Nojoto: Largest Storytelling Platform

স্বার্থপর তুমি সেইতো গেছো আমায় ছেড়ে, স্মৃতি গুলো

স্বার্থপর তুমি
সেইতো গেছো আমায় ছেড়ে, 
স্মৃতি গুলো আমায় দিয়ে,
চাহুনি আর কখনো ফিরে, 
তুমি আজ বাসা বেধেছো অন্যের নীরে,
বোঝনি কখনো অনুভূতি আমার,
অন্যের পানে চেয়েছিলো মন যে তোমার,
সর্বদা ভুল বুঝাবুঝির খেলায় আমায় জরিয়েছো,
তোমার যাকে প্রয়োজন তাকেইতো পেয়েছো।
আমার জীবনে এসেছিলে কেনো বলো?
বলেছিলেম কি? আমার সাথে কিছুটা পথ চলো?
ভালোবেসেও দমিয়ে রেখেছিলাম অনুভূতি, 
তোমায় বলে ঘটাতে চাইনি ভালোবাসার বিচ্যুতি,
কিন্তু তুৃমি এসেছিলে ভালোবাসার প্রদীপ নিয়ে,
আবার তুমি চলে গেলে এক রাশি অশ্রু দিয়ে,
তুমি অনেক সুন্দর অভিনয় জানো,
আমায় আহত করে তোমার স্বার্থ উদ্ধার হলো কোনো?
--অর্ণিল-- #স্বার্থপর_তুমি
#বাংলা_কাবিতা
#Bangla_poem
#nojoto
স্বার্থপর তুমি
সেইতো গেছো আমায় ছেড়ে, 
স্মৃতি গুলো আমায় দিয়ে,
চাহুনি আর কখনো ফিরে, 
তুমি আজ বাসা বেধেছো অন্যের নীরে,
বোঝনি কখনো অনুভূতি আমার,
অন্যের পানে চেয়েছিলো মন যে তোমার,
সর্বদা ভুল বুঝাবুঝির খেলায় আমায় জরিয়েছো,
তোমার যাকে প্রয়োজন তাকেইতো পেয়েছো।
আমার জীবনে এসেছিলে কেনো বলো?
বলেছিলেম কি? আমার সাথে কিছুটা পথ চলো?
ভালোবেসেও দমিয়ে রেখেছিলাম অনুভূতি, 
তোমায় বলে ঘটাতে চাইনি ভালোবাসার বিচ্যুতি,
কিন্তু তুৃমি এসেছিলে ভালোবাসার প্রদীপ নিয়ে,
আবার তুমি চলে গেলে এক রাশি অশ্রু দিয়ে,
তুমি অনেক সুন্দর অভিনয় জানো,
আমায় আহত করে তোমার স্বার্থ উদ্ধার হলো কোনো?
--অর্ণিল-- #স্বার্থপর_তুমি
#বাংলা_কাবিতা
#Bangla_poem
#nojoto