Nojoto: Largest Storytelling Platform

যদি পারো, এক বার কখনো মনে করে নিও, তারপর না হয় ক

যদি পারো, এক বার কখনো মনে করে নিও, 
তারপর না হয় কাগজের মত ছিড়ে ফেলে দিও। 
বুঝতে পারবো আলাদা রাখছ কোন এক জায়গায়। 

যদি পারো, এক দিন আমার মত করে কাটিয়ে দেখো, 
তারপর না হয় ফিরে যেও নিজের সুখের সংসারে। 
মেনে নেব কিছুটা অংশ ছিলে আমার সাথে। 

যদি পারো, আমাদের কথা মুখস্থ রেখো পড়ার মত, 
তারপর না হয় নতুন জীবনের চাদর দিয়ে ঢেকে দিও। 
মনে করব স্মৃতি ভাগ করার মত জায়গা আছে আমার। 

যদি পারো, ঘরের জানলা থেকে তাকিয়ে দেখো আকাশে, 
তারপর না হয় নিজের মনের দরজার মত সেটাও আটকে দিও। 
জানব অল্প সময়ের জন্য হলেও দেখেছিলে আমাকে।

যদি পারো, এক বার ঘুরে দেখো পিছনে ফিরে, 
তারপর না হয় কখনো দেখলেই না আর জীবনে। 
ধরে নেব একটু হলেও পিছুটান টা আছে তোমারও। 

যদি পারো, কখনো ভালবেসে দেখো আমার মত, 
তারপর না হয়ে করলে না কখনো কোন পরোয়া আর। 
জানতে পারব একবার হলেও কাছে গেছি তোমার।

©Ananta Dasgupta #anantadasgupta #Bengali_poem #bengalipoetry
যদি পারো, এক বার কখনো মনে করে নিও, 
তারপর না হয় কাগজের মত ছিড়ে ফেলে দিও। 
বুঝতে পারবো আলাদা রাখছ কোন এক জায়গায়। 

যদি পারো, এক দিন আমার মত করে কাটিয়ে দেখো, 
তারপর না হয় ফিরে যেও নিজের সুখের সংসারে। 
মেনে নেব কিছুটা অংশ ছিলে আমার সাথে। 

যদি পারো, আমাদের কথা মুখস্থ রেখো পড়ার মত, 
তারপর না হয় নতুন জীবনের চাদর দিয়ে ঢেকে দিও। 
মনে করব স্মৃতি ভাগ করার মত জায়গা আছে আমার। 

যদি পারো, ঘরের জানলা থেকে তাকিয়ে দেখো আকাশে, 
তারপর না হয় নিজের মনের দরজার মত সেটাও আটকে দিও। 
জানব অল্প সময়ের জন্য হলেও দেখেছিলে আমাকে।

যদি পারো, এক বার ঘুরে দেখো পিছনে ফিরে, 
তারপর না হয় কখনো দেখলেই না আর জীবনে। 
ধরে নেব একটু হলেও পিছুটান টা আছে তোমারও। 

যদি পারো, কখনো ভালবেসে দেখো আমার মত, 
তারপর না হয়ে করলে না কখনো কোন পরোয়া আর। 
জানতে পারব একবার হলেও কাছে গেছি তোমার।

©Ananta Dasgupta #anantadasgupta #Bengali_poem #bengalipoetry
anantadasgupta7138

Ananta Dasgupta

New Creator
streak icon39