‘আগে পরমাণু কেন্দ্র উড়িয়ে দিন, তবেই দমবে ইরান!’ ইজ়রায়েলকে পরামর্শ ডোনাল্ড ট্রাম্পের গত দু’সপ্তাহেরও বেশি সময় ধরে লেবাননে হিজ়বুল্লার সঙ্গে সংঘর্ষ চলছে ইজ়রায়েলের। হিজ়বুল্লার পাশে দাঁড়িয়ে ইজ়রায়েলে হামলা শুরু করে ইরান। ফলে এখন ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়েছে। শুধু হামলা করলেই হবে না, আগে পরমাণু কেন্দ্রে হামলা চালাতে হবে। আর সেখানে আঘাত করতে পারলেই ইরানের শিরদাঁড়া ভেঙে দেওয়া যাবে। ইজ়রায়েল-ইরান দু’দেশের সংঘাতের আবহে ইজ়রায়েলকে পরামর্শ দিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ©BANGLE TIMES #Donald_Trump #Iran_Israel_Conflict