Nojoto: Largest Storytelling Platform

সেবার হোলিতে যখন হঠাৎ করেই চিরঞ্জীবের রাঙা আঙুল অপ

সেবার হোলিতে যখন হঠাৎ করেই চিরঞ্জীবের রাঙা আঙুল অপুর সিঁথি ছুঁয়েছিল; সেদিন ওই ধবধবে গালে যে রামধনু দেখা গিয়েছিল, আজ কেন তা নেই!

আজ অপুর বিয়ে; না চিরঞ্জীব নয়, বেকারত্বের বিভীষিকা যে এখনও বিদ্যমান।

গোধূলির শঙ্খধ্বনিও বুঝি আজ তার 'অপরাজিতা' নামটিকে নিয়ে তীব্র পরিহাসে ব্যস্ত।
     #বিদ্যাসাগরস্মরণে #আলাপ #aalap
সেবার হোলিতে যখন হঠাৎ করেই চিরঞ্জীবের রাঙা আঙুল অপুর সিঁথি ছুঁয়েছিল; সেদিন ওই ধবধবে গালে যে রামধনু দেখা গিয়েছিল, আজ কেন তা নেই!

আজ অপুর বিয়ে; না চিরঞ্জীব নয়, বেকারত্বের বিভীষিকা যে এখনও বিদ্যমান।

গোধূলির শঙ্খধ্বনিও বুঝি আজ তার 'অপরাজিতা' নামটিকে নিয়ে তীব্র পরিহাসে ব্যস্ত।
     #বিদ্যাসাগরস্মরণে #আলাপ #aalap