Nojoto: Largest Storytelling Platform

সবাই সমান? ----------------------- যতই বলি সবাই সম

সবাই সমান?
-----------------------
যতই বলি সবাই সমান,
সত্যিই কি তাই?
নিজের সাথে হলে বুঝতে পারি,
বিভেদ আছে ভাই।

আইনের চোখে আলাদা নয়,
সবাই নাকি সমান।
দরিদ্ররা বিচার চাইলে,
হারিয়ে যায় প্রমাণ।

সবাই বলে মেয়ে, বৌমা,
আলাদা হয় নাকি।
কিন্তু দিনের শেষে বৌমাই ধরে,
রান্নাঘরের ব্যালন চাকী ।

বিয়ের সময় মেয়ের বাড়ি,
কত পন দেয়।
বিয়ে নাকি ব্যাচা ,কেনা।
সেটাই বোঝা দায় ।

তাই সবাই কি সমান?
সেটা  দেখো ভেবে।
অপেক্ষা করি সেই দিনের,
যেদিন সেটা সত্যিই হবে।

©Arundhuti Biswas
  #equality