Nojoto: Largest Storytelling Platform

জীবনের শুধু একটিবার, মন খুলে তোকে কাছে ডেকেছিলাম।

জীবনের শুধু একটিবার,
মন খুলে তোকে কাছে ডেকেছিলাম।
তোর সান্নিধ্যের সুগন্ধ কে,
দুবাহুতে জড়িয়ে গন্ধে মেতে ছিলাম।
মনের অতীতের ঝুল গুলি
পরিষ্কার করে, তোর আহবানে মেতেছিলাম।
আজ জানতে পারলাম,
সম্পূর্ণটা ঘটনাটি ছিল তোর ছলনা।
ভুলতে চাই সবকিছুই,
কিন্তু তা কি আর সম্ভব বলে মনে হয়।
তবুও চেষ্টা চালিয়ে যাওয়া,এবং
 মনের দুয়ার খুলে না-পাওয়াকেই কাছে চাওয়া।। জীবনে সুখ-দুঃখ আসাটা স্বাভাবিক, কিন্তু যখন অনবরত দুঃখের সম্মুখীন হতে হয়, তখন যেন এক সময় মনে হয়। এ পৃথিবীতে ‘সুখ' নামক বস্তুটি আমার জন্য নয়।😔😔😔
#স্বপ্নরুদ্রেক 
#কলমসাথী 
#সুখ_দুঃখ 
#মনখারাপি_কথা 
#yqbaba
জীবনের শুধু একটিবার,
মন খুলে তোকে কাছে ডেকেছিলাম।
তোর সান্নিধ্যের সুগন্ধ কে,
দুবাহুতে জড়িয়ে গন্ধে মেতে ছিলাম।
মনের অতীতের ঝুল গুলি
পরিষ্কার করে, তোর আহবানে মেতেছিলাম।
আজ জানতে পারলাম,
সম্পূর্ণটা ঘটনাটি ছিল তোর ছলনা।
ভুলতে চাই সবকিছুই,
কিন্তু তা কি আর সম্ভব বলে মনে হয়।
তবুও চেষ্টা চালিয়ে যাওয়া,এবং
 মনের দুয়ার খুলে না-পাওয়াকেই কাছে চাওয়া।। জীবনে সুখ-দুঃখ আসাটা স্বাভাবিক, কিন্তু যখন অনবরত দুঃখের সম্মুখীন হতে হয়, তখন যেন এক সময় মনে হয়। এ পৃথিবীতে ‘সুখ' নামক বস্তুটি আমার জন্য নয়।😔😔😔
#স্বপ্নরুদ্রেক 
#কলমসাথী 
#সুখ_দুঃখ 
#মনখারাপি_কথা 
#yqbaba