Nojoto: Largest Storytelling Platform

#তুমিও_ভালো_থেকো (FEMALE VERSION) #মহঃ_হাবিবুল্লাহ

#তুমিও_ভালো_থেকো
(FEMALE VERSION)
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
"" "" "" "" "" "" """"" "" "
জনতারই ভিড়ে,ব্যস্ত দুপুরে,প্রথম তোমাকে দেখি,
রবির আলোকে,যেনো আড়চোখে,শুরু হয় চোখাচোখি।
তোমাকে দেখেছি দুই চোখ জুড়ে,মাটিতে দেখেছি ছায়া,
তোমার মুখেতে চাহিয়া দেখেছি,মোহময়ী এক মায়া।
দূর থেকে দেখি,মনে কিছু লিখি,হৃদপটে আঁকি ছবি,
চিঠি লিখে দেবো,ভাবিতে হলাম,অগোছালো এক কবি।
মাঝে মাঝে আমি মুখ ফিরে দেখি,তুমি চেয়ে অবিরাম,
সময়ের স্রোতে,ভাবি নিজ মতে,কিবা দেবো এর নাম।
তোমার 'তুমি'কে জানিতে গো চাই,কেনো বারেবার দেখো,
এলো মুখ থেকে,পাগলামি দেখে,বোকা ছেলে, ভালো থেকো।

একদিন ঘরে,খাতা নেড়েচেড়ে, কপালে পড়িলো ভাঁজ,
সব পাতা জুড়ে,তব নাম লেখা,একি দেখিলাম আজ।
কবিতার খাতা,পুরো এক পাতা,তব ছবি দিলে এঁকে,
লিখিলে সেথায়,করে অনুনয়,"হেথা দাও কিছু লিখে।"
সবি দেখিলাম,কিছু লিখিলাম,করিলাম হাসাহাসি,
ভয় রেখে দূরে,বলি প্রাণ ভরে,ভালোবাসি ভালোবাসি।
তারপর থেকে শুরু হল মোর,লুকোচুরি,কথা বলা,
কখনো কখনো হয়েছে সুযোগ,হাত ধরে পথ চলা।
লোম ভরা বুকে,বলি মাথা রেখে,মোরে ছেড়ে যেও নাকো,
যদি ছেড়ে যাও,তবে শুনে যাও,যেথা থাকো - ভালো থেকো।

মন দোলাচলে,কতকিছু বলে,আমি যে অবলা নারী,
বুক ফাটে তবু,মুখ ফোটেনা যে,কেমনে বলিতে পারি।
কিছুদিন চলে আবেগের প্রেম,তার মাঝে ওঠে ঝড়,
ফুল গেলো ঝরে,গাছ গেলো মরে,শাখা ভাঙে মড়মড়।
পশ্চিমে আকাশে ঘনীভূত হল,জাতি বিভেদের মেঘ,
আমি হিন্দু,আর তুমি মুসলিম,বাড়িলো হাওয়ার বেগ।
সারা পাড়া গ্রাম,হল বদনাম,বাবা মাও গেলো বুঝে,
তড়িঘড়ি করে,দিলো জোর করে,নতুন ঠিকানা খুঁজে।
আমি সেই মেয়ে,তার কাছে গিয়ে,সুখ খুঁজি একমুঠো,
বানভাসি চোখে সব ভেসে গেলো,ভালোবাসা খড়কুটো।
যদি মনে পড়ে,কভু ঘুম ঘোরে,রাতের তারা কে দেখো,
পারিনি বলিতে শেষ কথা টুকু,প্রিয়তম ভালো থেকো।

আমাকে হারিয়ে,তুমি কি ফেলেছো,এক বুক দীর্ঘশ্বাস,
হয়েছো কি তুমি আমাকে হারিয়ে,শরতের দেবদাস।
হয়তো বা তুমি আমাকে ভোলোনি,মনে ছিল অবসাদ,
দূর থেকে তুমি,পাওনি দেখিতে,প্রেমেরই আর্তনাদ।
রাতের বিছানা,চোখের ঠিকানা,শ্রাবণে ভেসেছি শুধু,
হইনি তো কারো,প্রিয়তমা আমি,শুধুই সেজেছি বধূ।
তোমাকে খুঁজিতে,হারিয়ে গিয়েছি,বেদনার বালুচরে,
বুকের বেদনা পাওনি দেখিতে,মাংস কে ভেদ করে।
তিলে তিলে মোরে শেষ করে দেয়,পেয়ে হারানোর শোক,
আমি মরে গেলে,তোমার বুকেতে,আমার সমাধি হোক।
যদি ভেসে যাই মাঝ দরিয়ায়,যদি ফিরে নাহি দেখো,
চোখের জলেতে লিখে দেবো তবু,ওগো প্রিয়, ভালো থেকো।
__--__
(প্রতিটি ছত্র কুড়ি টি অক্ষর বিশিষ্ট। #river
#তুমিও_ভালো_থেকো
(FEMALE VERSION)
#মহঃ_হাবিবুল্লাহ_হাবিব।
"" "" "" "" "" "" """"" "" "
জনতারই ভিড়ে,ব্যস্ত দুপুরে,প্রথম তোমাকে দেখি,
রবির আলোকে,যেনো আড়চোখে,শুরু হয় চোখাচোখি।
তোমাকে দেখেছি দুই চোখ জুড়ে,মাটিতে দেখেছি ছায়া,
তোমার মুখেতে চাহিয়া দেখেছি,মোহময়ী এক মায়া।
দূর থেকে দেখি,মনে কিছু লিখি,হৃদপটে আঁকি ছবি,
চিঠি লিখে দেবো,ভাবিতে হলাম,অগোছালো এক কবি।
মাঝে মাঝে আমি মুখ ফিরে দেখি,তুমি চেয়ে অবিরাম,
সময়ের স্রোতে,ভাবি নিজ মতে,কিবা দেবো এর নাম।
তোমার 'তুমি'কে জানিতে গো চাই,কেনো বারেবার দেখো,
এলো মুখ থেকে,পাগলামি দেখে,বোকা ছেলে, ভালো থেকো।

একদিন ঘরে,খাতা নেড়েচেড়ে, কপালে পড়িলো ভাঁজ,
সব পাতা জুড়ে,তব নাম লেখা,একি দেখিলাম আজ।
কবিতার খাতা,পুরো এক পাতা,তব ছবি দিলে এঁকে,
লিখিলে সেথায়,করে অনুনয়,"হেথা দাও কিছু লিখে।"
সবি দেখিলাম,কিছু লিখিলাম,করিলাম হাসাহাসি,
ভয় রেখে দূরে,বলি প্রাণ ভরে,ভালোবাসি ভালোবাসি।
তারপর থেকে শুরু হল মোর,লুকোচুরি,কথা বলা,
কখনো কখনো হয়েছে সুযোগ,হাত ধরে পথ চলা।
লোম ভরা বুকে,বলি মাথা রেখে,মোরে ছেড়ে যেও নাকো,
যদি ছেড়ে যাও,তবে শুনে যাও,যেথা থাকো - ভালো থেকো।

মন দোলাচলে,কতকিছু বলে,আমি যে অবলা নারী,
বুক ফাটে তবু,মুখ ফোটেনা যে,কেমনে বলিতে পারি।
কিছুদিন চলে আবেগের প্রেম,তার মাঝে ওঠে ঝড়,
ফুল গেলো ঝরে,গাছ গেলো মরে,শাখা ভাঙে মড়মড়।
পশ্চিমে আকাশে ঘনীভূত হল,জাতি বিভেদের মেঘ,
আমি হিন্দু,আর তুমি মুসলিম,বাড়িলো হাওয়ার বেগ।
সারা পাড়া গ্রাম,হল বদনাম,বাবা মাও গেলো বুঝে,
তড়িঘড়ি করে,দিলো জোর করে,নতুন ঠিকানা খুঁজে।
আমি সেই মেয়ে,তার কাছে গিয়ে,সুখ খুঁজি একমুঠো,
বানভাসি চোখে সব ভেসে গেলো,ভালোবাসা খড়কুটো।
যদি মনে পড়ে,কভু ঘুম ঘোরে,রাতের তারা কে দেখো,
পারিনি বলিতে শেষ কথা টুকু,প্রিয়তম ভালো থেকো।

আমাকে হারিয়ে,তুমি কি ফেলেছো,এক বুক দীর্ঘশ্বাস,
হয়েছো কি তুমি আমাকে হারিয়ে,শরতের দেবদাস।
হয়তো বা তুমি আমাকে ভোলোনি,মনে ছিল অবসাদ,
দূর থেকে তুমি,পাওনি দেখিতে,প্রেমেরই আর্তনাদ।
রাতের বিছানা,চোখের ঠিকানা,শ্রাবণে ভেসেছি শুধু,
হইনি তো কারো,প্রিয়তমা আমি,শুধুই সেজেছি বধূ।
তোমাকে খুঁজিতে,হারিয়ে গিয়েছি,বেদনার বালুচরে,
বুকের বেদনা পাওনি দেখিতে,মাংস কে ভেদ করে।
তিলে তিলে মোরে শেষ করে দেয়,পেয়ে হারানোর শোক,
আমি মরে গেলে,তোমার বুকেতে,আমার সমাধি হোক।
যদি ভেসে যাই মাঝ দরিয়ায়,যদি ফিরে নাহি দেখো,
চোখের জলেতে লিখে দেবো তবু,ওগো প্রিয়, ভালো থেকো।
__--__
(প্রতিটি ছত্র কুড়ি টি অক্ষর বিশিষ্ট। #river
waseemalhabib9305

New Creator