Nojoto: Largest Storytelling Platform

ট্রেন পেরিয়ে যাওয়ার পর দেখল একজন সত্যি দাড়িয়ে

ট্রেন পেরিয়ে যাওয়ার পর দেখল একজন সত্যি দাড়িয়ে আছে। আদেশ কাদা মাখা অবস্থায় উঠে কিছু বলতে যাবে তখন এক ঝাঁক লোক এসে বলল- "লোকটা না হলে তো ছিটকে কেটে পরে থাকতেন কোনো পারে।" আদেশ কিছু না বলে এগিয়ে গেল কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির জলে ওর গায়ের ময়লা ধুয়ে দিল আর একটু পরে থেমেও গেল। লোকটা ওর সামনে এসে দাড়াল।

--"আগে রাস্তায় অন্ধকার আছে আর জলের জন্য গর্ত বোঝা যাচ্ছে না। উঠে পর। তোমাকে ঘর পর্যন্ত ছেড়ে দেই।" পরে যাওয়ার জন্য আদেশের কনুই ছিলে গেছে কিন্তু কিছু না বলে ও এগিয়ে গেল। কিছুটা পথ হেঁটে আদেশ দেখল সামনে জল ভরা রাস্তা আর গর্ত না বুঝতে পেরে নিজেকে সামলাতে পারেনি। প্রায় আবার পড়ে যেত কিন্তু ওকে ধরে রাস্তার ধারে দাড় করাল একজন। আদেশ দেখল সেই লোকটাই ওকে ধরে দাড়িয়ে। 
--"আপনি? আপনি এত দুর থেকে এত তারাতারি কি ভাবে আসলেন?"
--"আমি বাইকে আছি, তুমি হেঁটে যাচ্ছিলে, তাই ফলো করলাম। তুমি বার বার পড়ে যাচ্ছ, কিছু হয়েছে তোমার?"
--"না।" এই কথাটা বলতে গিয়ে আদেশের গলা ভারি হয়ে যায়। লোকটা আদেশের চোখে জল মুছে দিয়ে বলল- "তাহলে এইজন্যই ঝাপসা দেখছিলে একটু আগে!" বলে বাইকে বসে আদেশ কে ইশারা করল। আদেশ এইবার বসে পরে। লোকটার গায়ে একটা স্নিগ্ধ গন্ধ আর কথায় একটা টান আছে। আদেশের ঘরের সামনে বাইক দাড় করিয়ে সে নামল।

--"ধন্যবাদ। আমাকে সাহায্য করার জন্য।" আদেশ বলে এগিয়ে গেল তখন লোকটা আবার ডাকল। 
--"শোনো।"
--"হ্যাঁ, বলুন।"
--"নিজেকে ওই শাস্তি দিও না, যেটা তোমার প্রাপ্য নয়। তোমার চোখ থেকে পড়া এক ফোটা জল তোমার বন্ধু কে অনেক বেশি কষ্ট দিতে পারে।"
--"আমার বন্ধু কে, আপনি জানবেন কি ভাবে?"
--"কষ্টের সময় আমরা তাদের কথা ভাবি, যারা আমাদের সবচেয়ে কাছে। তুমি আমার নাম করছিলে, তাই আমি তোমার কাছে আসলাম। নিজের বন্ধু কে চিন্তে পারনি?"
--"আমি আপনার নাম নেইনি। আমি ভগবান শিব কে ডাকছিলাম।"
--"আমার নাম শিবায়। আর তা ছাড়া যে খারাপ সময় পাশে দাড়ায়, সেই তো বন্ধু। এবার যাও। আরেকটা ঝড় আসবে কিছূক্ষনে।" 

আদেশ ব্যাগটা কাঁধে নিতে গিয়ে লক্ষ্য করল, ওর হাতে কোনো ব্যথা নেই। ভালো করে দেখল। কোনো দাগের চিন্হ পর্যন্ত নেই। সাথে সাথে ঘুরে দেখল লোকটার জন্য কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু আদেশের বুক পকেটে একটা রুদ্রাক্ষ।

