Nojoto: Largest Storytelling Platform
hasnayenornil2264
  • 196Stories
  • 3.8KFollowers
  • 1.9KLove
    39.3KViews

Hasnayen Ornil

একজন স্বপ্ন দেখার কারিগর

  • Popular
  • Latest
  • Video
785179bac9830539af9810c2f229d580

Hasnayen Ornil

White তুমি যদি জিজ্ঞেস করতে কেমন আছি?
ছুড়ে ফেলে দিতাম সব ঔষধ যা জমিয়ে রেখেছি।

©Hasnayen Ornil #sad_quotes
785179bac9830539af9810c2f229d580

Hasnayen Ornil

White আমি ভালোবেসে হারিনি,
 হেরেছি আমার স্বপ্নের কাছে,
আমি কখনো হারিয়ে গেলে,
 কেউ রাখবেনা আমায় স্মৃতির ভাজে,
আমি হেরেছি বারে বার,
হেরেছি নিজের অস্তিত্ব কে নিয়ে,
তোমরা চলে গেছো আমায় ভালোবাসার স্বপ্ন দিয়ে।

©Hasnayen Ornil
  আমার আক্ষেপ

#bengali #Poetry #writer #Poet #Kolkata #bengali #Kobita #poem #SAD #Feeling

আমার আক্ষেপ #Bengali Poetry #writer #Poet #Kolkata #Bengali #Kobita #poem #SAD #Feeling

785179bac9830539af9810c2f229d580

Hasnayen Ornil

White তোমার থেকে আড়াল করি নিজেকে, 
যেনো আবারো হারিয়ে না যাই তোমাতে,
মস্তিষ্ক কে বোঝাতে গিয়ে, মনে যে কষ্ট পাই, 
কেনো ভুলতে পারিনা তোমায়? 
কেনো আজ তোমার খেয়াল আমায় বেখেয়াল করে, 
আমি আজ তছনছ, তোমার ভালোবাসার ঝরে।

©Hasnayen Ornil
  তোমার খেয়ালে
#sad_shayari #poetry #poem #banglapoetry #kobita #Shayar #love

তোমার খেয়ালে #sad_shayari #Poetry #poem #BanglaPoetry #Kobita #Shayar love

785179bac9830539af9810c2f229d580

Hasnayen Ornil

"আমি ভালোবেসে যে সব হারালাম,
নেইতো কিছু হারাবার"

#Song  #cover #love #romance #poem #poatry #Bengali #different #touch #SAD

"আমি ভালোবেসে যে সব হারালাম, নেইতো কিছু হারাবার" Song #cover love #romance #poem #poatry #Bengali #different #touch #SAD #Videos

785179bac9830539af9810c2f229d580

Hasnayen Ornil

আবেদন

ভালো না হয়, না বাসলে আমায়,
ভালো তোমায় বাসতে দিয়ো,
তোমার পাশে দাড়াতে না দিলেও,
তোমার পিছনে হাটঁতে দিয়ো,
স্বপ্নে তো তোমার রাখবেনা আমায়,
আমার স্বপ্নে, তুমি থেকো প্রিয়ো,
কখনো তোমার ইচ্ছে হলে,
তোমার গল্পে আমায় যায়গা দিয়ো।

©Hasnayen Ornil #teatime
785179bac9830539af9810c2f229d580

Hasnayen Ornil

আমি হারিয়ে যাওয়ার মানে খুঁজতে গিয়ে,
পেলাম তোমায় আমার মনের নীড়ে,
আমি আধাঁরে ময়ূখ সন্ধানী হয়ে,
 সন্তুষ্টি পাই তোমার হাসির অবাধ বিচরণে।

তোমার উপস্থিতি ভালো রাখে আমায়,
আমার একাকিত্ব তোমার গল্প শোনায়,
তুমি আমার না হয়ে, অন্য কারো হলে,
আমি হাসি মুখে, হারাবো তোমায় না বলে।

