Nojoto: Largest Storytelling Platform

তুমি যেমনই দেখতে হও, লম্বা বা বেঁটে সুন্দর কুৎসিত

তুমি যেমনই দেখতে হও, লম্বা বা বেঁটে 
সুন্দর কুৎসিত, ফর্সা বা কালো..
কুছ পরোয়া নেই, এই স্থানে
জানবে সব মানিয়ে যাবে ভালো।
হাজার লাইক, বাহবা পাবে তোমার লুক
...........
হুম্ এর নাম যে ফেসবুক.. 

যদি অন্য কিছু কিছু চাও
চাইবার তো অনেক কিছুই থাকে..
পেয়ে যাবে, আমি বলছি যাবে পেয়ে
খাদ্য, খাদক বা যা চাইবে যাকে তাকে।
নিমেষের মাঝে করে দিতে পারো বুক
............
হুম্ বাবা এর নাম যে ফেসবুক..

ধরো তুমি চাইলে যেতে বাইরে কোথাও
সাইবেরিয়ায়, বা অন্য কোনোখানে..
ভাবছো কি অত!! ভাববার কিছু নেই
একটিবার বলেই দেখ না এইখানে।
সাথে সাথে সঙ্গী হবে অনেকে, করবে দেখ হুক
................
হুম্ হুম্ এরই নাম ফেসবুক..
©

©"বিলম্বিত-লয়" #Facebook
তুমি যেমনই দেখতে হও, লম্বা বা বেঁটে 
সুন্দর কুৎসিত, ফর্সা বা কালো..
কুছ পরোয়া নেই, এই স্থানে
জানবে সব মানিয়ে যাবে ভালো।
হাজার লাইক, বাহবা পাবে তোমার লুক
...........
হুম্ এর নাম যে ফেসবুক.. 

যদি অন্য কিছু কিছু চাও
চাইবার তো অনেক কিছুই থাকে..
পেয়ে যাবে, আমি বলছি যাবে পেয়ে
খাদ্য, খাদক বা যা চাইবে যাকে তাকে।
নিমেষের মাঝে করে দিতে পারো বুক
............
হুম্ বাবা এর নাম যে ফেসবুক..

ধরো তুমি চাইলে যেতে বাইরে কোথাও
সাইবেরিয়ায়, বা অন্য কোনোখানে..
ভাবছো কি অত!! ভাববার কিছু নেই
একটিবার বলেই দেখ না এইখানে।
সাথে সাথে সঙ্গী হবে অনেকে, করবে দেখ হুক
................
হুম্ হুম্ এরই নাম ফেসবুক..
©

©"বিলম্বিত-লয়" #Facebook