এই পৃথিবীতে তোমার দরকার সবার পড়বে। সেটা তার নিজে

এই পৃথিবীতে তোমার দরকার সবার পড়বে। 
সেটা তার নিজের ভালোর জন্য হোক বা অন্যর জন্য। 
কিন্তু না আমি এত মহান, না আমার মন এত বিশাল। আমি তোমার জন্য স্বার্থপর আছি, আগেও থাকবো। 
তোমার স্নেহ, ভালবাসার ‌কোটা সবার সাথে সেরে নাও। 
হয়তো, আমি যদি পৃথিবীর শেষ লোক হব যার ওপর তোমার নজর যাবে। 
হয়তো, তোমাকে দেখার জন্য জন্ম কম পড়ে যাবে। 
কিন্তু যেই দিন তুমি আসবে আমার কাছে, সেখান থেকে দূরে যেতে দেবো না, চাহে কিছু হয় যাক। 
আমি এতটা স্বার্থপর তোমার জন্য।

©Ananta Dasgupta #anantadasgupta #Siva #Pinterest #myife #mylove #Bengali_poem #bengalicommunity
এই পৃথিবীতে তোমার দরকার সবার পড়বে। 
সেটা তার নিজের ভালোর জন্য হোক বা অন্যর জন্য। 
কিন্তু না আমি এত মহান, না আমার মন এত বিশাল। আমি তোমার জন্য স্বার্থপর আছি, আগেও থাকবো। 
তোমার স্নেহ, ভালবাসার ‌কোটা সবার সাথে সেরে নাও। 
হয়তো, আমি যদি পৃথিবীর শেষ লোক হব যার ওপর তোমার নজর যাবে। 
হয়তো, তোমাকে দেখার জন্য জন্ম কম পড়ে যাবে। 
কিন্তু যেই দিন তুমি আসবে আমার কাছে, সেখান থেকে দূরে যেতে দেবো না, চাহে কিছু হয় যাক। 
আমি এতটা স্বার্থপর তোমার জন্য।

©Ananta Dasgupta #anantadasgupta #Siva #Pinterest #myife #mylove #Bengali_poem #bengalicommunity