Nojoto: Largest Storytelling Platform

বৃষ্টি হালকা থামল আর বসন্ত এসে দাড়াল বিনোদিনীর সা

বৃষ্টি হালকা থামল আর বসন্ত এসে দাড়াল বিনোদিনীর সামনে। প্রায় ৫ মাস পর তাদের দেখা। এখন দুজনে তো কলেজে নেই কি দেখা হলেই কাঁধে হাত রেখে ঘুরবে। বিনোদিনী বসন্ত কে দেখে নিজের ভিতরে ওঠা আগ্রহ টা কে চেপে রাখার প্রবল চেষ্টা করছে। অন্তত সফল হতে পেরেছে। 

"তুই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস?" বসন্ত জিজ্ঞাসা করল। 
"এই ধর, আধা ঘন্টা হয়েছে। কেমন আছিস?" বিনোদিনী হালকা গলায় বলল। 
"কেমন আর থাকব। অফিস থেকে ঘর, ঘর থেকে অফিস। ব্যস!" বলতে বলতে বসন্তের নজর পড়ল বিনোদিনীর পায়ের দিকে। ওর পা হাঁটুর নিচ থেকে ভিজে গেছে গাড়ির জল লেগে। 

"এই বোকা! তুই এই ভাবে নিজেকে ভিজিয়েছিস। আর কোনো জায়গা পেলিনা দাড়ানোর জন্য?" বসন্ত চোখ ঘুড়িয়ে দেখল বাজারের মাঝে সব জায়গা তেই জল থই থই করছে। কাচুমাচু মুখ করে আবার তাকাল বিনোদিনীর দিকে। 

"হয়ে গেছে মুআয়না করা?" বিনোদিনী একটা হালকা হাঁসি দিল। "আসলে এখানে দাড়ানোর বেশি জায়গা ছিল না যখন আমি আসি। আর বন্ধুর জন্য না হয় একটু জলে দাড়ালাম।" 

"বাবা! মেয়ে বড় হয়ে গেছে।" বলে মুখটা কাছে নিয়ে গেল বিনোদিনীর কাছে। 
"কি দেখছিস?" বিনোদিনী আশ্চর্য ভাবে তাকিয়ে বলল। 
"বিনোদ, তুই শেভ করে এসছিস না?" বসন্তের এই কথা বলতেই চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দিল বিনোদিনী। 
"বলবি আর?" 
"হ্যাঁ! আরও বলব।" বলতেই আবার এক ঘা পিঠের মধ্যে। 
"উফ। একটা গুন্ডি হয়ে গেছিস। একটাও কিছু কিনে দেব না আজকে।" পিঠে হাত বুলাতে বুলাতে বসন্ত বলল। 
"তোর ঘাড়ে কটা মাথা আছে দেখি!" ব্যাগটা বসন্তের হাতে ধরিয়ে বলল বিনোদিনী। তাদের ভিতরের জমাট এবার পুরোপুরি কেটে গেছে। 
"একটাই আছে রে। তোর মত রাবণ নই আমি।" বসন্ত কে জোরে চিমটি কাটল। 
"ছাড় ছাড়, লাগছে।" প্রায় অনেকটাই মার খাওয়ার পরে বসন্ত বিনোদিনীর হাত ধরে রাস্তা পার করল। বিনোদিনী বন্ধু আর ভালোবাসার ঢেউয়ের মধ্যে দিয়ে ভেসে চলেছে। তার চোখের এক কোনায় জল যেটা বসন্তের তাকানোর আগেই মুছে ফেলে। 

"মা গো। মেরে ফেলল।" বসন্ত বিড়বিড় করে বলল ওর দিকে তাকিয়ে। 
"বেশ করেছি। তোকে লিস্ট পাঠিয়েছি আজকের জন্য।" বিনোদিনী এক গাল হাঁসি নিয়ে বলল। বসন্ত আগেই লিস্ট দেখে নিয়েছিল। একটা কানের দুল, এক কাপ চা, একটা একটা নুপুর, একটা গল্পের বই আর একটা গোলাপ।

