল্ড ফ্লেক, পরিবার, নেকু প্রেমিকা । তোমার শরীর গেলে গোটা ইনস্টাগ্রাম । স্বাধীন ভারত রোজ ঠকে সেলাম । রোজ রোজ কত শত তুমি আমি হচ্ছি গত একটা চুমু খেতে খেতে সব কথা ভুলে যায় । আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা । সরল মানুষ হাটে মাথায় বোঝা । ©Satanik Sil আমি কাত হয়ে দেখি #bengali #bangla #song #Bengali_poem #banglakobita #nojotobangla #nojoto #lyrics #lonelynight
আমি কাত হয়ে দেখি #Bengali #Bangla song #Bengali_poem #banglakobita #nojotobangla nojoto #lyrics #lonelynight
read moreAnanta Dasgupta
সমস্ত সমস্যার সমাধান এই ছাই তে। সমস্ত বাধা মিটে যায় এই ছাই তে। এই ছাই থেকেই শুরু শেষের যাত্রা, নতুন করে শুরু হয় সব এই ছাই তে। কষ্ট নষ্ট হয়ে যায় এই ছাই তে। আশা, ভালবাসা, অপেক্ষা মুছে যায় এই ছাই তে। ছাই হতে হলে পুড়ে ছারখার হয়ে যাক সবকিছু আমার। ভস্ম আরতি হোক তোমার সেই ছাই তে। ©Ananta Dasgupta #shiva #omnamahshivaya #Shankar #anantadasgupta #Bengali_poem #Bengali #bengaliquote
Satanik Sil
১ যে ভাবে রং খসে তার কালচে চোখের উষ্ণতায় জেনে গেছি কত দাম হারিয়ে এই নিরবতায় ! যে ভাবে শব্দ ছুড়ে জুড়ছে ভাঙ্গা আয়না তোমার কাছে মূল্যহীন আমার সস্তার বায়না । যেখানে রোজ শঙ্খ ধ্বনি ঝোড়ো রাতের আগমনী কেড়ে নিয়ে শিরোমণি অন্ধ হয়ে যাই। (২) ২ নতুন নতুন আলো আসে দুপুরে উড়ে যায় হাত ফস্কে কোনো সুদূরে । সেই রোদের স্মৃতি আজও খুঁজছে মন বনফুলের কান্না কিংবা নূপুরে । ভেঙে ফেলি আতশ কাঁচের জানলা চোখেদের মাঝে মিথ্যে শত মামলা । চোখ পড়ে গেলেই রাজার কিস্তিমাত বেড়াজালে ঘুমিয়ে পড়ি একলা । সেখানে রোজ শঙ্খ ধ্বনি ঝোড়ো রাতের আগমনী কেড়ে নিয়ে শিরোমণি অন্ধ হয়ে যাই। (২) (Chorus) মুখ দেখে ভয় কাঁদে ঘরের আয়না । দাম পায়নি সস্তা কিছু রাতের বায়না । ©Satanik Sil বায়না | Bayna #Bengali #Bangla #bangali #Bengali_poem #banglakobita #Nojoto #Love #romance #Life #MereKhayaal
বায়না | Bayna #Bengali #Bangla #bangali #Bengali_poem #banglakobita #Love #romance Life #MereKhayaal
read moreAnanta Dasgupta
"তুই আমার মনে খুব কষ্ট দিলি!" "তুমি এই ভাবে কথা কেন বলছ, আমার ভাল লাগছে না!" "তুই খুব বাজে ভাবে কথা বলিস!" "তুই বলার আগে ভাবিস না, সামনের লোক কি ভাবে!" এরকম কিছু কথা শুনতে পাওয়া যায় প্রায়। কখনো ঘরের লোকেদের কাছে, কখনো বন্ধু কিংবা কোনো ভালবাসার মানুষের কাছে। কিছু কথা এত বেশি খারাপ লাগে যে অনেক সময় লেগে যায় সেটা আবার ঠিক করতে। কিন্তু কেউ ভাবে না, যেই মানুষ কখনো একটা জোর গলায় কথা বলে না, সে এত রুঢ় কেন হয়ে যায়। কারণটা খুবই সামান্য কিন্তু মাঝে মাঝে এই সামান্য জিনিস বুঝতে জীবন শেষ হয়ে যায়। কারন হল সেই সব পরিস্থিতি যেটা সহ্য করা হয়েছে। সেই সব চাপা কথা যা কখনো কোনো মর্যাদা পায়নি। সেই সব ব্যাধি যার উপচার কম, প্রচার বেশি হয়েছে। সেই সব জায়গা যেখানে ভেঙে পড়ার পরেও কেউ হাত বাড়িয়ে সামনে আসেনি। ©Ananta Dasgupta #essenceoftime #anantadasgupta #Bengali_poem #bengaliquote
Ananta Dasgupta
যদি পারো, এক বার কখনো মনে করে নিও, তারপর না হয় কাগজের মত ছিড়ে ফেলে দিও। বুঝতে পারবো আলাদা রাখছ কোন এক জায়গায়। যদি পারো, এক দিন আমার মত করে কাটিয়ে দেখো, তারপর না হয় ফিরে যেও নিজের সুখের সংসারে। মেনে নেব কিছুটা অংশ ছিলে আমার সাথে। যদি পারো, আমাদের কথা মুখস্থ রেখো পড়ার মত, তারপর না হয় নতুন জীবনের চাদর দিয়ে ঢেকে দিও। মনে করব স্মৃতি ভাগ করার মত জায়গা আছে আমার। যদি পারো, ঘরের জানলা থেকে তাকিয়ে দেখো আকাশে, তারপর না হয় নিজের মনের দরজার মত সেটাও আটকে দিও। জানব অল্প সময়ের জন্য হলেও দেখেছিলে আমাকে। যদি পারো, এক বার ঘুরে দেখো পিছনে ফিরে, তারপর না হয় কখনো দেখলেই না আর জীবনে। ধরে নেব একটু হলেও পিছুটান টা আছে তোমারও। যদি পারো, কখনো ভালবেসে দেখো আমার মত, তারপর না হয়ে করলে না কখনো কোন পরোয়া আর। জানতে পারব একবার হলেও কাছে গেছি তোমার। ©Ananta Dasgupta #anantadasgupta #Bengali_poem #bengalipoetry
#anantadasgupta #Bengali_poem #bengalipoetry
read moreJaya Mondal
বোকারা ভালবাসে #viral #poatry #Bengali_poem #viral_video #Youtube #jayamondal #jayarecitation
read more