পাঁচ বছরে বাংলা ছেড়েছে কয়েক হাজার সংস্থা, তথ্য কেন্দ্রের, ‘হাতিয়ার’ পদ্মের, তৃণমূল বলছে গাঁজাখুরি! বাংলা থেকে একের পর এক সংস্থা অন্য রাজ্যে নিজেদের স্থায়ী ঠিকানা নিয়ে যাচ্ছে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। এ নিয়ে বিজেপি সরব। কিন্তু সংসদে জমা দেওয়া কেন্দ্রীয় সরকারের রিপোর্টকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বাংলায় নতুন শিল্প আসে না। পুরনো শিল্প রাজ্যে থাকে না। এই অভিযোগ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এমন তুলনা করে প্রায়শই সরব হয়। বিশেষত, বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলার শিল্প পরিস্থিতি ‘খারাপ’ বলে দাবি করে গত বিধানসভা নির্বাচনেই প্রচারে নেমেছিলেন পদ্মনেতারা। এ বার সেই বিষয়ে আরও বড় তথ্য প্রকাশ্যে আনতে চায় রাজ্য বিজেপি। সেই লক্ষ্যেই দলের সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন, গত পাঁচ বছরে কত সংস্থা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে? সেই প্রশ্নের জবাবে মঙ্গলবার কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত বাংলা ছেড়ে কতগুলি সংস্থা নিজেদের স্থায়ী ঠিকানা (রেজিস্টার্ড অফিস) অন্য রাজ্যে নিয়ে গিয়েছে। রিপোর্টে এ-ও বলা হয়েছে যে, ওই সংস্থাগুলির মধ্যে ৩৭টি শেয়ার বাজারে নথিভুক্ত। ©BANGLE TIMES #TMC