©Hasnayen Ornil #Exploration
785179bac9830539af9810c2f229d580

Hasnayen Ornil

আনন তোর জন্য

ভাই তোকে ছাড়া প্রথম নতুন বর্ষে দেখবো,
তোর জন্য কিছু ছন্দ আজ মিলাবো,
৫ বছর ৫ দিনের ছোট তুই আমার,
গানে সুরে মন ভরাতিস তুই সবার,
আমার জামা কাপড়ে ছিলো বেশ নজর তোর,
কত ঝগড়া না হয়েছে আমাদের জোর সোর,
হঠাৎ করে কেমনে যেনো বড় হয়ে গেলি,
বুদ্ধিমত্তায় আমাকে পিছপা করে দিলি,
দেশের পতকা সামনে নিয়ে নৌবাহিনীতে গেলি,
এত দায়িত্ব ছোট্ট একটা কাঁধে কীভাবে নিলি?
আমি জানি তুই পাড়বি, তোর গন্তব্য ছুঁতে,
আমি জানি তুই ধৈর্য দিয়ে পাড়বি রুক্ষতে, 
তোর জন্য দোয়া অবিরত,
এগিয়ে যা তুই লক্ষ নিয়ে ঝড়ের মত।

©Hasnayen Ornil
785179bac9830539af9810c2f229d580

Hasnayen Ornil

মধ্যরাতের ছড়া

আমার কাছে যদি ক্ষমতা থাকতো,
তোমার সব বিষন্নতার কারণ গুলো মিটিয়ে দিতাম,
আমার কাছে  যদি ক্ষমতা থাকতো,
তোমার গল্পে এক পশলা সুখের বৃষ্টি নামাতাম,
আমার কাছে  যদি ক্ষমতা থাকতো,
তাহলে নিজেকে অনেক দূরে সরিয়ে নিতাম।

কেননা তোমার গল্পে এখন আমি নেই,
যে আছে সে এক স্বার্থপর অতীত, 
যা ভুলতে তুমি পারবে না,
তুমি আমায়ও আপন করবে না।

আমি না হয় সেদিন তোমার সাথেই হাসবো,
যেদিন বলবে তোমারা ইচ্ছে গুলো পূর্ণতা পেয়েছে, 
আমি না হয় সেদিন আমার অপেক্ষাকে অবসরে পাঠাবো,
যেদিন দেখবো তোমায় কেউ আমার চেয়েও বেশি  ভালো বেসেছে।

©Hasnayen Ornil মধ্যরাতের ছড়া
#কবিতা #ছড়া #fyp

মধ্যরাতের ছড়া #কবিতা #ছড়া fyp

785179bac9830539af9810c2f229d580

Hasnayen Ornil

নির্লজ্জ অনুভূতি 

জানিস? সে দিন আমি এনেছিলাম এক কথার ঝুলি,
তোকে দেখে ভুলে যাইতো এখন গোছানো বাক্য গুলি,
তাই ভেবেছিলাম লিখেই ফেলি, 
নয়তোবা কখন আবার তোকে দেখে পটল তুলি।

হয়তোবা সেদিন আমার শব্দ গুলো তোর কাছে গুরুত্বপূর্ণ ছিলো না,
হাজারো চেষ্টা করে, বক্য গুলো সঠিক মুহূর্ত পেলো না,

তোর কাছে অতৃপ্ত পঙ্কতি গুলো আজ একটু সময় চায়,
তোর অবহেলা গুলো অপেক্ষার প্রহর গোনায়,
নিজ অস্তিত্ব হারিয়ে আমি, আজ নির্লজ্জতার প্রান্ত চূড়ায়,
তোর নিষ্ঠুরতায় চোখের কোনে শিশির জমায়।

©Hasnayen Ornil নির্লজ্জ অনুভূতি

নির্লজ্জ অনুভূতি #শায়রি

785179bac9830539af9810c2f229d580

Hasnayen Ornil

পনেরো পক্ষ 

আমার কী পাপ ছিলো, সাক্ষাৎ এর আবেদন করা তোমায়?
পনেরো পক্ষ ধরে অপেক্ষায় রেখেছো আমায়,
কতবার বারণ করেছি নিজেকে জানো? জিজ্ঞাসা করবো না আর,
তবুও কেনো জানি, হেরেছি প্রতিবার,
কৃষ্ণচূড়া হয়ে বসন্তের শেষ ক্ষনে আসবে কী একবার তুমি?
তোমার হাসির অপেক্ষায় সহস্র পক্ষ পার করে দিবো আমি,
মেঘ বিলাসী আলসে মেয়ে, দেখা দিতে চাওনা কেনো আমায়,
আমার অনুভূতির উপসংহার তোমার হাসির ভাষায়,
তুমতো মনে করো গল্প আমাদের ভিন্ন, 
তবুও মনে রেখো এক কবির ভালোবাসা ছিলো তোমার জন্য।

©Hasnayen Ornil #phool
loader
Home
Explore
Events
Notification
Profile