Nojoto: Largest Storytelling Platform

প্রকৃতি প্রকৃতি তুমি বড়োই ভাবাও, কখনো হাসাও, কখনো

প্রকৃতি

প্রকৃতি তুমি বড়োই ভাবাও,
কখনো হাসাও, কখনো কাঁদাও,
রাত্রি যখন গুমোট বাধে,
মস্তিষ্কে তখন স্বপ্ন রাধে,
সূর্য যখন প্রকট হাসি দেয়,
জীবন তখন জীবিকার সাধ নেয়,
প্রাণ যখন ক্লান্তি ঘুচাতে চায়,
বিকালের মৃদু হাওয়ায় প্রশান্তি খুজেঁ পায়।
প্রকৃতি তুমি বেজায় দুষ্ট,
তোমার মাঝে লুকিয়ে রাখো হাজারো দেয়া কষ্ট। #প্রকৃতি
প্রকৃতি

প্রকৃতি তুমি বড়োই ভাবাও,
কখনো হাসাও, কখনো কাঁদাও,
রাত্রি যখন গুমোট বাধে,
মস্তিষ্কে তখন স্বপ্ন রাধে,
সূর্য যখন প্রকট হাসি দেয়,
জীবন তখন জীবিকার সাধ নেয়,
প্রাণ যখন ক্লান্তি ঘুচাতে চায়,
বিকালের মৃদু হাওয়ায় প্রশান্তি খুজেঁ পায়।
প্রকৃতি তুমি বেজায় দুষ্ট,
তোমার মাঝে লুকিয়ে রাখো হাজারো দেয়া কষ্ট। #প্রকৃতি