©Ananta Dasgupta #anantadasgupta #FriendshipDay #bengalistory #bengaliwriter
বৃষ্টি হালকা থামল আর বসন্ত এসে দাড়াল বিনোদিনীর সামনে। প্রায় ৫ মাস পর তাদের দেখা। এখন দুজনে তো কলেজে নেই কি দেখা হলেই কাঁধে হাত রেখে ঘুরবে। বিনোদিনী বসন্ত কে দেখে নিজের ভিতরে ওঠা আগ্রহ টা কে চেপে রাখার প্রবল চেষ্টা করছে। অন্তত সফল হতে পেরেছে। 

"তুই কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস?" বসন্ত জিজ্ঞাসা করল। 
"এই ধর, আধা ঘন্টা হয়েছে। কেমন আছিস?" বিনোদিনী হালকা গলায় বলল। 
"কেমন আর থাকব। অফিস থেকে ঘর, ঘর থেকে অফিস। ব্যস!" বলতে বলতে বসন্তের নজর পড়ল বিনোদিনীর পায়ের দিকে। ওর পা হাঁটুর নিচ থেকে ভিজে গেছে গাড়ির জল লেগে। 

"এই বোকা! তুই এই ভাবে নিজেকে ভিজিয়েছিস। আর কোনো জায়গা পেলিনা দাড়ানোর জন্য?" বসন্ত চোখ ঘুড়িয়ে দেখল বাজারের মাঝে সব জায়গা তেই জল থই থই করছে। কাচুমাচু মুখ করে আবার তাকাল বিনোদিনীর দিকে। 

"হয়ে গেছে মুআয়না করা?" বিনোদিনী একটা হালকা হাঁসি দিল। "আসলে এখানে দাড়ানোর বেশি জায়গা ছিল না যখন আমি আসি। আর বন্ধুর জন্য না হয় একটু জলে দাড়ালাম।" 

"বাবা! মেয়ে বড় হয়ে গেছে।" বলে মুখটা কাছে নিয়ে গেল বিনোদিনীর কাছে। 
"কি দেখছিস?" বিনোদিনী আশ্চর্য ভাবে তাকিয়ে বলল। 
"বিনোদ, তুই শেভ করে এসছিস না?" বসন্তের এই কথা বলতেই চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দিল বিনোদিনী। 
"বলবি আর?" 
"হ্যাঁ! আরও বলব।" বলতেই আবার এক ঘা পিঠের মধ্যে। 
"উফ। একটা গুন্ডি হয়ে গেছিস। একটাও কিছু কিনে দেব না আজকে।" পিঠে হাত বুলাতে বুলাতে বসন্ত বলল। 
"তোর ঘাড়ে কটা মাথা আছে দেখি!" ব্যাগটা বসন্তের হাতে ধরিয়ে বলল বিনোদিনী। তাদের ভিতরের জমাট এবার পুরোপুরি কেটে গেছে। 
"একটাই আছে রে। তোর মত রাবণ নই আমি।" বসন্ত কে জোরে চিমটি কাটল। 
"ছাড় ছাড়, লাগছে।" প্রায় অনেকটাই মার খাওয়ার পরে বসন্ত বিনোদিনীর হাত ধরে রাস্তা পার করল। বিনোদিনী বন্ধু আর ভালোবাসার ঢেউয়ের মধ্যে দিয়ে ভেসে চলেছে। তার চোখের এক কোনায় জল যেটা বসন্তের তাকানোর আগেই মুছে ফেলে। 

"মা গো। মেরে ফেলল।" বসন্ত বিড়বিড় করে বলল ওর দিকে তাকিয়ে। 
"বেশ করেছি। তোকে লিস্ট পাঠিয়েছি আজকের জন্য।" বিনোদিনী এক গাল হাঁসি নিয়ে বলল। বসন্ত আগেই লিস্ট দেখে নিয়েছিল। একটা কানের দুল, এক কাপ চা, একটা একটা নুপুর, একটা গল্পের বই আর একটা গোলাপ।

©Ananta Dasgupta #anantadasgupta #FriendshipDay #bengalistory #bengaliwriter
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon26