‘প্রতিরক্ষা বাজেট ২০০ শতাংশ বাড়ানো হবে’! ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধের আবহে ঘোষণা ইরানের মঙ্গলবার রাজধানী তেহরানে সাংবাদিক বৈঠক করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের দফতরের মুখপাত্র ফাতেমি মোহাজ়েরানি এ কথা জানিয়েছেন। এই দাবি কার্যকর হলে ইরানের প্রতিরক্ষা বাজেট প্রায় তিনগুণ বাড়বে। ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রতিরক্ষা বাজেট ২০০ শতাংশ বাড়ানোর ঘোষণা করল ইরান। মঙ্গলবার রাজধানী তেহরানে সাংবাদিক বৈঠক করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানের দফতরের মুখপাত্র ফাতেমি মোহাজ়েরানি এ কথা জানিয়েছেন। এই দাবি কার্যকর হলে ইরানের প্রতিরক্ষা বাজেট প্রায় তিনগুণ বাড়বে। ©BANGLE TIMES #Iran_Israel_Conflict