Nojoto: Largest Storytelling Platform

ভবেশ দাদুদের বাড়ী প্রায় একশো বছরের প্রাচীন দুর্গা

ভবেশ দাদুদের বাড়ী প্রায় একশো বছরের প্রাচীন দুর্গা পুজো হয়। এবছরও পুজোর সময় ওনার মেয়ে লণ্ডন  থেকে  ছেলে ও বরকে নিয়ে এসেছে। খুব আনন্দে পুজো কাটছে। ভবেশ দাদুর মনটা কিন্তু ভার। আজ নবমী,দেশের বাড়ী বাঁকুড়া থেকে ওনার বিশ্বস্ত কাজের লোক সুরেন আসেনি। সে এসে এত আনন্দ করে,ঢাকিদের সঙ্গে ঢাক বাজাতে লেগে যায়।সকাল বেলায় পুজো শুরু হয়েছে, সুরেন এসে হাজির। দাদুকে জানাল,তার মেয়ে শোভা ষষ্ঠীর সকালে শ্বশুরবাড়ী থেকে মার খেয়ে  পালিয়ে এসেছে। ওরা আরও টাকা চাইছে। সুরেন বলেছে,দুর্গা মায়ের মত রুখে  দাঁড়া।তেছস্বী রূপ ধারণ কর। আমিও গাঁয়ের লোকেরা তোর পাশে আছি,দেখি কেমন করে তোকে  তাড়ায়। তাই দাদু আসতে দেরী হল। দাদু বললেন--সাবাশ,শোভাকে মায়ের বীর রূপ ধারণ করতে বল। ওর জয় হবেই। আয়,অজ্ঞলী দে। জয়ী শোভা।
ভবেশ দাদুদের বাড়ী প্রায় একশো বছরের প্রাচীন দুর্গা পুজো হয়। এবছরও পুজোর সময় ওনার মেয়ে লণ্ডন  থেকে  ছেলে ও বরকে নিয়ে এসেছে। খুব আনন্দে পুজো কাটছে। ভবেশ দাদুর মনটা কিন্তু ভার। আজ নবমী,দেশের বাড়ী বাঁকুড়া থেকে ওনার বিশ্বস্ত কাজের লোক সুরেন আসেনি। সে এসে এত আনন্দ করে,ঢাকিদের সঙ্গে ঢাক বাজাতে লেগে যায়।সকাল বেলায় পুজো শুরু হয়েছে, সুরেন এসে হাজির। দাদুকে জানাল,তার মেয়ে শোভা ষষ্ঠীর সকালে শ্বশুরবাড়ী থেকে মার খেয়ে  পালিয়ে এসেছে। ওরা আরও টাকা চাইছে। সুরেন বলেছে,দুর্গা মায়ের মত রুখে  দাঁড়া।তেছস্বী রূপ ধারণ কর। আমিও গাঁয়ের লোকেরা তোর পাশে আছি,দেখি কেমন করে তোকে  তাড়ায়। তাই দাদু আসতে দেরী হল। দাদু বললেন--সাবাশ,শোভাকে মায়ের বীর রূপ ধারণ করতে বল। ওর জয় হবেই। আয়,অজ্ঞলী দে। জয়ী শোভা।

জয়ী শোভা।