Nojoto: Largest Storytelling Platform

মহারাষ্ট্রে এনডিএ, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’, দুই রাজ্যে

মহারাষ্ট্রে এনডিএ, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’, দুই রাজ্যে প্রতিষ্ঠান-বিরোধিতা উড়িয়ে শাসকের প্রত্যাবর্তন

এ বার মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের বিধানসভা ভোট কিংবা বাংলা-সহ আরও ১৪টি রাজ্যের লোকসভা-বিধানসভা উপনির্বাচনে প্রতিষ্ঠান বিরোধিতার কোনও চিহ্ন দেখা যায়নি।

লোকসভা ভোটের ছ’মাসের মধ্যে পর পর উত্তর এবং পশ্চিম ভারতের দুই রাজ্যে রাজনৈতিক আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে ফেলল বিজেপি। অক্টোবরে হরিয়ানার পর নভেম্বরে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে দুরমুশ করল বিরোধীদের। লোকসভা ভোটে ওই দুই রাজ্যেই বিরোধীদের কাছে ধাক্কা খেয়েছিল তারা। কিন্তু তাদের অশ্বমেধের ঘোড়া থেমে গিয়েছে পূর্ব ভারতে এসে। ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’র কাছে পর্যুদস্ত নরেন্দ্র মোদী-অমিত শাহের দল। অথচ লোকসভা ভোটে আদিবাসী প্রভাবিত ওই রাজ্যে জয় পেয়েছিল তারা।

©BANGLE TIMES #Assembly_Election_2024
মহারাষ্ট্রে এনডিএ, ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’, দুই রাজ্যে প্রতিষ্ঠান-বিরোধিতা উড়িয়ে শাসকের প্রত্যাবর্তন

এ বার মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের বিধানসভা ভোট কিংবা বাংলা-সহ আরও ১৪টি রাজ্যের লোকসভা-বিধানসভা উপনির্বাচনে প্রতিষ্ঠান বিরোধিতার কোনও চিহ্ন দেখা যায়নি।

লোকসভা ভোটের ছ’মাসের মধ্যে পর পর উত্তর এবং পশ্চিম ভারতের দুই রাজ্যে রাজনৈতিক আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করে ফেলল বিজেপি। অক্টোবরে হরিয়ানার পর নভেম্বরে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে দুরমুশ করল বিরোধীদের। লোকসভা ভোটে ওই দুই রাজ্যেই বিরোধীদের কাছে ধাক্কা খেয়েছিল তারা। কিন্তু তাদের অশ্বমেধের ঘোড়া থেমে গিয়েছে পূর্ব ভারতে এসে। ঝাড়খণ্ডে ‘ইন্ডিয়া’র কাছে পর্যুদস্ত নরেন্দ্র মোদী-অমিত শাহের দল। অথচ লোকসভা ভোটে আদিবাসী প্রভাবিত ওই রাজ্যে জয় পেয়েছিল তারা।

©BANGLE TIMES #Assembly_Election_2024
bangletimes2800

BANGLE TIMES

New Creator