Nojoto: Largest Storytelling Platform

পাহাড়-প্রমান ঝাড়লন্ঠনটার দিকে স্হিরদৃষ্টিতে চেয়ে ছ

পাহাড়-প্রমান ঝাড়লন্ঠনটার দিকে স্হিরদৃষ্টিতে চেয়ে ছিল চন্দ্রশেখর। 
দীর্ঘ ত্রিশ বছর পূর্বের তার গুপ্ত অপরাধের সাক্ষ্য তো ওই বাতিটার নীচেই লুকানো আছে- মৃণালিনীর লাশ।
পণের টাকায় খামতি হওয়ায় বিবাহের একপক্ষকাল পরেই তো সে আর তার মা- ইন্দিরাদেবী মিলে তাকে চিরশয্যায় শায়িত করেছিল।
চিরশান্তিতে ঘুমাচ্ছে মৃণালিনী; শুধু ঘুম নেই চন্দ্রশেখরের চোখে, জোশের বশে করা অপরাধই আজ তার বিবেককে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে  অনবরত। #শ্রদ্ধেয়বঙ্কিম #আলাপ #aalap
পাহাড়-প্রমান ঝাড়লন্ঠনটার দিকে স্হিরদৃষ্টিতে চেয়ে ছিল চন্দ্রশেখর। 
দীর্ঘ ত্রিশ বছর পূর্বের তার গুপ্ত অপরাধের সাক্ষ্য তো ওই বাতিটার নীচেই লুকানো আছে- মৃণালিনীর লাশ।
পণের টাকায় খামতি হওয়ায় বিবাহের একপক্ষকাল পরেই তো সে আর তার মা- ইন্দিরাদেবী মিলে তাকে চিরশয্যায় শায়িত করেছিল।
চিরশান্তিতে ঘুমাচ্ছে মৃণালিনী; শুধু ঘুম নেই চন্দ্রশেখরের চোখে, জোশের বশে করা অপরাধই আজ তার বিবেককে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে  অনবরত। #শ্রদ্ধেয়বঙ্কিম #আলাপ #aalap