White যখন আমি আছি, আমি আছি প্রতি মুহূর্তে, প্রতি সময়। আমি আছি অশান্ত মনের ঝড়ে, আছি নিরবতায়। হাজার মানুষের ভিড় থেকে আলাদা, আছি আমি একাকিত্বের অস্থিরতায়। আমি আছি প্রত্যেক স্পৃশ্য আর অস্পৃশ্য জিনিসে। আমি আছি দিনের রোদ আর রাতের অন্ধকারে। আমি আছি বইয়ের ছোঁয়ায়, আছি আমি চেপে যাওয়া কথায়। সাধারণত সবাই যেখানে নেই, আমি আছি সেই সুক্ষ্ম জায়গায়। কথায় আছি, কবিতায় আছি, আড্ডায় আছি, গল্পে আছি। শান্তি তে আছি, মিলনে আছি, দরকারে আছি, ভাবনায় আছি। আমি আছি ভালবাসার আগলে রাখায়। আমি আছি হারিয়ে যাওয়ায়, খুঁজে পাওয়ায়। যখন আমি নেই, আমি নেই সেখানে কারণে অকারনে। আমি নেই কোনো বাধায়, নেই কোনো বারনে। প্রশ্ন থাকলেও তার উত্তরে আমি নেই। আমি সামনে থাকলেও অস্তিত্বে নেই। আমি নেই কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রনায়। আমি নেই কোনো পরিপূর্নতায়। আমি সম্পর্কে নেই, সংস্পর্শে নেই। আমি চিতকারে নেই, শুন্যতায় নেই। আমি নেই কোনো ঝগড়া, অশান্তি, উদ্বেগে। আমি নেই কোনো চিন্তায়, নেই কোনো আবেগে। আমি নেই কোনো অপেক্ষায়, কোনো ঘটনায় আমি নেই। আমি নেই কোনো হাঁসি তে, কোনো কান্নায় আমি নেই। আমি নেই মনের ক্ষত হওয়ায়, আমি নেই কোনো মধুরতায়। আমি নেই কারোর পৃথিবীতে, নেই কারোর আওতায়। ©Ananta Dasgupta #rajdhani_night #anantadasgupta #bengalipoetry #bengaliwriting #nojotobangla #existence