©Ananta Dasgupta #Shiva #bengalistory  quotes on friendship
ট্রেন পেরিয়ে যাওয়ার পর দেখল একজন সত্যি দাড়িয়ে আছে। আদেশ কাদা মাখা অবস্থায় উঠে কিছু বলতে যাবে তখন এক ঝাঁক লোক এসে বলল- "লোকটা না হলে তো ছিটকে কেটে পরে থাকতেন কোনো পারে।" আদেশ কিছু না বলে এগিয়ে গেল কিন্তু আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির জলে ওর গায়ের ময়লা ধুয়ে দিল আর একটু পরে থেমেও গেল। লোকটা ওর সামনে এসে দাড়াল।

--"আগে রাস্তায় অন্ধকার আছে আর জলের জন্য গর্ত বোঝা যাচ্ছে না। উঠে পর। তোমাকে ঘর পর্যন্ত ছেড়ে দেই।" পরে যাওয়ার জন্য আদেশের কনুই ছিলে গেছে কিন্তু কিছু না বলে ও এগিয়ে গেল। কিছুটা পথ হেঁটে আদেশ দেখল সামনে জল ভরা রাস্তা আর গর্ত না বুঝতে পেরে নিজেকে সামলাতে পারেনি। প্রায় আবার পড়ে যেত কিন্তু ওকে ধরে রাস্তার ধারে দাড় করাল একজন। আদেশ দেখল সেই লোকটাই ওকে ধরে দাড়িয়ে। 
--"আপনি? আপনি এত দুর থেকে এত তারাতারি কি ভাবে আসলেন?"
--"আমি বাইকে আছি, তুমি হেঁটে যাচ্ছিলে, তাই ফলো করলাম। তুমি বার বার পড়ে যাচ্ছ, কিছু হয়েছে তোমার?"
--"না।" এই কথাটা বলতে গিয়ে আদেশের গলা ভারি হয়ে যায়। লোকটা আদেশের চোখে জল মুছে দিয়ে বলল- "তাহলে এইজন্যই ঝাপসা দেখছিলে একটু আগে!" বলে বাইকে বসে আদেশ কে ইশারা করল। আদেশ এইবার বসে পরে। লোকটার গায়ে একটা স্নিগ্ধ গন্ধ আর কথায় একটা টান আছে। আদেশের ঘরের সামনে বাইক দাড় করিয়ে সে নামল।

--"ধন্যবাদ। আমাকে সাহায্য করার জন্য।" আদেশ বলে এগিয়ে গেল তখন লোকটা আবার ডাকল। 
--"শোনো।"
--"হ্যাঁ, বলুন।"
--"নিজেকে ওই শাস্তি দিও না, যেটা তোমার প্রাপ্য নয়। তোমার চোখ থেকে পড়া এক ফোটা জল তোমার বন্ধু কে অনেক বেশি কষ্ট দিতে পারে।"
--"আমার বন্ধু কে, আপনি জানবেন কি ভাবে?"
--"কষ্টের সময় আমরা তাদের কথা ভাবি, যারা আমাদের সবচেয়ে কাছে। তুমি আমার নাম করছিলে, তাই আমি তোমার কাছে আসলাম। নিজের বন্ধু কে চিন্তে পারনি?"
--"আমি আপনার নাম নেইনি। আমি ভগবান শিব কে ডাকছিলাম।"
--"আমার নাম শিবায়। আর তা ছাড়া যে খারাপ সময় পাশে দাড়ায়, সেই তো বন্ধু। এবার যাও। আরেকটা ঝড় আসবে কিছূক্ষনে।" 

আদেশ ব্যাগটা কাঁধে নিতে গিয়ে লক্ষ্য করল, ওর হাতে কোনো ব্যথা নেই। ভালো করে দেখল। কোনো দাগের চিন্হ পর্যন্ত নেই। সাথে সাথে ঘুরে দেখল লোকটার জন্য কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু আদেশের বুক পকেটে একটা রুদ্রাক্ষ।

©Ananta Dasgupta #Shiva #bengalistory  quotes on friendship
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon110